নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

উদাস ফকির মানুষে আবার

০৭ ই মে, ২০২১ রাত ১১:১১

কদমফুল বিলকুল খা খা রোদ্দুর
ছুটবি হেথা, থামবি কোথা, কদ্দূর?
-ওরে তুই ঠিকানা খুঁজিস কার!
পথ আছে যার শুধু চলবার
পথেই ছন্দ-আনন্দ, পথে সুরাসুর।

ঠিকানা একটা ছিল ছন দিয়ে ঘেরা
তাতে বেধেছিলাম ছোট একটা ঢেড়া
পিপিলিকা দল ছুটে যেত স্ত্রত
আকাবাকা পথটি হয়ে সাব্যস্থ
জাগে মায়ার বাঁধন, তাই ঘরহারা!

একবার বাঁধি ঘর নদী তীরাঞ্চল
আমি ছিলাম ডাঙায়, পাশে বহে জল
মাটির মায়ায় আমি থাকি স্থির
সাগর টানে নদী থাকে অস্থির
পরান ছুটে সদূরে- চক্ষু ছলোছল।

আমি উদাস ফকির মানুষে আবার
বেঁধেছি ঘর যত, ছেড়েছি বারবার
অগনিত অনন্ত অসীম মাঝে
মন ভরে ছুটেছি পথের খুঁজে
শুনি মানুষকেই মানুষে ফিরাবার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ রাত ১১:৩০

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর, উদাস ফকিরের উদাসী কবিতা
মন ভরে গেল কবিতা পাঠে ।

শুভেচ্ছা রইল

০৮ ই মে, ২০২১ রাত ১২:১৫

ফকির আবদুল মালেক বলেছেন: আপনার মন ভরে গেছে জেনে আমারও মনে ভরে গেছে।

ধন্যবাদ। আপনার প্রতি রইলো শুভকামনা।

২| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে।

০৮ ই মে, ২০২১ ভোর ৪:১৭

ফকির আবদুল মালেক বলেছেন: ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।
আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ৩:২৮

জটিল ভাই বলেছেন: সুন্দর লিখা..... অসাধারণ!

০৮ ই মে, ২০২১ ভোর ৪:১৮

ফকির আবদুল মালেক বলেছেন: জটিল!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.