নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

নতুন বই

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১১



আবার নতুন বইয়ের প্রচ্ছদ নিয়ে চলে এলাম।

করোনার অনিশ্চয়তা অনেক কিছুই বদলে দিয়েছে জীবন থেকে। বইমেলাকে উপলক্ষ করে বই প্রকাশ করতে হবে, এই ধারণাও গত দেড় বছরে বেমালুম গায়েব। এখন সারাবছরই বই প্রকাশের জন্য উন্মুক্ত রাখা হয়। যার যখন সুবিধা সেই অনুযায়ী বই প্রকাশ করে চলেছেন।

আমিও আমার গল্পগ্রন্থটি প্রকাশের জন্য অক্টোবর-নভেম্বর মাসটাকেই নির্ধারণ করলাম :)

আমার ৩য় গল্পগ্রন্থ এবং ৬ষ্ঠ বই প্রকাশিত হতে যাচ্ছে এই নভেম্বরেই ইনশাআল্লাহ্‌। বইটি প্রকাশ করবে চলন্তিকা।

আমার এই গল্পগ্রন্থের গল্প সংখ্যা ৬টি। ছোট এবং বড় গল্পের সন্নিবেশে বইটির মলাটমূল্য মাত্র ২০০ টাকা।

গল্পগুলো আয়তনে বেশ বড়। বিশেষ করে দুটো গল্পকে ছোটোখাট উপন্যাসিকাও বলা যেতে পারে।

আশা করছি আর দু'সপ্তাহের মধ্যেই প্রি অর্ডার পোস্ট দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ওহ হ্যাঁ গল্পগ্রন্থের নামটিই তো বলা হয়নি!

আমার বইটির নাম 'ভাঁটফুলের সৌরভ'। জীবনের আঁকেবাকে সুবাস ছড়িয়ে যাওয়া কিছু চিরচেনা সাদামাটা গল্পকে তুলে আনতে চেয়েছি বইটিতে। দুর্দান্ত প্রচ্ছদটি করেছেন সোহেল আশরাফ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৯

ইন্দ্রনীলা বলেছেন: প্রচ্ছদ এবং নাম দুইই মন কাড়া।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২০

ফাহমিদা বারী বলেছেন: অনেক ধন্যবাদ। জি এবারেই প্রথম কোনো বইয়ের প্রচ্ছদ প্রথমবার সন্তুষ্টমনে ওকে করেছি। খুব পছন্দ হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: শুভকামনা রইলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২০

ফাহমিদা বারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭

ইসিয়াক বলেছেন: এই বইটা আমি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। নাম আর প্রচ্ছদ দুটোই খুব সুন্দর হয়েছে। আশা করি গল্পগুলো ও ভালো লাগবে।
অভিনন্দন ও শুভকামনা রইল প্রিয় ব্লগার।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২২

ফাহমিদা বারী বলেছেন: কৃতজ্ঞতা। নাম আর প্রচ্ছদ নিয়ে তেমন বেশি একটা ভাবিনি সত্যি বলতে। হয়ত ভাগ্যক্রমে দুটোই ভালো হয়ে গেছে :)। তবে গল্পগুলো নিয়ে ভেবেছি। কাজেই বইয়ের আভ্যন্তরীণ সৌন্দর্য বেশি আকৃষ্ট করবে ইনশাআল্লাহ, এমনটাই প্রত্যাশা,

প্রি অর্ডার পোস্ট কিছুদিনের মধ্যেই দিতে পারব আশা করছি ইনশাআল্লাহ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

শেরজা তপন বলেছেন: প্রচ্ছদ সুন্দর হয়েছে। শুভকামনা রইল

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৩

ফাহমিদা বারী বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


গল্পগুলোর মুল চরিত্রগুলো আমাদের সমাজের কোন শ্রেণীর মানুষ?

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৫

ফাহমিদা বারী বলেছেন: আমি মধ্যবিত্ত শ্রেণীটাকেই ফোকাস করতে চেয়েছি। বইয়ের ফ্ল্যাপ অংশটা পড়তে দিই। তাহলে হয়ত কিছুটা বুঝতে সুবিধা হবে।

