![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
কবি হবার জন্য আমি কখনওই উঁচু করিনি হাত।
হাজির, হাজির বলে কোনো কাব্যসভায় দিইনি হাজিরা। পেছন সারির
দর্শক হিসেবে আজীবন শুনতে চেয়েছি কবিতা— আর নান্দনিক সন্ধ্যার
ছবিগুলো ধারণ করতে চেয়েছি আমার ক্যামেরায়। বনেদি যে পথ
আমি পেরিয়েছি— তুমি সে পথে পা, না বাড়ালেও পারো। কারণ নদীতে
পা দিলেই ভিজে যেতে পারে পায়ের পাতা। ধূসর হয়ে যেতে পারে
আলতার রঙ। কিংবা মৃত শামুকের ভাঙা খোলস রক্তাক্ত করে দিতে
পারে পায়ের আঙুল। নিশীকামী জোনাকীরা মিটিমিটি আলোয় ছায়া ফেলে
তোমাকে দেখাতে পারে ভুল পথ।
অথবা এমনও হতে পারে— তোমাকে কবিতা শিখাবে বলে কোনো হাঙর
দেখাবে তার বীভৎস দাঁত ! অতএব ফিরো না সে পথে।গ্রহণ করো অন্য
কোনো চাঁদের যাদুবিদ্যা। হাত রাখো এমন কোনো বিজলীতে, যে ঝলক
ঝলসে দেয় না পাঁজরের উত্তর মেরু। আমাকে এই নদীনক্ষত্রে দেখতে
এসেছিল যে শঙ্খচিল— তাকেও একই কথা বলেছি। কবি হবার যোগ্যতা
নেই আমার।আগুনের সাথে বায়ুর মিশ্রণে সাজিয়েছি যে তাম্রলিপি, বার বার
তা পাঠ করে হতে চেয়েছি নিতান্ত শব্দকামার।
২| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি সুন্দর লিখেছেন ।
৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব সুন্দর লাগলো।
৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৪
নম্রতা বলেছেন: ভাল লেগেছে কবি।
৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর।
ধন্যবাদ।
৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭
সাজ্জাদ বস বলেছেন: আমার কিন্তু ভালো লাগল না, আসলে আমি এই সব কঠিন কথা বুঝতে পারি না, তাই ভালো লাগে না, আমার জন্য যদি কি বলতে চেয়েছেন তা একটু সহজ বাংলায় বুঝিয়ে দিতেন তাহলে খুশি হতাম।
৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩০
নাহিদ শামস্ ইমু বলেছেন: শব্দের ব্যবহার খুব ভালো লেগেছে।
কবিতা হবার যোগ্যতা আপনার ভালোভাবেই আছে।
শুভকামনা কবি!
৮| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৭
জাহাঙ্গীর.আলম বলেছেন: মুগ্ধ কবি ৷
৯| ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:২৮
ফকির ইলিয়াস বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাত রাখো এমন কোনো বিজলীতে, যে ঝলক
ঝলসে দেয় না পাঁজরের উত্তর মেরু। আমাকে এই নদীনক্ষত্রে দেখতে
এসেছিল যে শঙ্খচিল—
প্রথম ভালোলাগা ! ++
দারুন লেগেছে মুক্তগদ্য ।