নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

শৈশবের খেলার সাথীরা (ছবি ব্লগ) (পর্ব-২)

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

১১)
আমরুল ফুল। এই গাছের পাতা দাঁত দিয়ে কাটতাম মনে আছে। কারণ সেই পাতার টক টক স্বাদ টি এখনো ভুলিনি।

১২)
ধুতুরা। বিষাক্ত ফুল। এই ফুল ধরা যাবে না এই নিষেধাজ্ঞা অমান্য করে মাঝে মাঝে ধরে ফেলতাম। বাসায় এসে তিনবার সাবান দিয়ে হাত ধুতাম। বাঁচার আনন্দ ছিল অনেক। কেন শুধু শুধু মরতে যাবো!

১৩)
তেলাকুচা। এটার একটা সবুজ রঙের লম্বা লম্বা ফল হয়। সেই ফলের ভেতরটা লাল রঙের হয়। সেটিও ছিল আমাদের রান্নার (!) উপকরন।

১৪)
বন ঢেঁড়শ। হয়তো ঢেঁড়শ ফুলের সাথে অবয়বে মিল আছে দেখেই এই নাম! এর ফলটা দেখতেও নাকি ঢেঁড়শের মতোই, তবে একটু মোটা।

১৫)
আকন্দ ফুল। রান্নাবাড়ি খেলাতে এই ফুল ব্যবাহার করতাম। পাতা ছিঁড়লে কেমন একটা সাদা কষ বের হতো।

১৬)
'ঘাসফুল' ভালো লাগে...। তবে ফুলটি স্থানীয়ভাবে 'পেঁয়াজ ফুল' নামেও পরিচিত।

১৭)
আমার শৈশবের খেলার উপকরণ এই ফুলের নাম 'দলকলস'। এর সাদা রঙের ছোট ফুলটি মধুতে ভরা থাকে। তাই এই ফুলটির সাথে বোলতার কামড়ের স্মৃতি আজো পরিষ্কার।

১৮)
এটি দলকলস ফুলেরই অন্য এক প্রজাতি।

১৯)
নানা রঙে এই জংলি ফুলটি আমাদের দেশে ফোটে। নাম 'লাণ্টানা'। আমি অবশ্য আগে নামটা জানতাম না। মজার ব্যাপার হচ্ছে আমি দেশের বাইরে এসেও আমি এই ফুলটিকে খুঁজে পেয়েছি।

২০)
অনাকর্ষণীয় এক গাছে ফুটে থাকা অত্যন্ত আকর্ষণীয় এই ফুলের নাম...মান্দার' বা 'মাদার'। মজার ব্যপার হচ্ছে এই ফুলটি উইকিপিডিয়াতে 'পারিজাত' ফুল নামে আখ্যায়িত।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বা্ব্বাহ!

পরপর পরপর ২ পর্ব :)

একটার সাথে একটা ফ্রি ;) হা হা হা

হুম ঢোল কলসের মধূ! দৌড় দৌড় কে আগে গিয়ে তুলতে পারে! কে কয়টা বেশী মধূ খেয়েছে!
আহ সেকি উল্লাস!

++++

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

ফাহমিদা বারী বলেছেন: আরেকখানা পোস্ট দিয়ে ফেলেছি। সব একবারেই দেওয়ার ইচ্ছে ছিল। সামু রাজি হলো না। লিমীট বেঁধে দিল। :)

২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


মান্দার গাছের কাঁটা ভয়ংকর, আর ফুলগুলো খুবই সুন্দর। অনাদরে বড় হওয়া মান্দার গাছ, এত সুন্দর ফুল ফুটিয়েও আদর পায় না।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

ফাহমিদা বারী বলেছেন: ঠিক বলেছেন। একটা প্রবাদ ছিল, 'কাজ ফুরোলেই পচা মান্দার গাছ।'

৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: যাক আমরুলের বাংলা নামটা জানা হলো।

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৩

ফাহমিদা বারী বলেছেন: অন্য নাম কি জানা ছিল?

৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

অজানিতা বলেছেন: আপনার ছবিব্লগ দেখে ভালো লাগলো।
মজার ব্যাপার হলো আমি নিজেও ছবিব্লগ তৈরি করছিলাম, প্রায় আপনার মতই ভাবনা নিয়ে।

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৪

ফাহমিদা বারী বলেছেন: দেখে আসবো আপনার ব্লগ। :)

৫| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

জোকস বলেছেন: রান্নাবাড়ি খেলাতে আকন্দ ফুল কি হিসাবে ব্যাবহার করতেন?

