নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়ামিন মৃধা

ইয়ামিন মৃধা › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী শেখার সঠিক উপায় (পর্ব -০১)

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

ইংরেজী কী এবং এর ব্যবহার?

ইংরেজী হচ্ছে আন্ত-জার্তিক ভাষা । আর ভাষা ভাষীর দিক থেকে এর ব্যবহারকারী অনেক । ‍তদুপরি এই ভাষা বর্তমান কিংবা পূর্বেকার সময় থেকে এর ব্যবহার সু-বিস্তৃত ভাবে চলে আসছে । এছাড়া এই ভাষা পৃথিবীর উন্নত বিশ্বের অধিকাংশ দেশ গুলোর মার্তৃভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । যার ফলে পৃথিবীর অন্যান্য ‍অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জন্য তাদের স্ব-স্ব জাতির উন্নয়ন করার স্বার্থে বা
সঠিক সু-সম্পর্ক তৈরী করার জন্য ইংরেজী ভাষার ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ।

ইংরেজী ভাষা কেন শিখব ?

একজন ব্যক্তি যে ভাষায় তার মনের ভাব সুষ্ঠু ভাবে প্রকাশ করতে হলে যে ভাষা ব্যবহার করে সেটিই মূলত তার ভাষা । আর এক্ষেত্রে মাতৃভাষাই শ্রেয় । তবে শুধূমাত্র নিজের বা ব্যক্তিগত ভাবে না হয়ে যদি রাষ্ট্রীয় বা অন্য জাতি বা ভাষা ভাষীর নিকট নিজের ভাবকে জাগ্রত করতে হয় তাহলে অবশ্যই তার প্রয়োজন সেই ব্যক্তির ন্যয় কথা বলা অথবা এমন একটি ভাষা বাছাই করা যে ভাষাটি উভয়ের জন্য বোধগম্য হয় । আর সেই ভাষাটি হচ্ছে ইংরেজী । আর এজন্য এটিকে আন্তর্জাতিক ভাষা বলে অবিহিত করা হয়েছে।
আমার মতে, ইংরেজী ভাষার শেখার ৩টি কারন :

১। ব্যক্তিগত ভাবে উচ্চ শিক্ষা অর্জন কিংবা অন্য দেশের সাথে সকল ধরনের ব্যক্তিগত সম্পর্ক তৈরী বা যোগাযোগ এর জন্য ।
২। দেশের অভ্যন্তরে উচ্চ কিংবা নিম্ন সকল কর্মসংস্থানে এর ব্যবহার
৩। দেশের বাহিরে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক স্থাপন ।
ইংরেজী ভাষা শেখার জন্য ব্যকরন ওপর নজর কারা নজর :
আসলে বাংলাদেশে বিশেষ করে এশিয়ার মধ্যে ইংরেজীর শিখতে যে সকল নিয়মাবলি দেখে থাকি তা হলো ইংরেজী ভাষার জন্য এখানে ইংরেজী ব্যকরন এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় । যাতে করে ভাষার চর্চার প্রতি যতটা না বেশি মনোনিবেশ করা হয় তার চেয়ে বেশি ব্যকরণ পাঠের প্রয়োজনীয়তা বেশি দৃশ্যমান হয় । যাতে করে ব্যাকরণের ওপর বেশির ভাগ সময় নষ্ট হয় বলে ইংরেজী বলা আমাদের জন্য কঠিন মনে হয় । তবে আমাদের মনে রাখতে হবে ইংরেজী ভাষার ওপর পান্ডিত্য অর্জন করতে হলে অবশই প্রয়োজনীয় ব্যকরণ শিখতে হবে । তবে শুধুমাত্র ব্যকরণের ওপর নির্ভর করলেই এর থেকে সঠিক সাফল্য অাশা করা মূর্খতার শামিল হবে ।

কীভাবে বা কোন কোন উপায়ে আপনি ইংরেজী ভাষাটি আয়ত্ব করতে পারবেন সেটি পরের পর্বে আমি লিখব ইনশাআল্লাহ ।
সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন । থাকুন জ্ঞান ও বিজ্ঞানের সাথে ।
আল্লাহ হাফেজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.