![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
বুলেট শেষ হয়ে গেলে সৈনিককে দেখাতে হয় বাহুর দক্ষতা।ক্যরাটে কসরত
করে নিতে হয় মাঠের দখল।যে যুদ্ধ অস্ত্র হাতে শুরু হয়েছিল- সেই মুক্ত
হাতের দশটি আঙুলই হয়ে উঠে সর্বশেষ মরণাস্ত্র। জামানত হারিয়ে তখন
বজ্রশিলার মতো বৈশাখও সৈনিকের পাশে দাঁড়িয়ে বলে-এগিয়ে যাও। বাঁচো,
ও বাঁচাও পুষ্পদেশ, মাটি ও মৈত্রীর নিশানা। যেখানে একদিন পরম গৌরবে,
দাঁড়িয়েছিলেন পূর্বপুরুষ, রক্ষা করো তাদের অস্তিত্ব।পাল্লা দাও এইসব ঢেউয়ের
সাথে। আমি এমন বুলেটহীন যুদ্ধের পাশ দিয়ে হেঁটেছি অনেকবার। রক্তাক্ত
না হয়েও জড়িয়ে ধরেছি সবুজ আচ্ছাদন।যুদ্ধবাজ পাথরগুলোকে কাদামাটির
বুক থেকে সরিয়ে দিতে দিতে তালাশ করেছি-'এইচএমএস ভিক্টরি' নামের সেই যুদ্ধজাহাজটির।১৮০৫ সালে ট্রাফালগার যুদ্ধের যে জাহাজটি এখনও সাক্ষী হয়ে আছে।
॥ নিউইয়র্ক / ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ॥
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আচ্ছাদন।যুদ্ধবাজ পাথরগুলোকে কাদামাটির
বুক থেকে সরিয়ে দিতে দিতে তালাশ করেছি-'এইচএমএস ভিক্টরি' নামের সেই যুদ্ধজাহাজটির।১৮০৫ সালে ট্রাফালগার যুদ্ধের যে জাহাজটি এখনও সাক্ষী হয়ে আছে।
অনেক ভালোলাগা ।
ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: কেনো জানি মনে হচ্ছে বাজখাই কন্ঠে আবৃত্তি করলে আরো ভালো লাগত।