নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

আমরা ব্লগারদের জীবনের নিরাপত্তা চাই

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২



কয়েকজন ব্লগারকে রিমান্ডে নেয়া হয়েছে। এটা একটা স্বাধীন রাষ্ট্রে খুবই লজ্জার বিষয়। না - আমরা চীন কিংবা ইরানে বসবাস করছি না। আমরা জেনেছি, কিছু ব্লগারের নাম প্রকাশ হয়েছে বিভিন্ন মিডিয়ায়। ঐ তালিকায় দেশের বিশিষ্ট লেখকদের নামও রয়েছে।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই হাস্যকর । যারা গল্প কিংবা কবিতা- প্রবন্ধ

লেখেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ খুবই লজ্জাকর। এর জন্যই আমরা ১৯৫২,

১৯৭১ পেরিয়ে এসেছিলাম লাখো প্রাণের বিনিময়ে ??

আমরা বন্দী সকল ব্লগারের মুক্তি দাবী করছি। তাদের জামিন দেয়া হোক। আমরা যারা বিদেশে আছি, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ অবশ্যই করবো।

'পেন' - নিউইয়র্কের অফিস এ বিষয়ে মনিটর করার কথা জানিয়েছে।

আমেরিকার ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস মুক্ত ব্লগ খুলে দিয়েছে বিনামূল্যে। কেউ বেনামে লিখে

দায় অন্যের উপর ফেলতে পারে না। আমরা কোনো ধর্মের প্রতি অবমাননা মেনে নেবো না। কিন্তু যাচাই-বাছাই না করে তালিকা প্রকাশ করে কোনো ব্লগার- লেখককে

সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার জীবনকে মৌলবাদীদের হুমকির মুখে ঠেলে দেয়ার সরকারী প্রচেষ্টা আমরা মেনে নেবো না। সরকারের জানা উচিৎ, এভাবে

ভোটের রাজনীতির সমীকরণে তারা সফলকাম নাও হতে পারেন।





আপনার যারা 'পেন' এর সাথে যোগাযোগ করতে চান। ফোন করুন। ফ্যাক্স করুন।

ইমেইল করুন ।

Sarah Hoffman

Freedom to Write Coordinator

(212) 334-1660, ext. 111

sarah [at] pen.org



PEN American Center 588 Broadway, Suite 303 New York, NY 10012 E [email protected] T (212) 334-1660 F (212) 334-2181

























মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

আহসান২০২০ বলেছেন: ঠিকই আছে। যেমন কর্ম তেমন ফল। এখানে আপনার আমার মতো সাধারণ ব্লগারদের কান্দনের কোন কারণ দেখি না। যাদের লিষ্ট দেয়া হয়েছে তাদের ব্লগ পড়ে নিশ্চিত হয়েই দেয়া হয়েছে। যারা এহেন অপকর্ম করে বেড়ায় তারা বীর দর্পে দাম্ভিকতায় ব্লগে ব্লগর ব্লগর করে থাকে। আর সাধারণ ব্লগারদের মুখ বন্ধ করে দেয়া হয়।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

সরকার৮৪ বলেছেন: ফকির ইলিয়াস সরকারো তোবা টুমার দল। সরকাররে না বুঝাইয়া বিদেশর মানষর কাছে যাইতায় কেনে?

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

আকাশ চুরি বলেছেন: নিজেরা কিছু করতে পারি না? বিদেশী শক্তিকে টেনে আনা কেন?

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭

জানপরী বলেছেন: বিদেশে বসে মায়া কান্না না করে দেশের ও দেশের মানুষের কথা ভাবুন। শুধু কতিপয় ব্লগারের কথা ভাবার কোন কারণ নেই কারণ পুরো দেশের মানুষ একটা অনিশ্চিত আতংকের মধ্যে বসবাস করছে যা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

শিব্বির আহমেদ বলেছেন: আহসান২০২০ বলেছেন: ঠিকই আছে। যেমন কর্ম তেমন ফল। এখানে আপনার আমার মতো সাধারণ ব্লগারদের কান্দনের কোন কারণ দেখি না। যাদের লিষ্ট দেয়া হয়েছে তাদের ব্লগ পড়ে নিশ্চিত হয়েই দেয়া হয়েছে। যারা এহেন অপকর্ম করে বেড়ায় তারা বীর দর্পে দাম্ভিকতায় ব্লগে ব্লগর ব্লগর করে থাকে। আর সাধারণ ব্লগারদের মুখ বন্ধ করে দেয়া হয়।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

ঢাকাইয়া০০৭ বলেছেন: আপনি কি চান জনাকয়েক রুচিহীন বিকেবহীন মানুষের জন্য সকল ব্লগারের কপালে নাস্তিক নামক কলঙ্কের টিকা লাগুক?

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

হিহিহি - আপনার জ্ঞান অসাধারন ! খোলা যায় ! বুঝলাম তারিখ ও সময় কি ইচ্ছা মতো দেওয়া যায় ? জানতে মুঞ্চাইতেছে --

যে কেউ যদি উত্তর দিতেন খুশি হইতাম !

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

আমার স্বপ্নগুলি বলেছেন: যারা গল্প কিংবা কবিতা- প্রবন্ধ লেখেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ খুবই লজ্জাকর।

তারা শুধু গল্প-কবিতা-প্রবন্ধ লিখত!

হে হে হে ...

হাসি থামাইতে পারতেছি না~!

বাকস্বাধীনতার নামে যারা ধর্মিয় বিদ্বেষ ছড়ায় - তাদের সবার জন্য ডিম থেরাপি চাই।


আর উনারা যে মাল্টিনিকের আড়ালে কিছু করত না - আপনি কি ১০০% শিওর?

উনাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষী কর্মকান্ডের কোন প্রমাণ পাওয়া না গেলে আমিও উনাদের মুক্তি চাই - কিন্তু আগে কোন ক্লু এর সাপেক্ষে ধরা হইছে সেইটা জানা দরকার। ইনভেস্টিগেশন সঠিকভাবে করা হোক, সেটাই চাই।


৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমার ওপরের মন্তব্য কারীদের প্রতি আমার প্রশ্ন

আস্তিকতা বা নাস্তিকতার সঙ্গে ভালো-মন্দের সম্পর্ক কি? যুদ্ধাপরাধীদের বিচার দাবির সঙ্গে আস্তিকতা বা নাস্তিকতার সম্পর্ক কি? ধর্ম অনুভূতিতে আঘাত লাগার কথা বলে যদি আস্তিকেরা নাস্তিকদের বিচার চায়, তাহলে নাস্তিকেরাও তো তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আস্তিকদের বিচার চাইতে পারে। আর নাস্তিক ঘোষণা করার বিধান ধর্মে নাই। একজন নাস্তিক সারাজীবন নাস্তিক নাও থাকতে পারেন। আমাদের মোল্লারা ধর্মটাও জানে না ঠিকমতো। বেশির ভাগ মোল্লাই ধর্মটাকে বেঁচে খায়।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নকে ধামাচাপা দিতে নোংরা রাজনৈতিক চালের অংশ হিসেবে আস্তিকতা-নাস্তিকতার অবান্তর ইসু্টি টেনে এনেছেন আমার দেশ তথা আ্মার পাকিস্তানের সম্পাদক মাহমুদুর রহমান। লাল সালুর মজিদ যেমন স্কুল প্রতিষ্ঠার উদ্যেগ নেওয়া তরুণের প্রতি অবান্তর প্রশ্ন ছুঁড়েছিলেন ‌'ওই মিয়া, তোমার দাড়ি কই??
মাহমুদুর রহমানও তেমনি প্রশ্ন ছুঁড়েছেন, ‌'তোমরা যে আন্দোলন করছো, তোমাদের দাড়ি কই?" মজার ব্যপার মাহমুদুর রহমানেরও কোনো দাড়ি নেই। এরা হলো মোনাফেক। আমাদের সমাজের লোকজনের কাছে এই মোনাফেকদের কথাই বড় হয়ে গেছে। মাহমুদুর রহমানের মতো মোনাফেকদের যদি বিপুল অর্থবিত্ত বা কোনো সুবিধা দেওয়া হয়, তিনি নগদে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। এদের কোনো নীতি আছে?? আজ এরাই ইসলামের ইজারাদার ? আপনারা এদের কথায় আপনারা ফালতু কথা বলছেন কোন আক্কেলে??
ওই মিয়া তোমার দাড়ি কই?? হা..হা..হা...হা..হা. ফালতু যতসব।
Click This Link

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

াংলার জনতা০০৭ বলেছেন: তাই নাকি?আপ্নারা যখন অন্য ধর্ম কে গালাগালি করেন তখন লজ্জা লাগে না

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

কর্ণেল সামুরাই বলেছেন: অপরাধী হচ্ছে অপরাধী।
একাত্তরের ঘাতক দালালদের জামিন দেয়া যেমন আহম্মকী দাবী, ধর্ম্রদ্রাহী ব্লগারদের জামিন দেওয়াও আহাম্মকী দাবী।

অপরাধ করতে শাস্তি হবে এটা স্বাভাবিক। অপরাধীর পিঠ বাচাতে দৌগানোটাও অপরাদের সামিল।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

rudlefuz বলেছেন: নাস্তিকতা দোষের কিছু না। একতা মানুষ ঈশ্বরে বিশ্বাস না করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যপার। কিন্তু একজন নাস্তিক যখন আরেকজন আস্তিকের ধর্মকে অপমান করাটা নিজের অবশ্য পালনিয় কর্তব্য বলে ধরে নেয় তখন অবশ্যই সেই নাস্তিকের বিচার হয়া উচিত।

আমরা আস্তিকেরা কি সবাই ১০০% ধর্ম পালন করি। মনে হয় না। কিন্তু আমরা সবাই আমাদের ধর্মকে ভালোবাসি, এই কথায় কোন ভুল নেই। একজন নাস্তিক কোন অবশ্তাতেই সেই অনুভূতিতে আঘাত করতে পারেন না।

আমার ধারণা এই ধাক্কায় চিহ্নিত নাস্তিকগুলোর বিচার হয়ে গেলে আমরা ব্লগাররা এইবার কলঙ্ক মুক্ত হতে পারতাম।।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

রাসেল মেটামোরফোজ বলেছেন: কর্ণেল সামুরাই বলেছেন: অপরাধী হচ্ছে অপরাধী।
একাত্তরের ঘাতক দালালদের জামিন দেয়া যেমন আহম্মকী দাবী, ধর্ম্রদ্রাহী ব্লগারদের জামিন দেওয়াও আহাম্মকী দাবী।

অপরাধ করতে শাস্তি হবে এটা স্বাভাবিক। অপরাধীর পিঠ বাচাতে দৌগানোটাও অপরাদের সামিল।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: ঢাকাইয়া০০৭ বলেছেন: আপনি কি চান জনাকয়েক রুচিহীন বিকেবহীন মানুষের জন্য সকল ব্লগারের কপালে নাস্তিক নামক কলঙ্কের টিকা লাগুক?

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

মাসুম মিয়া বলেছেন: শেষ পর্যন্ত অভিযুক্তদের 'আব্বু' র নাম্বার-ঠিকানা! অবস্থা কি এতটাই সঙ্কটাপন্ন! এত আগেই ভাইঙ্গা পড়লে কেমনে অইব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.