নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

নীরবতা ভেঙে ভেঙে

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

জন্মদিনের কবিতা

::::::::::::::::::::::::::::::::::



নীরবতা ভেঙে ভেঙে

]] ফকির ইলিয়াস [[



হাঁটতে হাঁটতে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে শাদা শালিকছানার দল। এই নদীতীরে

তারা এর আগে কখনও আসেনি। ঢেউ দেখবে বলে যে মানুষটি নদীর উদ্দেশে

যাত্রা করেছিল- সেও হাঁটছে পাখিদের পাশাপাশি।



সুখ এবং দুঃখের সমান্তরাল ছায়া ব'য়ে যে মেঘ চাঁদ স্পর্শ করে, কিংবা আলো

এবং আঁধারের রোজনামচা লিখে রাখে যে আদিম সূর্য, আমি সেই চন্দ্র-সূর্যের

মাঝেই পাখি ও মানুষের ভবিষ্যত খুঁজি। যে পাখিছানা একদিন বড় হয়ে আকাশে

উড়বে অথবা যে শিশু একদিন পরিণত বয়সে বিশ্বে উড়াবে মানবতার পতাকা,

আমি তাদের জন্যই লিখে যাই আমার কবিতা। জানি, 'কবিতা লিখে কিছুই হয়না'

তারপরও পংক্তির রঙিন কররেখায় বার বার লিখিত হয় আমার জীবন।



জীবনের প্রতি আমার কোনো অনুযোগ নেই। যা আছে, তা কেবল বর্ষা এবং

বসন্ত ঋতুর প্রতি। কারণ বর্ষা আমাকে উদাস দুপুরে তার বুকে ভাসতে দেয়নি।

আর বসন্ত দেয়নি আমাকে প্রাণখুলে তার কৃষ্ণচূড়ার লালআভা।



আমি রঙের মাঝেই আমার বিগত দিনগুলোকে মিশিয়ে দিতে চেয়েছি। তারপর

নীরবতা ভেঙে ভেঙে বিরহসমগ্রের কাছে খুঁজেছি ঠাঁই। এই মাটির প্রতি গভীর

বিশ্বাসে, প্রেমিক যেমন প্রেমিকার হাত ধরে বার বার অঙ্গীকারবদ্ধ হয়, পুষ্প

যেমন ঝরে পড়ার প্রত্যয়ে খুব ভোরে শিশিরের সাথে প্রতিজ্ঞা করে।



:: ২৮ ডিসেম্বর ২০১৩, শনিবার ॥ নিউইয়র্ক ::



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। পড়ে আরাম পাওয়া গেল ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বোকামন বলেছেন:
তৃপ্তপাঠ !
ভালোলাগা রইলো ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

শুঁটকি মাছ বলেছেন: ছবি কবিতা দুটোই ভাল লাগল।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও, অসাধারণ! ভালো লাগলো কবিতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.