নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

নতুন উপন্যাস- সেদিন গেছে ভেসে

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১



বইমেলা হওয়া না হওয়ার বিষয়টা এখনো অমীমাংসিত।

তবু বই প্রকাশের সিদ্ধান্তে আসার পর আর তো পিছু হঠার উপায় নেই। বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশ করতে হবে, সেটাও জরুরি নয়। তবু আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল, আমার এবারের বইটিও বইমেলাতেই আসুক।

'সেদিন গেছে ভেসে' নিয়ে অনেক কথাই আমার বলার আছে। সবচেয়ে ভালো হতো, বইটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে কারো কারো হাতে পৌঁছে যাওয়ার পর বলতে পারলে। দু'একজন পাঠকের মতামত বা পাঠ প্রতিক্রিয়াকে একত্র করে কিছু লিখলে হয়ত তা একটু ভারবিশিষ্ট হতো।

'সেদিন গেছে ভেসে'র শুরুটা হয় একটি বিয়েবাড়িকে নিয়ে। বিয়েবাড়ির হৈ হল্লা কৌতুক হাসিঠাট্টার মাঝেই আচমকা এক দুঃসংবাদ। পাত্র লুটিয়ে পড়েছে মেঝেতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পাত্র।
গল্পের শুরুটা মূলত সেখান থেকেই। বিয়ের আসরেই কনের জীবনে নেমে আসা দুর্বিপাকের সুতো ধরে টান দিতেই একে একে বেরিয়ে আসে আরো অনেকের জীবন। বেরিয়ে আসে আশির দশকের তিন যুবক যুবতীর গল্প। তাদের পারষ্পারিক বন্ধুত্ব, কলহ, প্রেম আর বিচ্ছেদের গল্প।

কিন্তু এসবের বাইরেও উঠে আসে বর্তমান সময়ের আরো এক রহস্যময় যুবকের গল্প। প্রতিটি ঘটনার আশেপাশে সে বিরাজ করছে, অথচ কোনোভাবেই তাকে কোনোকিছুর সাথে সংযুক্ত করা যাচ্ছে না। তাহলে কি অন্য কেউ তার নিয়ন্ত্রক?

ঠিক কী উদ্দেশ্যে এই নিয়ন্ত্রণের নাটাই সে হাতে নিয়েছে?
এতদিকে বিস্তৃত সুতোগুলোকে সে কি একটা নাটাইয়ে বাঁধতে পারবে শেষমেষ?

আমার উপন্যাসের গল্পটা সামাজিক। আবার রহস্যের আবরণ জড়িয়ে দিয়েছি কয়েকপাকে। একটি উপন্যাস পড়ে যাতে মনের সাগরে ঢেউ ওঠে, সেই চেষ্টাটুকুই ছিল আগাগোড়া। বাকিটুকু রেখে দিলাম পাঠকের জন্য।
শুধু পাঠকেদের জন্য আমার লেখা একটি কবিতা শেয়ার করছি যা এই উপন্যাসটিতে জুড়ে দিয়েছি।
‘শেষ শরতের কোনো এক মায়াবী সন্ধার গল্প এটি...
হলুদাভ আলোর লুকোচুরি মাখা আবছায়ায়
মুখোমুখি যাপিত কিছু ক্ষণ,
আবেশমাখা মায়াজালে বন্দী হওয়া
স্মরণীয় কিছু সংলাপ।
নির্ভরতার ডানায় ভর করা উৎসুক তৃষিত চাহনিতে
অবিরত বয়ে চলা অজানা শিহরণ…
ওষ্ঠাধরের পেলব ভূমিতে জমে থাকে বিন্দু বিন্দু স্বেদকণা,
যেখানে নেমে আসে অমোঘ আকর্ষণেরা
অজানা জটিল দূরভিষন্ধির মতো।
ঘণ পল্লবে বিছিয়ে রাখা
কাজলঘেরা জোড়া অশ্রুদীঘিতে
হার মেনে যায়
ভূমধ্যসাগরের অতল গহীন।
সে গহীনে হারিয়ে গেছে হাজার কথকতা...
এলোমেলো ভাবনারা ফুলঝুরি উড়িয়ে
মিশে গেছে পলকা হাওয়ায়।
সন্ধ্যা পেরুলেই নেমে আসে নিকষ আঁধার,
সাহসী আহবান জানায় অধরাকে জয় করার।
দুর্জেয় সেই হাতছানিকে পেছনে ফেলে,
কেবলই জমতে থাকে
এইসব সন্ধ্যের গল্পগুলো।
অদেখা কোনো লেখনীর দুর্নিবার ইশারায়
প্রতিদিন যুক্ত হতে থাকে নতুন নতুন সন্ধ্যেরা।
ইতিউতি উড়ে বেড়ানো মেঘেদের দল
সুযোগমতো কুড়িয়ে আনে,
হতাশায় মোড়ানো কিছু গোপন দীর্ঘশ্বাস...
সুরম্য কষ্টে মোড়ানো সেই যাপিত ক্ষণে ভেসে গেছে
অদম্য তৃষ্ণায় ভেসে গেছে...
আমার কষ্টক্লান্ত সেই ক্লেদার্ত দিন!’

