নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

ভোরবালিকার মন

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮





সূর্যেরা পরখ করতে পারে ভোরবালিকাদের মন। যে মন বিচ্ছেদ পুষে,

যে হাড় লিখে রাখে বেদনার বৃন্ত- একদা সেই স্মৃতির কাছেই ফিরে

যেতে রাতের তারাও অনুসরণ করেছিল একই পথ - একই নামতার গতি।



আমি সূর্যের মুখোমুখি হেঁটে যেতে যেতে সেই বালিকার দুঃখগুচ্ছ দেখেছি।

দেখেছি- একটা নীলসালু গায়ে দিয়ে কবি বসে আছেন তার অনাথ

কবিতার পাশে। আর ডাক দিয়ে বলছেন-একদিন আমরাই জয়ী হবো,মানুষ !



এরপর থেকে আমি সকল দুঃখকে বিসর্জন দিয়েছি প্রতিবেশি বাসিয়া নদীতে।

যে গাঙে একদিন ভরা জোয়ার ছিল- তার বুকে ধূসর চর দেখে, আমি

জেনে গেছি একদিন ভুলের উজানে উঁকি দেয় পাখির পাঁজর, যে পাঁজর

কোনোদিনই স্পর্শ করা যায় না।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার!

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

শ্যামল জাহির বলেছেন: অসাধারণ! অনেক অনেক ভাল লাগলো।
শুভ কামনা।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩০

শিশেন সাগর বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২

বশর সিদ্দিকী বলেছেন: দারুন লিখেছেন। ভাল লাগল।

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমি সূর্যের মুখোমুখি হেঁটে যেতে যেতে সেই বালিকার দুঃখগুচ্ছ দেখেছি।
দেখেছি- একটা নীলসালু গায়ে দিয়ে কবি বসে আছেন তার অনাথ
কবিতার পাশে। আর ডাক দিয়ে বলছেন- একদিন আমরাই জয়ী হবো,মানুষ!



অসাধারণ লিখেছেন ইলিয়াস ভাই। শুভ কামনা থাকলো।

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আহসান জামান বলেছেন:
চমৎকার পাঠ, ধন্যবাদ।

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

বোকামন বলেছেন:
মুগ্ধপাঠ !

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার লেখা যে কয়টা পড়েছি, তার মধ্যে প্রথম দিকে রাখবো।
দূর্দান্ত।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

একজন সৈকত বলেছেন:
"যে গাঙে একদিন ভরা জোয়ার ছিল- তার বুকে ধূসর চর দেখে, আমি
জেনে গেছি একদিন ভুলের উজানে উঁকি দেয় পাখির পাঁজর, যে পাঁজর
কোনোদিনই স্পর্শ করা যায় না।"------

অসাধারন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.