![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি
অনেক দিন আগেকার এক বাণী
আমি জানি
আসে নীরবতা ঝড়ের আগে
সল্প সময়ের তরে, সবেগে
তারপর ঢল নামে, তখন তোমরা বলো
রোদমাখা দিন বৃষ্টি হয়ে এলো
রিনিঝিনি
আমি জানি।
তুমি কি দেখেছো বৃষ্টি ঝরে এমন অঝোরে
উজ্জ্বলতা নেমে আসে , জলে ভর করে?
আমি জানতে চাই, তুমি কি কখনও দেখেছো বৃষ্টি
রূপ নেয় রৌদ্রময় দিনে?
গতকাল, এবং গত পরশু
সূর্য শীতল হয় এবং বৃষ্টি কঠিনে?
গতকাল, এবং গত পরশু দিনে
সূর্য শীতল হয় এবং বৃষ্টি কঠিনে
আমি জানি
এভাবেই চলে আমার সময়, মানি
এভাবে চলে যায় হয়ে বৃত্তে বন্দি
এভাবে হয় গতি আর স্থবিরতায় সন্ধি
আমি থামাতে পারি না, থাকে কেবল বিস্ময়
তুমি কি দেখেছো এমন বৃষ্টি রৌদ্রময়!
১২ ই মে, ২০২১ রাত ১১:৩৭
ফকির আবদুল মালেক বলেছেন: আপনার প্রতি রইলো শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২১ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার খুবই ভালো লেগেছে।