![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
সরে যাও মহাসেন
:: ফকির ইলিয়াস ::
========================
সরে যাও মহাসেন।যাও অন্য কোথাও- যেখানে মানুষ নেই
শুধু জল, শুধু ঢেউ-যেখানে নেই প্রাণের স্পন্দন। তোমার
গতিপথ সেখানে গিয়েই থামুক।জনকোলাহল নয়, গভীর
সমুদ্রই হোক তোমার গন্তব্য।
এই বাংলায়, এই জনারণ্যে আমি তোমাকে দেখতে চাই না
মহাসেন- তোমার ধ্বংসলীলা পরাজিত হোক চিরতরে,
ঝরে পড়ুক তোমার অঙ্গ-প্রত্যঙ্গ।
তুমি পঙ্গু হয়ে যাও,
তুমি অন্ধ হয়ে পথ হারাও,
যাও এই ছাপান্নো হাজার বর্গমাইলের বাইরে - সাগরে,
কোনো মানুষকে তুমি স্পর্শ করো না।
দোহাই মহাসেন, বন্ধ করো তোমার প্রলয়
তুমি দুর্বল হও। ফিরে যাও ,
ফিরে যাও তোমার উৎস আকাশের কাছে
এই মাটি তুমি স্পর্শ করো না। আমি তোমার নিপাত চাই
আমি তোমার নিপাত চাই
কারণ মোনাজাতরত আমার মা বসে আছেন এই বাংলায় ।
©somewhere in net ltd.