![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I don't want to be rich by money, I want to be rich by mind only
কতটা ইতর আর বাঁদর না হইলে বান্ধবীর খাটের উপর লাফ দিয়ে খাট ভাঙ্গার সাহস করে? বান্ধবী কয়েকদিন পরে যাবে শ্বশুরবাড়ি, ঘর বাড়ি কেবল গোছানো শুরু আর ওমনি উড়ে এসে জুড়ে বসে ২ পা ভাজ করে উপরের দিকে ইয়াহু থপাস!!! থপাস!!! উহ! কিসের শব্দ হলরে? এখনও বুঝতে পারেন নি? সেই কিন্ডারগার্টেন জীবন মানে যেখানে রাবার চুরি, চিপস টেনে নেওয়া,খামচাখামচি করা থেকে শুরু আর এখন বিশ্ববিদ্যালয় জীবনের অনার্সের অন্তিম পর্যায়ে এসেও থামেনি এদের চাঞ্চল্যতা আর বাঁদরামি যার ফসল খাট ভাঙ্গা।বুঝেন এবার কিরকম রসালো, ঝাঁঝালো সম্পর্ক না থাকলে এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এই খাট। কোয়েলের কম্পিউটার এর সমস্যা দেখার জন্য ডাক দিয়েছিল তার বাল্য বন্ধু সিয়ামকে। সিয়াম প্রথমেই নেড়েচেড়ে যখন বুঝল যে এটা তার দ্বারা সম্ভব না, ঠিক তখন ইঞ্জিনিয়ার ভাব ভঙ্গি নিয়ে আরও ১০-১৫ মিনিট দেখে খুব ভাব নিয়ে বলল যে, ''হবেনা, দোকানে নিতে হবে, মাদারবোর্ডের চিপ চেঞ্জ করতে হবে'' আর এই কথা শুনে কোয়েলের মাথায় মনে হয় যেন কাকপক্ষী হাগু করে দিল আর কোয়েল তখন, ''কি বলিস এগুলা? আমার কি তাহলে এসাইনমেনট করা হবেনা?'' তবে তার পিসিটা নষ্ট হওয়াতে সিয়াম যেন মনে মনে একটু খুশি ঠিক যেমন আমরা কোন বন্ধু বিপদে অথবা অসহায় অবস্থায় পড়লে তাকে নিয়ে একটু মজা করি, কটাক্ষ করি।কোয়েলের বিছানা আবার পরিপাটি ও নরমসরম, সুযোগ বুঝে সিয়াম কেন জানি খাটের উপর সটান দাঁড়িয়ে গেল খুশিতে ঠিক যেমন কোন অটিস্টিক বাচ্চা আনন্দে আত্মহারা হয়ে যায়।কোয়েলের চক্ষু তো চড়ক গাছ ''তুই আমার বিছানার উপর দাঁড়িয়েছিস কেন শয়তান? নাম বলছি নাম'' আর সিয়ামের কণ্ঠে ''দাড়া নাহ, ২ জন একসাথে লাফ দেই'' এই বলে ২ হাঁটু ভাজ করে ঘরের আকাশমুখী লাফ স্থির ফ্যানের সাথে টাং করে বাউন্স খেয়ে নিম্নমুখী সেগুন কাঠের চৌকোণা বাক্সের মধ্যখানে অনুপ্রবেশ। বাকিটা কি হতে পারে বুঝতেই পারছেন। ''ওহ হরে, দোস্ত বেশি ব্যাথা পাই নাই, মাথায় অনেক চুল তো'', গেল, গেল কোয়েলের সৌখিন খাটটা এবার গেলই।ওদিকে ব্যাথার অনুভূতি তো নাইই, বরং খাট ভাঙ্গার পর যেন সিয়াম পরম এক আত্মতুষ্টিতে আছে।স্বামী স্ত্রীর ঝগড়া বা পাড়ায় সালিশ বসলে এত লোক হয় কিনা জানিনা যত লোক চতুরমুখি থেকে আসছিল আর বলছিল, ''এখানে কি কোন আওয়াজ হয়েছিল, আমার হাত থেকে কাপটা পরে ভেঙ্গে গেছে।'' তাহলে বুঝুন খাট ভাঙ্গার শব্দ কাপ ভাঙ্গার শব্দর চেয়েও কম না!!! ঘটনার আদ্যোপান্ত শুনে কোয়েলের মা বললেন, ''থাকরে, তোদের সেই ১৭-১৮ বছর থেকে বন্ধুত্ব, একটা খাটই তো ভেঙ্গেছে ছেলেটা, তোর মন তো ভাঙ্গেনি' আর ওমনি বেটা ফাজিল বলে কিনা ''আনটি তাহলে আরও ৩ লাফ দেই উধঃমুখি হয়ে?'' ''চুপ বদ, আমার আরামের জায়গাটা নষ্ট করছিস'' কোয়েলের আবেগঘন গলায়। কোয়েল বাইরে বেরিয়ে গেল, ২ ঘণ্টা পর এসে দেখে সিয়াম কোয়েলের মায়ের সাথে খোশগল্পে মেতে আছে। কোয়েলের বরফতুল্য মাথাটা বোম্বে মরিচ হয়ে গেল, তারপরও ১৭ বছরের বন্ধুত্ব ভেবে ছেড়ে দেওয়া। ছোটবেলায় আমারও খাট ভাঙ্গা ছিল, ঘুমের মধ্যে এক পাশ কাত হলে আরেকপাশ উঠে থাকত আর অবচেতন অবস্থায় ঠাস ঠাস।
১৩ ই মে, ২০১৪ রাত ১০:১৩
প্রফেসর ফারহান বলেছেন: দোয়া করবেন যাতে এরকম আরও মজাদার কিছু দিতে পারি
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
মদন বলেছেন: হুমমমম
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
নীল-দর্পণ বলেছেন: মজা পেলাম