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৫

ফাহমিদা বারী বলেছেন: আজ আর মনে নেই। তবে এই ফুলটি এমনিতেই বেশ সুন্দর। হয়ত রান্নার কোন পদ হিসেবে। :)

৬| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৭

ফাহমিদা বারী বলেছেন: গুগল থেকে নেওয়া।

৭| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আবু আফিয়া বলেছেন: খুব সাধারণ ফুলগুলোকেই যেন অসাধারণ লাগছে।
ধন্যবাদ আপনাকে

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৭

ফাহমিদা বারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৮| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: আমিও এসব নিয়ে খেলেছি!!!!!!!!! :)

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৮

ফাহমিদা বারী বলেছেন: এই তো! আপনার শৈশবকেও মনে করিয়ে দিলাম। :)

৯| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।+

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৮

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১০| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ১১ নং আমরুলের পাতা দিয়ে টক রান্না করে খাওয়া যায়।

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৩

ফাহমিদা বারী বলেছেন: এটা পরে শুনেছি। তখন জানতাম না।

১১| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

পবন সরকার বলেছেন: সবগুলো ছবিই ভালো লাগল। ধন্যবাদ

২০ শে মে, ২০১৮ রাত ৮:১২

ফাহমিদা বারী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১২| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২৯

আদ্রিজা বলেছেন: ভালো লাগলো।।

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২১

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১৩| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১৪| ২০ শে মে, ২০১৮ রাত ৯:২৮

ঢাবিয়ান বলেছেন: নাম না জানা পরিচিত এই ফুলগুলোর নাম জেনে ভাল লাগল।

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ২০ শে মে, ২০১৮ রাত ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ইংরেজিতে একে বলে "ক্লভার"

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২৩

ফাহমিদা বারী বলেছেন: বাহ্‌! ইংরেজি নামটাও জানা হলো।

১৬| ২০ শে মে, ২০১৮ রাত ১১:০৪

শামচুল হক বলেছেন: ছবি বর্ননা খুব ভালো লাগল।

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২১

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১৭| ২১ শে মে, ২০১৮ ভোর ৫:১০

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কিছু ফুলের ছবি। ১২ নং ফুলটি সত্যি চমৎকার।

২১ শে মে, ২০১৮ ভোর ৬:২৩

ফাহমিদা বারী বলেছেন: ধুতুরার কথা বলছেন? সব ছেড়ে এটাকেই কেন পছন্দ হলো?

১৮| ২১ শে মে, ২০১৮ ভোর ৬:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, আপা। ধুতুরা ফুল। সাদা বড় ফুলগুলো আমার খুব প্রিয়।

১৯| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯

মিরোরডডল বলেছেন: খুব সুন্দর । সাদা ফুল সবগুলো সুন্দর ।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

২০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

হাঙ্গামা বলেছেন: অসাধারন সুন্দর পোষ্ট। লান্টানা ফুল দেখতে খুব সুন্দর।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

সামু পাগলা০০৭ বলেছেন: ভীষনই পরিষ্কার এসেছে ছবিগুলো। ভালো লাগল আপনার ছবি ব্লগ ফাহমিদা আপু।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

ফাহমিদা বারী বলেছেন: ছবি ত আমি তুলি নাই! :)

২২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগলো অফুরান।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বলেছেন: দলকলসের মধু যে কত টন খাইছি... :P

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

ফাহমিদা বারী বলেছেন: ঐ পিচ্চি ফুলগুলো থেকে কয় টন মধু পেলেন? ;)

২৪| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আমিন রবিন বলেছেন: ১১। এটাকে থানকুনি নামে চিনতাম

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

ফাহমিদা বারী বলেছেন: এটা থানকুনি নয়। থানকুনির পাতা অন্যরকম। আমি নীচে থানকুনির ছবি দিচ্ছি দেখে নিন দয়া করে।

২৫| ২১ শে মে, ২০১৮ রাত ৮:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

২৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

ফাহমিদা বারী বলেছেন:
এটা হচ্ছে থানকুনি পাতা। এই পাতা খুব উপকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.