নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

বইমেলার বই- \'ছায়াপথ\' (উপন্যাস)

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০


২০১৬ সালের সেপ্টেম্বর মাসের কথা। অনলাইনে লেখালেখির ভিতটাকে আরেকটু শক্ত করতে বিভিন্ন ওয়েব পোর্টালে লেখালেখি করি। লেখালেখি বিষয়ক যতরকম পেজ আছে, সবগুলোতে ঢুঁ মারি। তেমনি এক ওয়েব পোর্টালে এক বিষয়ভিত্তিক সংখ্যার জন্য একটি ফরমায়েশী গল্প লিখলাম। সেই সংখ্যার বিষয় ছিল... ‘ঘৃণা’।

আমার মাথায় তখন তার বেশ কিছুদিন আগে থেকেই একটি গল্পের প্লট ভীষণভাবে ঘুরাফিরা করছিল। সেই প্লট থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিলাম না আমি। প্লটটা কেমন যেন সূক্ষ্ণভাবে খোঁচা দিত আমাকে। ঠিক ডালপালা মেলে প্রকাশিত হচ্ছিলো না। শুধু মাঝেমাঝে একটুখানি আলোর ঝলকানির মতো দেখা দিয়ে যাচ্ছিলো। আমি প্লটটাকে মাথায় নিয়ে বসে ছিলাম অনেকদিন। সেই প্লটকে আধার করে কীভাবে ঘৃণাকে উপজীব্য করে তুলবো, বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিলো, যে প্লট আমার মাথায় আছে তা ভালোবাসার নয়... ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা অন্যকিছুর গল্প। অনেক ভেবে একটা গল্প দাঁড় করলাম। উদ্দেশ্য ছিল এমন...ভালোবাসার রাঙতা কাগজে মুড়িয়ে সফেদ বেশে তুলে নিয়ে আসবো কদর্য ঘৃণাকে।

সেই উদ্দেশ্য থেকেই আমার ‘ছায়াপথ’ ছোটগল্পের উৎপত্তি। উদ্দেশ্য কতটা সফল হয়েছিল, সে গল্প এখানে থাক। আজ বরং বলি, কীভাবে ‘ছায়াপথ’র তীব্র আকর্ষণে আমি আমার লেখা সেই ছোটগল্পকে একটি পূর্ণাঙ্গ উপন্যাসে রূপায়িত করি। ‘ছায়াপথ’ ছোটগল্প লিখেও আমার মনে হতে লাগলো, সব বলা হলো না। এখনো অনেক কথা বলার আছে আমার।

মুহিতের জীবনের ব্যাপ্তি আর আঁকাবাঁকা বাঁকগুলোকে এত অল্প কথায় বলে ফেলা আমার পক্ষে অসম্ভব। তার জীবনের সূক্ষ্ণ ভাঁজগুলোর পরতে পরতে যে মিহিদানা সুতোয় বোনা গল্প লুকিয়ে আছে, তা এক ছোটগল্পের পরিধিতে সীমাবদ্ধ হবার নয়। গল্পগুলোকে বুনতে বুনতে এক বড় কলেবরের উপন্যাসই লিখে ফেললাম শেষপর্যন্ত। যে গল্প মুহিতের গল্প...এক আশ্চর্য ছায়াপথে আটকে যাওয়া আরো কিছু বৈচিত্রময় চরিত্রের গল্প।

উপন্যাসটিকে সমাপ্তিতে পৌঁছে দেওয়ার কিছু আগে থেকেই আরেক অদ্ভূত ভাবনা পেয়ে বসলো আমাকে। মনে হতে লাগলো, সত্যিই কি শেষ করতে পেরেছি মুহিতের গল্প? যা বলতে চেয়েছিলাম তার সবটুকুই কি বলা হয়েছে? নাকি এখনো আসল কথাটুকুই বলা হয়নি আমার? বুঝতে পারছি... ক্রমান্বয়ে ছায়াপথের চক্রবাকে আমি নিজেই ঘুরপাক খেতে শুরু করেছি! পাঠককেও আমার সাথে অপেক্ষা করার অনুরোধ থাকবে। মুহিতের গল্প এখনো অসমাপ্ত...

উপন্যাস- ছায়াপথ
প্রকাশনী- চৈতন্য
মলাট মূল্য- ৩২০ টাকা

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

অর্ক বিন মুজিব বলেছেন: বই কি নিজের টাকায় বের করেছেন নাকি প্রকাশক বিনিয়োগ করেছেন

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

ফাহমিদা বারী বলেছেন: হাহ হা.। না ভাই, প্রকাশকই ভয়ে ভয়ে বিনিয়োগ করেছেন। দেখা যাক আপনারা বই কেনেন কী না! :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন :)

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

অর্ক বিন মুজিব বলেছেন: বই কোথায় পাব বলেন, অবশই কিনবো ।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

ফাহমিদা বারী বলেছেন: ইনশাআল্লাহ বইমেলা'র প্রথমদিন থেকেই চৈতন্য'র স্টলে পাওয়া যাবে।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভকামনা রইল। বইটি সংগ্রহের ইচ্ছা রাখছি।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

ফাহমিদা বারী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। মতামত জানালে খুব খুশি হব।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




নিজের বই মানে নিজের যত্নে গড়া একটা জগত।
শুভ কামনা রইলো ।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ফাহমিদা বারী বলেছেন: আসলেই তাই। যত্নটা কতটুকু করতে পেরেছি পাঠকের কাছ থেকে জানতে চাই।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

সামিয়া বলেছেন: খুব ভালো লাগলো তোমার উপন্যাস লেখার ভাবনা গুলো জেনে, বইটি অবশ্যই সংগ্রহ করবো, শুভকামনা ডিয়ার আপু।।

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

ফাহমিদা বারী বলেছেন: ভালোবাসা রইলো ডিয়ার ছোট আপু! :)

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান বলেছেন: গুড,ভেরি গুড।আমার ও ইচ্ছে আছে একটা বই প্রকাশ করার।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

ফাহমিদা বারী বলেছেন: তাহলে শুরু করে দিন!

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: বইটা আমার বই কেনার লিস্টে তুলে রাখলাম।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

ফাহমিদা বারী বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা। মতামত জানাতে ভুলবেন না :)

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: অভিনন্দন

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। :)

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অভিনন্দন ও শুভকামনা

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

ফাহমিদা বারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল। ' ছায়াপথ ' তার নির্দিষ্ট গণ্ডির বাইরে থেকে মনের দুয়ারে চলে আসুক, কামনা করি। প্রতিটি সাহিত্যপ্রেমী মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক আজকের এই ' ছায়াপথ '।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

ফাহমিদা বারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ এত সুন্দর শুভকামনার জন্য।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন:

সুক্ষ ভাবনা থেকে টেনে বিষদ আলোচনা তারপর বই।

অভিনন্দন।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ফাহমিদা বারী বলেছেন: :) ধন্যবাদ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:
এই মাসের বই কেনার লিস্ট এ রাখলাম । কিনে ফেলব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.