নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

আমরা অশান্ত আর অপবিত্র হয়ে উঠি

০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৫৮


সকাল। পবিত্র সময়।
একজন নর আর নারী নির্মল বিছানায় শুয়ে আছে।
পাশে ফুলদানিতে গত রাতের তাজা গোলাপ।
সূর্যের আলো গালে ঢেউ তুলছে পর্দার ঝাঁকুনিতে।
নর নারীর কাছে নিয়ে মুখ ফিসফিসিয়ে ডাকে।
ওদিকে জানালার ওপাশে পাখি ডাকে
একবার দু’বার বারবার।
নারীর শরীর কেঁপে কেঁপে উঠে
তার শরীর পূর্ণ হয় নিশ্বাসের স্পন্দনে।
চোখ মেলে চাই।
আমাকেই দেখছো গভীর ভাবে।
বললে, আমার মুখ পানে চাও
গভীরভাবে তাকিয়ে থাকো কিছুটা কাল
আমার পবিত্রতায় তুমি নিজেকে কি দেখতে পাও?
কি শান্ত আর পবিত্র তোমার মুখখানি!
একটা জলন্ত চাকা দুর্বার বেগে আমাদের
পিষে দিয়ে চলে যায়।

আমরা অশান্ত আর অপবিত্র হয়ে উঠি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



কবিতা লিখার অভ্যাস কমানোর জন্য কি কোনরূপ ব্যায়াম ট্যায়াম করার যায়?

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬

ফকির আবদুল মালেক বলেছেন: কবিতা লেখার অভ্যাস কমিয়ে কি মাও প্যাও লিখব!!!!

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ফকির আবদুল মালেক বলেছেন: অথচ লিখতে হবে। কিছু না কিছু।

২| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সূর্যের আলো গালে ঢেউ তুলছে পর্দার ঝাঁকুনিতে। - চমৎকার লেগেছে কথাটা

আমার পবিত্রতায় তুমি নিজেকে কি দেখতে পাও? - এ কথাটাও দারুণ।

একটা জলন্ত চাকা দুর্বার বেগে আমাদের
পিষে দিয়ে চলে যায়।
- এ অংশ পড়ে খেই হারিয়ে ফেলেছি।


শুভেচ্ছা রইল।

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৬

ফকির আবদুল মালেক বলেছেন: অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে মন্তব্য উপস্থাপন করার জন্য।

৩| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


অনেক কবিতা পড়েম নে হয়, ব্লগারেরা মানুষের জীবনকে, নিজের জীবনকে ঠিক বুঝেন না, ঠিক মতো প্রকাশ করতে জানেন না

০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৫

ফকির আবদুল মালেক বলেছেন: ভাই আমি আমার লেখা অতি সাধারণ মানের লেখাগুলি ব্লগে প্রকাশ করি, কখনও কবিতায়, কখনও গল্পে কখনওবা ছোট ছোট ইঙ্গিতপূর্ণ কথা মালায়।

আমি ব্লগার নই, ব্লগে নিজের ভাবনাগুলি প্রকাশ করি মাত্র।

৪| ০৯ ই মে, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমার চেয়ে আপনি ভালো কবিতা লিখেন।

০৯ ই মে, ২০২১ রাত ১১:৫৬

ফকির আবদুল মালেক বলেছেন: টার্গেট করেছিলাম রবীন্দ্রনাথের চেয়ে ভালো লিখি এই স্বীকৃতি নিব।
সেই পথেই আগাইয়া যাইতাছি দেখা যাইতাছে।
একটা ধরাশায়ী। ও হা হা, হা হা ও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.