'সেদিন গেছে ভেসে' প্রকাশিত হচ্ছে 'জাগৃতি' প্রকাশনি থেকে। মলাটমূল্য ৫০০ টাকা। বইটির প্রি অর্ডার চলছে। ৩০% ছাড়ে ৩৫০ টাকায় অর্ডার করতে পারবেন রকমারি থেকে। প্রি অর্ডার লিংক,
https://www.rokomari.com/book/207940/sedin-geche-bhese

মন্তব্য ৪৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
এটা নিয়ে আপনার বইয়ের সংখ্যা কয়টি হলো?

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

ফাহমিদা বারী বলেছেন: আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি?
এটা নিয়ে বইয়ের সংখ্যা পাঁচটি হবে ইনশাআল্লাহ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি; আশাকরি, আপনিও ভালো আছেন। করোনার মাঝেও আপনি সময় করে বই লিখেছেন, ভালো।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

এম ডি মুসা বলেছেন: আমি পোস্ট পড়িনি, এটা কবিতা গ্রন্থ না গল্প গ্রন্থ??

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১

ফাহমিদা বারী বলেছেন: পোস্ট না পড়লেও শিরোনামটা পড়েছেন আশাকরি? :)

৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫১

এম. হাবীব বলেছেন: বই মেলাকে কেন্দ্র করেই বই প্রকাশ করতে হবে, সেদিন গেছে ভেসে। মেলা হোক বা নাহোক নিজের সিদ্ধান্তে এগিয়ে যান, আপনাকে অভিনন্দন...

১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

জি মেলা এবার না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু বইপ্রকাশ কেন থেমে থাকবে? যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ!

৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

ইসিয়াক বলেছেন: বইটির সার্বিক সাফল্য কামনা করছি আপু। আপনার লেখা আমার ভালো লাগে। বইটি সংগ্রহ করার ইচ্ছা আছে। বইমেলা হলে অটোগ্রাফ সহ নিবো।আর বইমেলা না হলে অনলাইন থেকে সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
অভিনন্দন সহ শুভকামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২২

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। মেলায় দেখা হলে খুব ভালো লাগতো। আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার লেখার সমালোচনা করা যাবে?
যদি অনুমতি দেন তাহলে সমালোচনা করি, আর যদি প্রথমেই বলে দেন গঠনমূলক সমালোচনা করতে হবে - গঠনমূলক মন্তব্য করতে হবে - তাহলে ভালো আছি ভালো থাকুন, খোদা হাফেজ।

বিঃ দ্রঃ ব্লগে গঠনমূলক সমালোচনা হতে হবে জরুরী না, ব্লগপরিপন্থী না হলেই হলো।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২১

ফাহমিদা বারী বলেছেন: সমালোচনা করা যাবে না কেন? আপনি কি মনে করেছেন আজ অব্দি কেউ আমার লেখার সমালোচনা করেনি? :)

তবে ভাই, আমি এখানে একটা বইয়ের প্রকাশের খবর দিচ্ছি মাত্র। গল্পটা এখনো পড়েননি কিন্তু! সময় থাকলে আর ইচ্ছে থাকলে পড়তে পারেন। ভালো লাগবেই এই নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। কারণ সবার পছন্দের মাপকাঠি তো এক নয়!

