![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
রাশিফল দেখতে দেখতে আমরা গোণতে থাকি রাতের তারা।যারা
ভাগ্য বিপর্যস্ত— তাদের কথা না ভেবেই ডুবে থাকি রবীন্দ্রনাথের গানে।
জানি অনেক কিছুই,এমন একটি ভাব দেখিয়ে ভিন্ন ভিন্ন পথে
আমরা দখল করতে থাকি নদীর কিনার।
এই দখলদারিত্ব কবে ঘুচিয়েছে একাকীত্বের সন্ধ্যা— তা এখন আর
খুঁজে পাই না আমরা। বরং এটা জানতে শিখি,একদিন পরিচিত
ছাদেই আমাদের দিকে উল্টোমুখ করে বসেছিল ছন্দ ও তার কন্যারা।
ছন্দপুত্ররা মাছ ধরতে গিয়েছিল নদীতে। যারা শেষ পর্যন্ত নিখোঁজ
হয়ে গিয়েছিল চিরতরে।
এখন শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গা নদীতে যে শবদেহগুলো ভাসতে
দেখা যায়— তারা কি সেই ছন্দসন্তান! যারা একদিন গান গাইতো,
বাঁশি বাজাতো, হারমোনিয়ামের ছায়ায় মিশিয়ে দিতো নিজেদের ছায়া !
প্রশ্নগুলোর উত্তর চেয়ে আমরা একজন ছায়াবিদের কাছে সম্মিলিত
চিঠি লিখি। অনেক অপেক্ষার পর একদিন ফেরত ডাকে সেই চিঠির
উত্তর আসে। তিনি আমাদের জানান—
' বৎসবৃন্দ! নগরে এখন নারকীয় কীটদের উৎপাত। যে আঙুল
পথ দেখাতো, সে আঙুল উত্থাপিত হবে ঠিকই- কিন্তু ডানে বামে
নড়বে না। যে ঢেউ আমাদেরকে চিনাতো উজান, সেই ঢেউ
দাঁড়িয়ে থাকবে অপরিপক্ক বর্ষায়। উপুড় হয়ে পড়ে থাকা ভাসমান
মৃতদেহ দেখে কেউই জানতে চাইবে না এই মানুষটি একাত্তর দেখেছিল
কী- না। রক্ত'কে জল ভেবে কেউ কেউ পান করবে অরিরত।
বৃষ্টি হবে।
মানুষের মাথার উপর থেকে সরে যাবে জগতের সকল ছাতা।
সবাই ভুলে যাবে— ভেজার কৃতিত্ব।
এবং জল পড়বে,
নড়বে না পাতা। কেউই জানতে চাইবে না, এই লোকালয়ে
আদৌ কোনো শাসনতন্ত্র ছিল কী না কোনোদিন।'
২| ২০ শে মে, ২০১৪ সকাল ১০:২২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
নিঃশব্দতাই একদিন প্রতিবাদী হয়ে উঠবে ৷
অপেক্ষা সেদিনের ৷ ভালো থাকবেন কবি।
৩| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
হাফিজ হিমালয় বলেছেন: আমরা কি সত্যিই কোনদিন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেছি? আজ যারা এই চেতনাকে ব্যবহার করছি ব্যক্তি স্বার্থে, তারা কি কোনদিন আমাদের বুঝবেনা? নাকি শুধু অপেক্ষাই আমাদের একমাত্র মুক্তি?
৪| ২২ শে মে, ২০১৪ রাত ৩:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দসন্তান শব্দটা মাথার ভেতরে ঢুকে গেল।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যে ঢেউ আমাদেরকে চিনাতো উজান, সেই ঢেউ
দাঁড়িয়ে থাকবে অপরিপক্ক বর্ষায়। উপুড় হয়ে পড়ে থাকা
ভাসমান মৃতদেহ দেখে কেউই জানতে চাইবে না এই মানুষটি
একাত্তর দেখেছিল কী- না।
অসাধারণ লেখা, আমি দারূনভাবে মুগ্ধ...! ++
ধন্যবাদ, ভালো থাকবেন ।