![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
আহত কোকিল উড়ে যায়। তার পালকে যে রক্ত লেগে আছে, তা একজন মুক্তিযোদ্ধার।
ডিসেম্বরের এক ভোরে তাঁর আহত দেহটি পড়েছিল আখাউড়া জংশনে। বুলেটের সীসা,
অতিক্রম করেছিল পাখি ও মানুষের শরীর।
সেই মুক্তিযোদ্ধা সাদেক আলি আজও বেঁচে আছেন। বেঁচে নেই কোকিল'টি আর। অনেক
আগেই বিগত হয়েছে পাখিটির ডানার ঝাপটা।এই মাটিতে মিশে গেছে পালকের ভগ্নাংশ।
সাদেক আলি বিষয়টি নিয়ে খুব ভাবেন। যে নদীগুলোতে একদিন বয়েছিল শহিদের রক্ত,
কিংবা যে বৃক্ষগুলোতে একদিন উড়েছিল স্বাধীন বাংলার পতাকা- সেই নদীগুলো আজ
কেমন আছে ? কেমন আছে বৃক্ষগুলো ? ওরা বেঁচে আছে কি ?
যুদ্ধাহত জীবনের গান গেয়ে সাদেক আলি একহাত দিয়ে একতারা বাজান। কেউ তাঁকে
দু'টো টাকা দেয়। কেউ দেয় না। তারপরও এই আখাউড়া জংশনই তাঁর প্রিয় চারণভূমি।
ট্রেন আসে- ট্রেন যায়। তিনি যাত্রীদের মুখের দিকে তাকিয়ে তাদের
স্বাধীনতা উপভোগ করেন কয়েকবিন্দু অশ্রুর আলোতে।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত!
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত!
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
আহসান জামান বলেছেন:
চমৎকার প্রকাশ কবি।