আগে পড়ুন। তারপর নিশ্চয়ই সমালোচনা করার হলে করবেন। শুভেচ্ছা রইলো।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: প্রচ্ছদটা সুন্দর। যদিও এই বইয়ের আরো একটি প্রচ্ছদ করেছিলেন। সেটি আমার বেশি পছন্দ ছিলো।

ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯

ফাহমিদা বারী বলেছেন: অহ আচ্ছা আপনি দেখেছিলেন? জি আমি কিছুট ধন্দে পড়ে গিয়েছিলাম কী করবো এটা ভেবে। কিছু বন্ধু এটার পক্ষে রায় দিলো। শেষমেষ আমিও মেনে নিলাম।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২১

এম ডি মুসা বলেছেন: এত মূল্য কেন? আবার এলাম? ক্রেতার ভোক্তার চাহিদার উপরে রাখা উচিত।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৮

ফাহমিদা বারী বলেছেন: বইটির পৃষ্ঠা সংখ্যা ২৭২। ১৭ ফর্মার বই। তদুপরি জাগৃতির পাব্লিশিং কস্ট বেশি। আমি অনেক মুলামুলি করেছি দাম কমানোর জন্য। কেনার দাম কমিশন বাদে ৪০০ প্লাস রাখার ইচ্ছে ছিল প্রকাশনীর। আমি সাফ না জানিয়ে দিয়েছি। বলে দিয়েছি ৪০০ টাকার নিচে রাখতে হবে।

পান্ডুলিপি পছন্দ হওয়াতে তারা আমার দাবি মেনে নিয়েছেন :)

৯| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পঞ্চম বই এর সফল প্রকাশনা উপলক্ষে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন!
বই সম্পর্কে যেটুকু লিখেছেন, তা পড়ে মনে হচ্ছে বই এর কাটতি ভালই হবে। একে তো আপনার লেখার মান ভাল, তার উপর উপন্যাসের প্লট টাকে আকর্ষণীয় মনে হলো। তবে বই এর প্রচ্ছদটা আকর্ষণীয় হয় নাই বলে মনে হচ্ছে।
জাগৃতি আমারও প্রিয় প্রকাশনী।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

প্রি অর্ডারে এখন পর্যন্ত কাটতি খারাপ মনে হচ্ছে না। তবে কাটতির চেয়েও বড় কথা, লেখার মান যথেষ্ট ভালো হয়েছে কী না!

সেই ব্যাপারে আশার কথা বলতে পারবো বইটির প্রকাশের পরে কেউ কেউ বইটি পড়লে। প্রচ্ছদের ব্যাপারে আমি অবশ্য খুব বেশি খুঁতখুঁতে নই। প্রকাশককে বার বার পরিশ্রম করিয়ে কষ্ট দিতে ইচ্ছে করে না! :) তবে আমার কাছে খুব বেশি খারাপও লাগেনি।

১০| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: বইটির সাফল্য কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। একটা পেপারে পড়লাম সশরীরে এইবার বই মেলা করা সম্ভব না বাংলা একাডেমি বলেছে। কিছু জানেন কিনা ?

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

ফাহমিদা বারী বলেছেন: জি ভাই। শুনেছি এই মাসের শেষের দিকে আরেকটা মিটিং হবে। সেই মিটিং এই ফাইনাল সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত নাবাচক সম্ভাবনাই বেশি! :(

হু থেকেও নাকি নিষেধাজ্ঞা এসেছে মেলার ব্যাপারে। হু বাবাজি একবার বাংলাদেশের গাউসিয়া থেকে ঘুরে যায় না কেন কে জানে! সবকিছুই সদর্পে চলছে, শুধু মেলা হলেই যত আপত্তি!

১১| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপানরে লেখা কোনো উপন্যাসই আমার পড়া হয়নি। আমি পড়েছি আপনার লেখা সামহোয়্যারইন ব্লগে পোস্ট। আপনি প্রায় গল্পে আপনার গল্পের চরিত্র আপনি নিজ হাতে হত্যা করেন। - এর কারণ কি?

*** আপনার লেখা পড়ে কেউ কি অনুপ্রেরণা পাবেন নাকি আত্মহত্যার মতো পথ বেছে নিবেন? মনে রাখবেন ছাপা অক্ষরে লেখা মানুষের মনে বড় ধরনের ছাপ তৈরি করে করে। আপনার হয়তো মনে আছে আপনার লেখা পোস্টে আমি পূর্বে ও বলেছি আপনি এ কাজটি কেনো করেন?



