নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The almighty\'ll never fail you.He\'ll restore everything you lost.Durning yourlife,you\'ll,perhaps,things&people.Trust hisPlan. ItMay notBe apparent now, but\'ll be clearly revealed in due course.whoever & whatever\'s meant to be there will stay

ফাহিমা আক্তার

Nothing is permanent in this transitory world

ফাহিমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

গোলাম সাকলায়েন শিথিল

০৮ ই আগস্ট, ২০২১ রাত ২:৫৯




রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পর ৩০ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন । চাকরিতে যোগ দেওয়ার পর পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা, পান বেস্ট প্রবিশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড । পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম ।

পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে কারো পিপিএম পদক গ্রহণ করা চাট্টিখানি কথা না । কেবল যোগ্যতা বলে তিনি পেয়েছেন ।

৩০তম বিসিএসের কার্যক্রম যখন চলে তখন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় প্রথম হন । একইসঙ্গে পরীক্ষা দিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবেও টিকে যান, যোগ দেন সেই চাকরিতেই । পোস্টিং হয় চাঁপাইনবাবগঞ্জে ।

এইচএসসির পর সামরিক বাহিনীতে কমিশন পদে আবেদন করেন । সেখানে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মিলিটারি একাডেমিতে যোগ দেন ৫৯ লং কোর্সে । তবে সামরিক বাহিনীর নিয়মতান্ত্রিকতা ভাল না লাগায় তাঁর মা’ই তাকে ফিরে নিয়ে আসেন ।

আহারে গোলাম সাকলায়েন শিথিল । আহারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি । খপ্পর খুব খারাপ জিনিস । তা যদি হয় নারী খপ্পর তাহলে তো আরো ভয়ংকর । সারাজীবন কষ্ট করে তিলে তিলে অর্জন করা এতদিনের সম্মান, খ্যাতি- নিমিষেই শেষ হয়ে গেল !

এত মেধা এত শিক্ষা, এত জ্ঞান নিয়েও ইতিহাসের ট্রয়নগরী ধ্বংসের কথা ভুলে গেলেন রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার পাড়ে মোক্তারপুর গ্রামে জন্ম নেওয়া বেড়ে ওঠা শিথিল ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৫

কবির সরদার বলেছেন: যদিও আমার এসব যোগ্যতার ছিটেফোটাও নাই, তথাপিও উপরোক্ত কারণে আমি নারীদের সর্বদাই এরিয়ে চলি।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১২

ফাহিমা আক্তার বলেছেন: মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ।

২| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৭

হাবিব বলেছেন: কি নুরানী চেহারা ছেলেটার।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৩

ফাহিমা আক্তার বলেছেন: তাই।এখন সবার চোখে নুরের মত ভাসছে ইনি

৩| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: রাজশাহী ভার্সিটির পাবলিক দারুন তো। পরীমনিরও নিস্তার কেই এদের হাত থেকে।

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০

ফাহিমা আক্তার বলেছেন: মানুষের পরিচয় তার কর্মে শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা নয়

৪| ০৯ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: গোলাম সাকলাইন শিথিল নিজের চারিত্রিক শিথিলতার কারণে এখন সব কিছু হারালেন। তবে বাংলাদেশ সব সম্ভবের দেশ, ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতেও পারেন। তবে সারা জীবন এই বদনাম গায়ে নিয়ে বাঁচতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.