নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদাকালো নয়, ধূসর সময়ের গল্প কালা। চিত্রকলা আর সঙ্গীতের অতীত সময়ের গল্প এটি। কিছুটা ঔদাসীন্য নিয়ে দেখতে বসে মুগ্ধতা নিয়েই শেষ করতে হলো।
কালার জন্ম কাশ্মীরে এক সঙ্গীত ঘরানার পরিবারে। দুই যমজ শিশুর মধ্যে বেঁচে যাওয়া মেয়ে শিশুটিই কালা, যে ভ্রূণ থাকা অবস্থাতেই বেশি পুষ্টি টেনে নিয়ে বেঁচে থেকেছে। অন্যদিকে প্রতিযোগিতায় টিকতে না পেরে পেটের মধ্যেই মারা গেছে ছেলে শিশুটি।
জন্মের পর থেকেই কালা তার মায়ের কাছে নিগৃহীত হয়েছে। জন্মলাভ না করতে পারা ছেলেটির শোক মায়ের মন থেকে কখনওই মুছে যায়নি। কালার ভেতরের সঙ্গীত প্রতিভাকেও তার মা কখনওই মন থেকে স্বীকৃতি দেয়নি। কারণ 'পণ্ডিত' হতে পারে ছেলেরাই। ভদ্রঘরের মেয়েরা গান গেয়ে 'পণ্ডিত' খেতাবধারী হতে পারে না!
নিজের তৃষিত মাতৃহৃদয়ে কালার মায়ের এক শোতে দেখা হয়ে যায় দরিদ্র পরিবারের ছেলে 'জগন' এর সাথে। সহজাত সুরেলা কণ্ঠের জগনের গান শুনে মুগ্ধ কালার মা তাকে নিজের ঘরে নিয়ে আসে। তাকে নিজের হাতে তৈরি করে সঙ্গীতজ্ঞের সর্বোচ্চ আসনে বসানোর সিদ্ধান্ত নেয় কালার মা। জগন প্রতিভাবান ছেলে। সে এই সুযোগের সদ্ব্যবহার করে। কিন্তু অপরদিকে কালার ভেতরের ক্ষুধিত সঙ্গীত প্রতিভা ফুঁসে ওঠে নিজের প্রতি মায়ের অবহেলা আর জগনের প্রতি অযাচিত পক্ষপাতিত্বে।
কালার নিজের প্রতি আস্থা থাকে না। তবু সে লাভ করে সেরা সঙ্গীতজ্ঞের সম্মান। আর জগন? কী হয় জগনের? কালার মা ই বা কীভাবে গ্রহণ করে কালার এই সাফল্য?
জগনের ভূমিকাতে প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খান নজর কেড়েছে। সাদামাটা নন গ্লামারাস মুভিটি মন কেড়ে নেয়।
কিছু জিনিস হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য দিতে শিখি। কালা দেখার পরে সেই সত্যটাকেই নতুন করে উপলব্ধি করতে হয়।
(মুভিটি নেটফ্লিক্সে দেখতে পারেন।)
#ফাহ্মিদা_বারী
১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫
ফাহমিদা বারী বলেছেন: মুভিটা দেখার মতো ভালো বটে! দেখতে পারেন।
২| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: সময় পাই নাই।
অনেক গুলো মুভি জমে আছে, দেখব বলে। অথচ সময়ই হচ্ছে না।
৩| ১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:১৮
প্রামানিক বলেছেন: আগের মত আর মুভি দেখা হয় না।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১
জাহিদ অনিক বলেছেন: কালা মুভিটা ভালো লেগেছিলো।
অনেকদিন আপনার গল্প পড়ি না। আপনি লিখেন না তা না। আমারই পড়া হয়ে ওঠে না।
শেষ পড়েছিলাম বোধয়- পাঁচফোড়ন, বা এরকম কিছু একটা ছিলো। শেষের টুস্টটার জন্য মনে আছে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:১৪
বাকপ্রবাস বলেছেন: রিভিও পড়ে দেখার স্বাদ পেয়ে গেলাম, নেট ফ্লিক্স জগতে এখনো প্রবেশ করা হয়নি