১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ। আমার লেখা পড়ে কেউ আত্মহত্যার পথ বেছে নিবে না। আপনি যে অভিযোগ করেছেন তা অসত্য।

ভাই বহুদিন পরে সামুতে এলাম। দয়া করে মনটা খারাপ করে দিয়েন না। আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি। নিজে ভালো থাকুন অন্যকেও ভালো থাকার সুযোগ করে দিন।

১২| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো।

১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

ফাহমিদা বারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




দুঃখিত, আপনি আমার উদ্দেশ্য বুঝতে পারেন নি। আপনার লেখায় নায়ক নায়িকার হত্যা/মৃত্য/অপমৃত্যু হয়না - এটি অসত্য! আমি অত্যন্ত আশ্চর্য ও হতবাক হয়েছি এবং একই সাথে মর্মাহত ও দুঃখ পেয়েছি আপনার মন্তব্য উত্তর পড়ে যে আপনি আমার উদ্দেশ্য! বুঝে গেছেন।

আমি সব সময় নিজে ভালো থাকি এবং আমার দ্বারা অন্যকেও ভালো থাকার সুযোগ করে দেই। - এটি আমার জীবনের ধর্ম ও কর্ম।

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

ফাহমিদা বারী বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, আপনি যে অভিযোগ করেছেন তার জবাব দিতে হলে অনেক কথা বলতে হয়। সংক্ষেপে বলার চেষ্টা করি।

আমি শতভাগ খাঁটি মানুষ, এমন দাবী ঘুণাক্ষরেও করবো না কখনো। তবে একথা ঠিক যে যা লিখছি তা কেন লিখছি এই বিষয়ে নিজের সাথে আমার জিজ্ঞাসাবাদ চলে। আমার 'রোদ্দুর খুঁজে ফিরি' বইটিতে কিছু গল্প ছিল যাতে হত্যা পরকীয়া এই জাতীয় বিষয়গুলো এসেছে। কারণ সেই বইয়ের গল্পগুলোতে আমি অন্ধকারে লুকিয়ে থাকা জীবনের গল্পগুলোতে আলো ফেলতে চেয়েছিলাম। প্রতিটি গল্প মেসেজ ছিল। সেই মেসেজ বুঝতে কেউ ভুল করে বসলে সেটি হবে আমার অক্ষমতা। আমি কাউকে হত্যা বা পরকীয়া করতে ইন্ধন যুগায়নি, বরং এগুলো যে সমাজের নষ্ট উপাদান সেকথাই বলতে চেয়েছি।

তারপরও বলছি সুনির্দিষ্ট কোনো গল্পের নাম উল্লেখ করলে আরেকটু ভালোভাবে বোঝাতে পারবো।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ওয়াও। গ্রেট নিউজ।

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

ফাহমিদা বারী বলেছেন: কৃতজ্ঞতা।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: জীবনে একটা উপন্যাস লিখতে পারলাম না। আফসোস।

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫২

ফাহমিদা বারী বলেছেন: জীবন তো চলছে এখনো। চেষ্টা শুরু হোক আজ থেকেই :)

১৬| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ‘শেষ শরতের কোনো এক মায়াবী সন্ধার গল্প এটি...
...............................................................................
অভিন্ন্দন আপনাকে, ৫ম বই মেলার আশায় না থেকে প্রকাশ
করে ফেলেছেন । আপনার মনের জোর দেখে আমার ভালো লাগল ।
বইটি পড়া হয় নাই বলে কোন সমালোচনা করার সুযোগ নাই, তবে
মনে হয় প্রকাশনী আপনার প্রতি ন্যায্য আচরন করেনি, তারা বাণিজ্য মূল্যর
প্রতি বেশী মনযোগ দিয়েছে । প্রিন্টার্স লাইনে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা
আছে, মূল্য আরও কম রাখার চেষ্টা করা যেত ।

১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

ফাহমিদা বারী বলেছেন: জাগৃতির সাথে এটাই আমার প্রথম কাজ। তাদের প্রোডাকশন কস্ট বেশি। কাজেই আমার পক্ষে বেশিকিছু করা সম্ভব ছিল না। যেমন ভূমিপ্রকাশের ইয়া মোটা মোটা সব বইয়ের দাম যথেষ্ট সহনশীল মাত্রায়। সেখানে অন্যান্য বেশিরভাগ প্রকাশনীই এত কম দাম রাখে না। যাহোক নতুন লেখক হিসেবে আমার প্রত্যশা ছিল বা আছে, বইটা যাতে অনেকে পড়তে পারে। বা অনেকের হাতে পৌঁছে। আবার শব্দসংখ্যা পরিমাপ করে লেখাটাও আমার নীতিবিরুদ্ধ। কাজেই কী আর করা!
আগামিতে ইনশাআল্লাহ আরেকটু সচেতন থাকার চেষ্টা করবো।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৪

