![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
অনেক মা বাবাই জানেন না তার সন্তান কবিতা লিখে।অনেক পুত্র-কন্যাও
বলে- মাঝে মাঝে তাদের পিতা কাগজ ও কলম নিয়ে বসেন। কি লিখেন
সেটা জানে না তারা।এমন কি অনেক মাতৃকাব্যকথাও পড়ে'নি তার সন্তান
-এমন বর্ণনা শুনতে শুনতে আমি যখন নদীর কাছে পৌঁছলাম,
দেখলাম কয়েকটি ঢেউ ছিন্ন-বিছিন্ন করেছে নদীর দক্ষিণ পাড়।
উত্তর পাড়ে দাঁড়িয়ে আছে যে রাখাল বালক, সে শুধু বলছে-'ভেঙে পড়তে
পারে,অতএব সাবধান হে তীরবাসী!'
কেউ তার কথা শুনছে কী না, তা খেয়াল না করেই আমি পুরনো বটবৃক্ষের
ছায়ায় এসে দাঁড়ালাম। দেখলাম- যে পাখিটি ঐ বৃক্ষের কাছ থেকে ছায়াঋণ
নিতো- সে ও ঘুমিয়ে পড়েছে অতীত স্মৃতিদৃশ্য ভুলে।
কবি কে খুব বেশি পরিচিত হতে হবে, কিংবা নদীকেও হতে হবে ঝানু
কৌশলী- সেই অবিশ্বাস পাকাপোক্ত করে আমি বাড়ী ফিরতে চাইলাম।
দেখলাম প্রবীণ সূর্যবাবু আমাকে প্রণাম জানিয়ে বলছেন- এই পৃথিবীতে
আদিকবি হিসেবে তাকেও কোনোদিনই কেউ স্বীকৃতি দেয়নি।
॥ নিউইয়র্ক / ২০ এপ্রিল ২০১৪ , রোববার-দুপুর ১:২১ ॥
২| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
অন্ধবিন্দু বলেছেন:
লেখাটা ভালোই তো !
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
টয়ম্যান বলেছেন: ভালোলাগলো ।
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: 'ভেঙে পড়তে
পারে,অতএব সাবধান হে তীরবাসী!'
অদ্ভুত ভাললাগা।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা ভাল লাগল