নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

চতুর্থ বিশ্বযুদ্ধ নিয়ে ফকিরের ভবিষ্যৎ বানীঃ বিশ্ব এবার লাঠি সামলাও

২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭



লোকেরা আমাকে কেন বলবে ভবিষ্যতবানী করতে? তবু যেহেতু আমার প্রতি লোকজনের বড় বেশি আস্থা তাই আমি নিজে রিস্ক না নিয়ে জগত বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে স্মরণ করলাম।

বিজ্ঞানী আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে? তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!

আইনস্টাইন-এর কথা থেকে এটা স্পষ্ট যে, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে প্রায় ধ্বংসই হয়ে যাবে মানব সভ্যতা। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় আর বেশি দূরে নেই। খুব শীঘ্রই এমনকি আজ বা কাল যে কোনো সময়েই লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর একবিংশ শতাব্দীর এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জোট ন্যাটোর প্রতিপক্ষ হতে পারে চীন ও রাশিয়া।

মধ্যপ্রাচ্য ঘিরে থাকা সাগরেও ন্যাটো ও রাশিয়া নৌসেনা মোতায়েন করেছে। যে কোনো সময় অতিসাধারণ কারণ নিয়েও এদের মধ্যে সংঘাত শুরু হতে পারে।

আবার কোনো সামরিক কারণ ছাড়াই বিশ্বকে নতুন রূপ দিতে যুদ্ধ হতে পারে। এশিয়ার অন্যতম পরাশক্তি চীন যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতৃত্বদানকারীর অবস্থান থেকে সরাতে চায়। চীনের অর্থনীতিও দেশটির এমন স্বপ্নকে সমর্থন দেওয়ার মতো অবস্থানে আছে।

উত্তর কোরিয়া, সিরিয়া ও আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে উত্তেজনা চলছে এ নিয়ে সবার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে- তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি?

সেই জল্পনাকে আরো উস্কে দিলেন ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস নামে এক ভবিষ্যৎ বক্তা। তিনি একজন স্বঘোষিত ‘ভগবানের দূত’। আগামী ১৩ মে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে বলে দাবি করেন হোরাসিও।
( বাংলাদেশ প্রতিদিন ২০ এপ্রিল ২০১৭)

বিশ্বখ্যাত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাতে ভুয়া খবর ছড়িয়েছেন টুইটার হ্যাকাররা। ১৬ জানুয়ারি ২০১৫ শুক্রবার নিউইয়র্ক পোস্ট, ইউপিআইসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হ্যাকারদের কবলে পড়া ওই অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া অর্থনৈতিক ও সামরিক খবর প্রকাশ করা হয়।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ফিডের এক টুইটে লেখা হয়, ‘পোপ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’

যে কোন মাধ্যম থেকে হোক না কেন যেহেতু সংবাদ এসেছে ১৬/০১/২০১৫ ইং তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে তাই আমাদের চতুর্থ বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর কে না জানে আমরা তিতুমীরের বাশের কেল্লা নিয়ে প্রস্তুত হয়ে আছি সেই ব্রিটীশ আমল থেকে।

তিতুমীরের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল নারকেলবাড়িয়া। সেখানে তিনি বাঁশের একটি কেল্লা নির্মাণ করেন। ১৮৩১ খ্রিস্টাব্দে ২৯ অক্টোবর পূর্ণার জমিদার কৃষ্ণ রায় সহস্রাধিক লাঠিয়াল, অস্ত্রধারী ও সড়কিওয়ালা সৈন্যবাহিনী নিয়ে নারকেলবাড়িয়া গ্রাম আক্রমণ করেছিল। তাদের আক্রমণে গ্রামের আবাল-বৃদ্ধ-বণিতা গুরুতর জখম হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়লে মুসলমানরা উত্তেজিত হয়ে পড়ে। ১৮৩১ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর আবার একটা শক্তি পরীক্ষা হয় কৃষ্ণ রায়ের দলের সঙ্গে। পরবর্তী সময়ে তিতুমীরের অনুগামীরা যশোরের জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। কর্তৃপক্ষ তিতুমীরকে দমনের জন্য কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ১০০ ঘোড়সওয়ার সৈন্য, ৩০০ পদাতিক দেশীয় সৈন্য ও দুটি কামানসহ তাকে প্রেরণ করে।


আমরা আজও তিতুমীরের বাহিনী সজাগ আছি। তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ে যাক, কোথা থেকে পাবে তখন কামান গোলা!!। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ঝাপিয়ে পড়ব। আমরা তিতুমীরের দল, চতুর্থ বিশ্বযুদ্ধে আমাদের বিজয় ঠেকানোর সাধ্য কারোর নেই।


বিশ্ব এবার লাঠি সামলাও।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০

সৌমিক আহমেদ খান বলেছেন: বাঁশের কেল্লা নিয়ে প্রস্তুত থাকা বোকামি।
কেল্লার মত কেল্লা নিয়ে প্রস্তুত হন। এক ক্সমানের গোলাতে সে কেল্লা ছাই হয়ে গেসিলো

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ফকির আবদুল মালেক বলেছেন:
আমরা আজও তিতুমীরের বাহিনী সজাগ আছি। তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ে যাক, কোথা থেকে পাবে তখন কামান গোলা!!। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ঝাপিয়ে পড়ব। আমরা তিতুমীরের দল, চতুর্থ বিশ্বযুদ্ধে আমাদের বিজয় ঠেকানোর সাধ্য কারোর নেই।


বিশ্ব এবার লাঠি সামলাও।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আইনস্টাইন ভালোই বলেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ফকির আবদুল মালেক বলেছেন: ফকির কি খারাপ বলেছি?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফকিরসাহেব, একটা তাবিজ লাগবে।

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৫

ফকির আবদুল মালেক বলেছেন: ভাল আছেন?

কিসের তাবিজ চান। দিলামতো ভবিষ্যতবানী। দেখি ফলে কিনা।

আমরা আজও তিতুমীরের বাহিনী সজাগ আছি। তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ে যাক, কোথা থেকে পাবে তখন কামান গোলা!!। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে ঝাপিয়ে পড়ব। আমরা তিতুমীরের দল, চতুর্থ বিশ্বযুদ্ধে আমাদের বিজয় ঠেকানোর সাধ্য কারোর নেই।


বিশ্ব এবার লাঠি সামলাও।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ডরাছি।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২

ফকির আবদুল মালেক বলেছেন: হা হা হা

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন?

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৪

ফকির আবদুল মালেক বলেছেন: আমি ভাল আছি। লেখালেখি ছেড়ে দেইনি। আছি। ব্লগিং এ আছি। শব্দনীড়ে আছি একেবারে জড়িয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.