![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I don't want to be rich by money, I want to be rich by mind only
তোমারে পড়ছে মনে
আজ দীপ শিখা চিরন্তনে,
তোমারে কল্পনায় মস্তিষ্ক
হয়েছে যে সে পূর্ণবয়স্ক।
তোমারে চাহিছে অন্তর
ভিতর বাহির প্রান্তর,
তোমারে চাহিছে মুখায়ব
না বলার স্বপ্ন তব,
তোমারে রেখেছে ধরণী
কত মায়া করে!!!
তোমাকে করেছে স্বপ্নরানী;
সুন্দরের সিন্ধুতীরে।
আজি ফিরিয়ে দিওনা
দেখাও তোমার অক্ষিপল্লব,
আজি নতুন সাজে দেখতে যে চাই
তোমার মেহেদী রাঙ্গা হস্ত ভব।
আর ভাব মারিও না, অনেক মেরেছ
ভদ্র লক্ষ্মীখানি,
দেখাও তোমার সোজাসোজি এবার
মিষ্টি স্বাভাবিক চাহনি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ সকাল ৮:১৭
উদাস কিশোর বলেছেন: সুন্দর