![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
[ ভাষাসৈনিক আব্দুল মতিন-কে মনে রেখে ]
তাঁর হাতের আঙুল ভেদ করেছিল সেদিন নিউইয়র্কের আকাশ—
বৈষম্যহীন রাষ্ট্র চাই, চাই গণমানুষের স্বপ্নের বাস্তবায়ন,
হুংকারে গর্জে উঠেছিল কস্তুরি কান্ট্রি ক্লাবের হলরুম। আমরা
যারা শ্রোতা ছিলাম—
তারা তন্ময় হয়ে দেখেছিলাম বাহান্নোর কন্ঠ কীভাবে
পাঠ করতে পারে মানুষের অধিকারের খতিয়ান তালিকা।
বৈভবের স্বপ্ন তাঁর ছিল না। বিত্তের প্রতি ভরসাও
ছিলা না তার। মজলুম মানুষের সাথে হেঁটে যেতে যেতে
তিনি এই ভূমির নদীগুলোকে নিজের বাধ্য করেছিলেন।
এই সূর্য—
সুদূর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত অনুসরণ করেছিল তাঁকে।
আমি তাঁকে দেখেছি বৃত্তহীন আলোর দুনিয়ায়,
কিংবদন্তী ভোর যেমন আমাদের জানালা ঘিরে রাখে
সেভাবেই তিনি ঘিরে রাখতে চেয়েছিলেন প্রজন্মের বিবেক।
এবং খুব সুদৃঢ়ভাবেই বলেছিলেন—
এমন সমাজ চাই,যেখানে নিশঙ্ক চিত্তে ফুটে থাকবে
রাতের অজস্র চন্দ্রমল্লিকা ।
:: নিউইয়র্ক / ৮ অক্টোবর ২০১৪, বুধবার ::
২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//বৈভবের স্বপ্ন তাঁর ছিল না। বিত্তের প্রতি ভরসাও
ছিলা না তার। মজলুম মানুষের সাথে হেঁটে যেতে যেতে
তিনি এই ভূমির নদীগুলোকে নিজের বাধ্য করেছিলেন।//
-যথার্থ শ্রদ্ধাঞ্জলি।
কবিকে শুভেচ্ছা
(দেশে এক সময় সত্যের পক্ষে সাক্ষ্য দেবার লোক পাওয়া যাবে কিনা, ভেবে অস্থির হই।)
৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর শ্রদ্বাঞ্জলি । ভাল লাগলো অনেক ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ চমৎকার কবিতাটির সাথে আরও একবার শ্রদ্ধা জানাই এই মহামানবকে ।
ভালো থাকবেন আপনি ।
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫০
আহসান জামান বলেছেন:
চমৎকার, ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৮
এহসান সাবির বলেছেন: ভাষাসৈনিক আব্দুল মতিন-কে বিনম্র শ্রদ্ধা।