নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

কোমল স্পর্শ

১০ ই মে, ২০২১ সকাল ৯:২১


প্রতিদিন মানুষ মরছে।
এটা একটা শুরু।
প্রতিদিন মৃত্যু থেকে
নতুন বিধবা আর এতিম জন্ম লয়।
তারা হাত গুটিয়ে বসে নতুন জীবন নিয়ে ভাবে।

তারপর তারা গোরস্থানে যায়
এদের মধ্যে কেউ প্রথম বার।
তারা কাঁদতে ভয় পায়
কখনও না কাঁদতে।
কেউ কেউ গভীর সমবেদনা নিয়ে-
কি করতে হবে, কি দোয়া পড়তে হবে
কবরে মাটি দেয়ার নিয়ম, বলে দেয়।

তারা বাড়ি ফিরে আসে
সদ্য বিধবাটি তার বিছানার উপর বসে-
লোকেরা একে একে এসে তাকে সান্ত্বনা দেয়
কেউ তার হাতে রাখে হাত, কেউ জড়িয়ে ধরে।
সে সকলকে বলার মতো কথা খুঁজে পায়
এখানে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

তার হৃদয় চাইছে তারা সকলে চলে যাক।
সে কবরে ফিরে যেতে চায়, অসুস্থ ঘরটায়
কিম্বা হাসপাতালে। জানে এটা সম্ভব নয়।
কিন্তু এটা তার একমাত্র আশা ফিরে যাবে পিছনে
বেশি দূর নয়, একটা বিবাহানুষ্ঠানে, কোমল স্পর্শে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য। কিন্তু সবার ভাগ্যে এমন কোমল স্পর্শ জোটেনা।

১০ ই মে, ২০২১ বিকাল ৪:২৮

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৫৫

নুরহোসেন নুর বলেছেন: "তারপর তারা গোরস্থানে যায়
এদের মধ্যে কেউ প্রথম বার।
তারা কাঁদতে ভয় পায়
কখনও না কাঁদতে।"

-মায়ের মৃত্যুতে জ্ঞান হওয়ার পর জনসম্মুখে কেঁদেছি প্রথম বার।

১০ ই মে, ২০২১ বিকাল ৪:২৮

ফকির আবদুল মালেক বলেছেন: এটা খুবই অপ্রস্তুত সময়।

৩| ১০ ই মে, ২০২১ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মর্মস্পর্শী অনুভূতি। ভালো লিখেছেন।

১০ ই মে, ২০২১ বিকাল ৪:২৯

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০২১ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১০ ই মে, ২০২১ বিকাল ৪:৩০

ফকির আবদুল মালেক বলেছেন: অতিব ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.