![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Nothing is permanent in this transitory world
যে সকল পুরুষের সামনে যাওয়া তাদের সাথে বিনা প্রয়োজনে কথা বলা, দুষ্টামি মজা রসিকতা করা ইসলামি শরিয়্যাহতে জায়েজ নয় হারাম, এবং যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ তাদের কে গায়েরে মাহরাম বলে
বস্ততঃ গায়েরে মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী ইসলামিক ভাবে পরিপূর্ণ পর্দা করে সামনে যেতে হবে এবং নম্র কোমল কন্ঠে / ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না।
জানেন কি, গায়েরে মাহরাম কারা?
সহজ ভাষায় মাহরাম পুরুষ বাদে সমস্ত বিশ্বে-মহাবিশ্বে সকল পুরুষ ই গায়েরে মাহরাম।
নিজ পরিবারে (কাজিন ) চাচাত/খালাত/মামাত/ফুফাত ভাই, দুলাভাই, দেবর, ভাসুর, সমস্ত চাচা শশুর, মামা শশুর, খালু ও ফুফা শশুর, নিজ খালু/ফুফা এরা সবাই গায়েরে মাহরাম। শুধু (আপন,দাদা ও নানা শশুর বাদে)
তাদের সামনে নিজেকে প্রদর্শন করা আল্লাহর হুকুম অবাধ্যতা করা। মাহরাম ছাড়া সকল পুরুষের সামনে পর্দা করতে হবে।
ভাবছেন, এরা তো আপন ফ্যামিলি, আপনার নিকটাত্মীয়, এদের সামনে যাওয়া কেন নিষেধ হবে,,,,? নিশ্চয় আল্লাহ তাআলা যা জানেন, অবশ্যই আপনি তা জানেন না।
ইসলামের এই বিধান শুধুমাত্র আখিরাতের নাজাতেরই উপায় নয় বরং আমাদের দুনিয়ায় জীবনের শান্তি, স্বস্তি এবং পবিএাতার রক্ষাকবচ।
নারীর ১৪ জন মাহরাম পুরুষ কারা; এক নজরে দেখে নিই-
১.স্বামীঃ (দেখা দেওয়া, সৌন্দর্য প্রদর্শনের প্রেক্ষিতে মাহরাম)
২. পিতা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন পুরুষগণ মাহরাম।
৩. শশুর, আপন দাদা শশুর ও নানা শশুর এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ মাহরাম।
৪.আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুএ সন্তান এবং আপন মেয়ের স্বামী মাহরাম।
৫.স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুএ সন্তান এবং সৎ ভাইয়ের ছেলে মাহরাম।
৬. আপন ভাই, সৎ ভাই মাহরাম।
৭. ভাতিজা অর্থাৎ, আপন ভাইয়ের ছেলে এবং সৎ ভাইয়ের ছেলে মাহরাম।
৮. ভাগ্নে অর্থাৎ আপন বোনের ছেলে এবং সৎ বোনের ছেলে মাহরাম।
৯. এমন বালোক যার মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই অর্থাৎ পাগল ও শিশু।
১০. দুধ সম্পর্কীয় পিতা, দাদা, নানা, চাচা, মামা এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ মাহরাম।
১১. দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুএ সন্তান মাহরাম।
১২. দুধ সম্পর্কীয় ছেলে, তার ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুএ সন্তান। এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী মাহরাম। (বুখারী শরীফ হাদিস নং ৫০৯৯)
১৩. আপন চাচা, সৎ চাচা।
১৪. আপন মামা, সৎ মামা।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৩৯
ফাহিমা আক্তার বলেছেন: পাঠ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:২৩
বারবোসা বলেছেন: ফাহিমা আক্তার,
আপনাকে এধরনের পোস্ট আরো দেয়ার জন্য উৎসাহ প্রদান করছি।
তবে একটি বিষয় বলি,
আপনার বক্তব্য সংশ্লিষ্ট হাদিসের হুবহু উক্তি,হাদিসের রেফারেন্স সংযুক্ত করে আপনার পোস্টকে সমৃদ্ধ করবেন আশা করি।
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১২:০৯
ফাহিমা আক্তার বলেছেন: ইনশাআল্লাহ আগামীতে রেফারেন্স সহকারে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
৩| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৯
হাবিব বলেছেন: আপনাকে এই পোস্টের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এমন পোস্ট আরো করুন। পড়বো আমরা
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১১
ফাহিমা আক্তার বলেছেন: আল্লাহ আমাদের সকল সহীহ বুঝ দান করুক। পাঠ করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৮:৪৯
কবিতা ক্থ্য বলেছেন: আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
এখানকার অনেক কিছুই জানা ছিল না।