![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি
যদি না পাও খুঁজে
আমি যে পথে চলিতাম
জানবে তুমি, আমি গিয়াছি সরে
জানবে হৃদয় খোলা রেখে
আমি শত মাইল দূরে হারালাম।
শত মাইল, শত মাইল, শত মাইল
শত শত মাইল দূর হতে সৌরভে
তুমি এই পথে গাওয়া গান শুনতে পাবে
শত মাইল দূর হতে আমাকে শুনতে পাবে।
প্রভু আমি এক, প্রভু আমি দুই
প্রভু আমি তিন, প্রভু আমি চার
প্রভু আমি পাঁচ শত মাইল দূরে
হারায়ে গিয়াছি অজানার ভীড়ে।
ঠিকানা হতে দূরে, ঠিকনা হতে দূরে
অজানার ভীড়ে,
প্রভু আমি পাঁচ শত মাইল দূরে
প্রভু আমি হাজারো মাইল দূরে!
নাই কোন বস্ত্র পরনে
নাই অর্থকরী আপন নামে
আমি ফিরব কিভাবে একমূখী পথে!
একমূখী পথে,
একমূখী পথে,
প্রভু, একমূখী এই পথে
যায় না ফিরা আপন নামের ঘাটে।
আপন নামের ঘাটে,
আপন জানা ঘাটে
আপন মানা ঘাটে,
কিছুটা কালের পরে
পাবে না খুঁজে কেউ আপনাকে এই তল্লাটে।
যদি না পাও খুঁজে
আমি যে পথে চলিতাম
জানবে আমি গিয়াছি সরে
শত শত মাইল দূর হতে তবু, সৌরভে
তুমি এই পথে গাওয়া গান শুনতে পাবে।
০৮ ই মে, ২০২১ বিকাল ৫:৪১
ফকির আবদুল মালেক বলেছেন: এই লেখাটি লেখার সময় মনে হয়েছে, কেউ সুর দিয়ে গাইলে কেমন হয় শুনতে পাইতাম।
সাধারণ মানের লেখক, আবেগে লিখি। কখন কি লিখি নিজেই জানি না।
২| ০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪
জটিল ভাই বলেছেন: আবেগতারিত লিখা! ভালো লাগলো......
০৮ ই মে, ২০২১ রাত ১১:৩৭
ফকির আবদুল মালেক বলেছেন: ঠিক বলছেন। সরল ভাবে বলছেন।
৩| ০৮ ই মে, ২০২১ রাত ৮:৪৬
নজসু বলেছেন:
প্রিয় কবি, আশা করি ভালো আছেন।
অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম।
ভালো লেগেছে বরাবরের মতো। লাইক।
আমি আপনাকে খুব ভালো জানি। কিন্তু এখন আপনি আমাকে চিনবেন না।
প্রিয় খলিল ভাইকেও আমি ভালো জানি। উনিও এখন আমাকে চেনেন না।
আগে তাহারে চিনিতাম আমি। সে আমারে চিনতো না।
এখন আমিই সবারে চিনি। তারা আমারে চেনে না।
ভালো থাকবেন প্রিয় কবি।
০৮ ই মে, ২০২১ রাত ১১:৪১
ফকির আবদুল মালেক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, আমার মত সাধারণ একজন লেখককে প্রিয় বলেছেন বলে।আপনার প্রতি শুভকামনা রইল।
৪| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৯ ই মে, ২০২১ ভোর ৪:২১
ফকির আবদুল মালেক বলেছেন: সহজ সরলই চেয়েছিলাম। ধন্যবাদ।
৫| ০৯ ই মে, ২০২১ সকাল ১১:০২
নজসু বলেছেন:
শুধু আজকে নয়। দীর্ঘ দুই বছর ধরে আপনাকে প্রিয় কবি বলে ডেকেছি।
মাঝখানে ৫/৭ বছরের বিরতি।
০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪
ফকির আবদুল মালেক বলেছেন: আপনার প্রতি শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২১ বিকাল ৪:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক আবেগ। গান লিখেছেন কি?