নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

আমি

১১ ই মে, ২০২১ রাত ১:৩৪

তোমার দীর্ঘ অনুপস্থিতিতে,
পৃথিবীকে ব্যবহার করতে
আমাকে দিলে অনুমতি!
কিছু ফিরে পাব সেই প্রত্যাশায়, মতিগতি
করে নিয়ে ঠিক
আমি বিনিয়োগ করি অধিক।

বলতেই হয় আমার ইতিহাস
ব্যর্থতার পরিহাস।
বিশেষ করে
টমেটোর পাতা ঝরে
এতটা পোকার আক্রমণ
গুটিয়ে নিতে চায় মন!

তোমার উচিত হবে
অধিক বর্ষণমুখরতা ঝরঝর হয়ে না যেন ঝরে, ভবে
অধিক শৈত্যের রাত যেন না আসে,
পৃথিবীর অন্যখানে তোমার রহমতে হাসে-
সকল প্রাণ পায় উপাদান ঠিক যতটা প্রয়োজন
তুমি কর কি দারুণ আয়োজন!

আর এদিকে আমার বেলায়ঃ
আমি বীজ বুনি তালতলায়
মাটি খুড়ি, বাধি সারি সারি আইল জমিনে
তারপর মাথায় রাখি উল্টো হাত, ‘কেমনে
খাইলরে আমার ফসল মরার পোকায়!’
হাত যায় আবার কোমড় গামছায়।

প্রশ্ন জাগে সারা অংগে
আমার মত হৃদয় খেলে নাকি তোমার সংগে?
তোমার কাছে আলাদা নয় কিছু
জীবন মরন, চিত্ত হরন ছুটি তোমার পিছু।
পোকার পিছনে তুমি কি জানো
আমার হাত কতটা রক্তে রাঙানো?

আমার পাপ করছে অনুতাপ সাধু সাধু বলে
আমিই দায়ী পাকা টমেটো টসটসে গাছেতে ঝুলে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ রাত ২:৪২

মোঃ পলাশ খান বলেছেন: সুন্দর!

১১ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

ফকির আবদুল মালেক বলেছেন: শুভকামনা।

২| ১১ ই মে, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: সুদর হয়েছে।
কবিতার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবি দিয়ে দিবেন।

১১ ই মে, ২০২১ বিকাল ৫:১১

ফকির আবদুল মালেক বলেছেন: ছবি দিব? আচ্ছা। পরের বার।

৩| ১১ ই মে, ২০২১ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১১ ই মে, ২০২১ বিকাল ৫:১১

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.