![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
সাভার ট্রাজেডি নিয়ে দুটি গান
==============
গান - ১
==============
আর কত থেমে যাবে
আমাদের সেলাই কলের চাকা
আর কত রক্তের বিনিময়ে
শেষ হবে জীবনের এই ছবি আঁকা ॥
আর কত মানুষের মৃত্যু হলে
আর কত স্বপ্ন নিভে গেলে
জাগবে বাংলাদেশ
গরীবের এই বেঁচে থাকা ॥
থামাও শোষণের এই কালো হাত
এই দেশে আলো চাই
নতুন প্রভাত
চাই না এমন পোশাক
যে পোশাক রক্তমাখা ॥
============
গান - ২
============
শাহীনাদের রক্তমাখা
যে সাভার দাঁড়িয়ে আছে
হাত বাড়াও হে মানব সমাজ
ছুটে চলো তাদের কাছে ॥
এই দেশ কি ভুলে গেছে
একাত্তরের রক্ত শিথান
এই জাতি কি ভুলে গেছে
মুক্তিযুদ্ধের ঐক্য বিতান
শোষক হবেই পরাজিত
আশা নিয়ে মানুষ বাঁচে ॥
সাভারের এই ইট পাথরে
মিশে আছে শত পাঁজর
চাই না এমন মৃত্যু যে আর
চাই না এমন অশ্রু বিবর
বিচার চাই হে বিচারপতি
প্রজন্ম আজ তাকিয়ে আছে ॥
©somewhere in net ltd.