সোহানী বলেছেন: শুভ কামনা।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ আপা। আপনার বই প্রকাশের খবরও জানতে পেরেছি। অনেক শুভকামনা।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: বই মেলাকে সামনে রেখে আমিও প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু অনাবশ্যক কিছু ঝামেলার কারনে হলো না।

১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২০

ফাহমিদা বারী বলেছেন: এবার আর বইমেলার আশায় থেকে লাভ হবে না মনে হচ্ছে :(

১৯| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

রানার ব্লগ বলেছেন: শুনেছি এপ্রিলে বই মেলা হবে, রমজান মাসে কারো ইচ্ছা হবে গরমের মধ্যে বই মেলায় গিয়ে বই কিনতে বা দেখতে, তার উপরে হেফাজতি ছাগল গুলা তো আছেই এরা কাপড় খুলে নেমে যাবে বই মেলার বিরুদ্ধে, কাফের মুশরিকদের বই বলে তর্জন গর্জন চালানো শুরু করবে যা আমাদের দেশের প্রশাসনের ক্ষমতা না সামলানোর।

১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

ফাহমিদা বারী বলেছেন: মেলা যত পিছাবে, বৃষ্টির সময় তত ঘনিয়ে আসবে।
প্রকাশকদের লাভের গুড় পিঁপড়া খেয়ে নিবে। দেখা যাক শেষমেষ কী হয়!
মেলা নিয়ে আর কোনো কিছু ভাবছি না। ২০১৯ এ প্রকাশিত হয়েছিল আমার একটি পাঠকপ্রিয় উপন্যাস 'ছায়াপথ'। সেটার সিক্যুয়েল নিয়ে কাজ করছি। ইচ্ছে ছিল বইমেলার পরে প্রকাশের (ইনশাআল্লাহ)। কিন্তু এখন বইমেলাই কবে হয় আর কীই বা।

২০| ১৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: আমাদের সোহানী আপুর বই বের হয়েছে। রকমারি বেস্ট সেলার হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

ফাহমিদা বারী বলেছেন: জি রাজিব ভাই। জানি আমি।

২১| ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০

জুন বলেছেন: আপনার উপন্যাসের নাম শুনেই শতবার শোনা দেবব্রত বিশ্বাসের অসাধারণ কন্ঠে গাওয়া রবীন্দ্রনাথের "আমার যেদিন ভেসে গেছে চোখেরও জলে" গানটির কথাই বারবার মনে পরছিল। আশাকরি এই গানটির মতই আপনার উপন্যাসও পাঠক প্রিয় হোক ফাহমিদা বারী।

১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

ফাহমিদা বারী বলেছেন: চমতকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো কিছু দেয়ার প্রচেষ্টা ছিল। বাকিটুকু পাঠক বলুক।

২২| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: ফাহমিদা বারী,
আপনার উপন্যাস পাঠকপ্রিয়তা পাক।
শুভ কামনা জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ আপা।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার ও আপনার নতুন বই এর সফলতা কামনা করছি।কাহিনী আকর্ষনীয় মনে হচ্ছে।আপনার লেখার হাতও অনেক ভালো।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ। লেখার ওপরে ভরসা থাকলে পড়ে দেখার আমন্ত্রণ রইলো।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪১

মাআইপা বলেছেন: মেলা হোক বা না হোক আপনার বইয়ের সফলতা কামনা করছি।

১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

ফাহমিদা বারী বলেছেন: আন্তরিক ধন্যবাদ। মেলা হচ্ছে জানতে পারলাম গতকাল।

২৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার 'সেদিন গেছে ভেসে' উপন্যাস আসছে বইমেলায় সাফল্যের চরে আটকে থাকুক সেই কামনা করলে দোষ নেইতো নিশ্চই ? ভালো থাকুন ।

১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

ফাহমিদা বারী বলেছেন: করুন শুভকামনা। দোষ কেন থাকবে? :) তবে বইটা আপনার হাতেও উঠে আসুক, আমি করবো সেই কামনা :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.