নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

আজ যারা সুখে বেঁচে আছো

১২ ই মে, ২০২১ রাত ১১:৪৯



আজ যারা সুখে বেঁচে আছো, পান করে যাচ্ছো জল
বায়ু মাঝে ডুবে নিচ্ছ শ্বাস, খেয়ে যাচ্ছো মুল ফল
দেখছো আছে এখানে কেহ, ঘুরে পথে প্রান্তরে
উদাস হয়ে প্রাণের টানে চলে যায় বহুদূরে
তাদের মাঝে কেউ আছে শুধু সুখ খোঁজেনি মিছে
তাদের কাল কাটেনি কেবল জন্মে জন্মানো পিছে।

এখানে ধুম কান্নাকাটি, নত বিচারের বাণী
ঝরে পড়ে মানুষের ঘাম, বিনিময়ে শূন্য ঘানি
ঘুরিয়ে দিয়ে জীবন চাকা, ঘুরে নিজে হাহাকারে
বংশের ধারা চলছে তারা সেই এক কারাগারে
এদের মাঝে পায়নি কেহ এতটুকু স্বস্তি খোঁজে
তাদের কাল কেটেছে কেবল খাদ্য খাওয়া পিছে!

এখানে বাজে নিয়ম তাল, সরল ধর্মের সুরে
এখানে জ্বলে আগুন শিখা ঈর্ষার ছোবল ঘিরে
অতীব বড় কে কার চেয়ে, অতীত স্মৃতির গাথা
‘এখন’ কাঁদে বনে জঙ্গলে, বুক ভরা তার ব্যাথা
এদের মাঝে যারা আছে ছুটে নাই অতীতে মিছে
তাদের কাল কাটেনি কেবলই তর্কাতর্কি পিছে।

আজ যারা চোখ বুঁজে আছো, মুছে নিয়ে নোনা জল
ছাড়ছো দীর্ঘ করুণ শ্বাসে, দুখ গাঁথা অবিরল,
‘শুধু একান্ত মানুষ হও, সব ফেলে বহুদূরে’
শুননি দীপ্ত তাঁদের ডাক, ঘুরে ফিরে বারেবারে?
কখনো তাঁরা এখানে এসে সুখ খোঁজে নাই মিছে
তাদের কাল কাটেনি কেবল জন্মে জন্মানো পিছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: সুখ দুঃখ মিলিয়েই সবাই বেচে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.