ফ্ল্যাপঃ
চেনা লোকালয় থেকে তুলে নিয়ে আসা কিছু চরিত্র। তারা বাস করে আমাদের আশেপাশেই।
আসিফ আর রেশমার চির চেনা সুখের দিনলিপিগুলো শুরু হয় আটপৌরে চার কামরার সংসারে। মধ্যবিত্ত জীবন, সাধ্যের মধ্যেই খামচে ধরতে চাওয়া সবটুকু সুখ। আনাচে কানাচে উপচানো সুখের হাতছানির মাঝেই কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসে এক চিমটি অ-সুখ। সেই একটুখানি অ-সুখের বড় দাপুটে প্রভাব। মূলশুদ্ধ উপড়ে ফেলতে পারে মহীরূপসদৃশ একটা পুরো সংসার।
রাশেদের মতো কিছু মানুষ সামান্য একটুখানি মর্যাদা পাওয়ার আশায় পার করে দেয় গোটা একটা জীবন। তবু দেখা মেলে না কাঙ্ক্ষিত সৌভাগ্যের। ধুকপুকে আশারা কেবল জোগান দিয়ে চলে বেঁচে থাকার রসদের।
বুকভরা ভালোবাসা নিয়েও নোমানের মতো কেউ কেউ বেঁচে থাকে সম্পূর্ণ একা। তাদের হৃদয়ের নো-ম্যান’স ল্যাণ্ডে কোনো স্বপ্নেরা বসতি গাঁড়ে না...নাকি গাঁড়তে পারে না!
লতিফার মতো কারো কারো জীবনে ভালোবাসার মানুষগুলো বদলে যায়, সময়ের পাকেচক্রে। ফিকে হয়ে আসে তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। তবুও একটি জীবন পার করতে হয় ছেলেভুলানো গল্প শুনে। মনকে প্রবোধ দিয়ে বলে যেতে হয়, এই তো অল্প কিছুদিন মাত্র! খুব তাড়াতাড়িই মিলবে অবসর, দেখা হবে অনন্ত শান্তির সাথে!
এসবের মাঝেও ড মুর্তজা রায়হানের মতো কোনো এক মাস্টারমাইণ্ডের নিখুঁত ছকে বেরিয়ে আসে দারুণ সব জীবনের গল্প। তারাও আশেপাশেই বাস করে, চেনা গণ্ডির অচেনা আবহে তাদের স্বচ্ছন্দ বিচরণ।
কখনো মঞ্জুদির মতো কিছু প্রিয়মুখের মানুষ হারিয়ে যায় অকালে, দুর্ভাগ্য কিংবা প্রতিহিংসার শিকার করে। বুকের ভেতরে সেই নামগুলো বেঁচে থাকে চাপা অব্যক্ত দীর্ঘশ্বাস হয়ে।

চেনা বলয়ের এই গল্পগুলো আমাদের আশেপাশের গল্প। খুব পরিচিত কোনো প্রিয় ফুলের সৌরভ যেন মিশে আছে তাদের প্রতি পরতে।
এই গল্পগুলোই আমাদের রোজকার আলো হাসি কান্না ছড়ানো একেকটি দিনের কারিগর।


৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আপনার পড়া সেরা বইটার নাম বলেন তো ?
আমিও পড়তে চাই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৩৫

ফাহমিদা বারী বলেছেন: :)

মুশকিলে ফেললেন। সেরা বলে কিছু কি আছে? বই পড়তাম অনেক বা এখনো পড়ি। প্রায়ই অনেক বই খুব ভালো লেগে যায়। আচ্ছা তবু চেষ্টা করছি।

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট, কাউন্ট অফ মন্টিক্রিস্টো। সেবা অনুবাদ।
আট কুঠুরি নয় দরজা। সমরেশ মজুমদার।
হৃদয়বৃত্তান্ত। বিকেলের মৃত্যু। শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
কোজাগর। বুদ্ধদেব গুহ।
নন্দিত নরকে। হুমায়ুন আহমেদ।
সত্যজিৎ ১০১ গল্প। সত্যজিত রায়।
প্রফেসর শঙ্কু সমগ্র। সত্যজিৎ রায়।
আরো অনেক অনেক অনেক।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৩৫

ফাহমিদা বারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


ভালো, ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

ফাহমিদা বারী বলেছেন: আশাকরি বইটি আপনাকে আশাহত করবে না। অনেক ধন্যবাদ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: ফ্ল্যাপ পড়ে দেখলাম। শব্দচয়ন বেশ সুন্দর হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

ফাহমিদা বারী বলেছেন: ধন্যবাদ। ফ্ল্যাপ, লেখকের কথা ইত্যাদি বেশ মন দিয়ে লেখার চেষ্টা করি। পাঠক আটকানোর চেষ্টা করতে হয় কী না হা হা।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪১

সাগর শরীফ বলেছেন: অনেক অনেক শুভকামনা আপু আপনার কাজ এবং আপনার জন্য।
বইটি পড়ার অপেক্ষায় কাউন্টডাউন শুরু করলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

ফাহমিদা বারী বলেছেন: শুনে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আপনি যে ক'টা বই এঁর নাম লিখেছেন- সেগুলো আমার পড়া আছে।

আচ্ছা, পার্থিব পড়েছেন?
পূর্ব পশ্চিম পড়েছেন?
সাতকাহন পড়েছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৭

ফাহমিদা বারী বলেছেন: জি এগুলো সব পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.