![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I don't want to be rich by money, I want to be rich by mind only
অকুপেশনাল থেরাপি(Occupational Therapy) কি?
অকুপেশনাল থেরাপি বিশ্লেষণ করলে দুটো শব্দ পাওয়া যাবে।অকুপেশন মানে হচ্ছে কাজ বা পেশা যাতে সময় বিনিয়োগ হয় এবং সম্পাদনের জন্যে একটা অর্থ, উদ্দেশ্য এবং তৃপ্তির ব্যাপার থাকে। সকালে ঘুম থেকে উঠা থেকে রাতে নিদ্রা আসার আগ পর্যন্ত আমরা যা করি সেটাই কাজ। প্রত্যেক কাজের পিছনে অর্থ, উদ্দেশ্য এবং তৃপ্তির ব্যাপার থাকে। এই কাজগুলোকে আমরা মূলত ৩ ভাগে ভাগ করি। যেমন-
১) যত্নমূলক কাজ- দাঁত ব্রাশ, মুখ ধোওয়া, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি যার পিছনে আমাদের নিজেদের যত্ন নেয়া (উদ্দেশ্য), পরিপাটি থাকা (অর্থবহ) এবং ভাল-খারাপ লাগার বিষয়বস্তু (তৃপ্তিদায়ক) থাকে।
২) আয় বর্ধন মূলক কাজ- অফিসে কাজ করা, শিক্ষকতা করা, পেশা বা এমন কিছু করা যাতে আয়ের ব্যাপারটি চলে আসে।
৩) অবসরমূলক কাজ- বই পড়া, খেলাধুলা করা, শখের বিভিন্ন কাজ ইত্যাদি।
আমাদের প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি কাজের পিছনে অর্থ, উদ্দেশ্য ও তৃপ্তির ব্যাপার আছে। প্রত্যেকটি কাজ সম্পাদনের সময় আমাদের দেহ, মন, বুদ্ধি, সমাজ, পরিবেশ জড়িত থাকে। দেহ ও মনের চালিকাশক্তি এবং অন্য সবকিছুকে একত্র করে একটি কাজ সম্পাদিত হয়। আমাদের জীবনযাপনে এক একটি কাজ পুঁজি হিসেবে আমাদের জীবনে ধারণ করে। তাই কর্মহীন জীবনযাপন অলস মস্তিষ্কের এবং দুর্বল চিত্তের পরিচায়কও বটে।
প্রশ্ন হচ্ছে কখন মানুষ কর্মহীন হয়ে পরে অথবা দৈনিক স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়?
-যখন একজন মানুষ অসুস্থ হয়
-জন্মগত কোন সমস্যা নিয়ে জীবনযাপন করে
-আকস্মিক ঘটনা বা দুর্ঘটনার শিকার হয়
- শরীর, মন, পরিবেশ কিংবা সামাজিক কারণ যখন দৈনিক কর্মজীবনকে বাঁধাগ্রস্ত করে
-একজন মানুষ যখন প্রতিবন্ধকতা কিংবা প্রতিবন্ধিতার শিকার হয়
মানুষের কর্মজীবনের সাথে অনেক কিছু জড়িত। কর্মজীবনে সমস্যা বা বাঁধা আসলে যা হয়ঃ
• অশান্তি, হতাশা, বিষণ্ণতা নেমে আসে
• নিজের এবং সংসারের খরচ চালানো সম্ভব হয় না
• চাকুরি থেকে পদচ্যুত হতে হয়
• জীবনের উদ্দেশ্য ব্যহত হয়
• স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য বিষয়গুলির অধপতন হয়
• পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হয়
• কোন কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না
• সময় ঠিকই ছুটে যায়, সমস্যার বাঁধায় আটকে থাকতে হয় ইত্যাদি
সমস্যাগ্রস্ত জীবনে গতি আনার বা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার উপায় কি?
অকুপেশনাল থেরাপি- এমন একটি স্বাস্থ্যসেবামূলক পেশা যা একজন শারীরিক, মানসিক, সামাজিক, দৈনিক কাজে বাঁধাগ্রস্ত বা অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা পদ্ধতি ও পুনর্বাসন ব্যবস্থার মাধ্যমে যথাসম্ভব স্বাবলম্বী করে তোলেন। সামর্থ্য অনুযায়ী কাজে অংশগ্রহণ অকুপেশনাল থেরাপি চিকিৎসাব্যবস্থার মূল উদ্দেশ্য।
চিকিৎসা মাধ্যমঃ থেরাপিউটিক এক্সারসাইজ, অর্থবহ ও উদ্দেশ্যমূলক কাজ, সহায়ক সামগ্রী, পারিপার্শ্বিক ও কর্মপরিবেশ রুপান্তর, বিকল্প কৌশল প্রয়োগ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক পাঠ, থেরাপিউটিক মডালিটিজ
যারা অকুপেশনাল থেরাপি চিকিৎসাসেবা প্রদান করেন তাদের অকুপেশনাল থেরাপিসট বলা হয়ে থাকে। একজন অকুপেশনাল থেরাপিসট সকল শ্রেণীর মানুষের স্বাস্থ্য, শিক্ষা, প্রতিবন্ধীতা, দৈনিক কাজ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করেন। মূলত উদ্দেশ্য থাকে একজন ব্যাক্তিকে তার সামর্থ্য এবং কর্মদক্ষতা অনুযায়ী যথাসম্ভব দৈনিক কাজে স্বাবলম্বী করে তোলা। একজন অকুপেশনাল থেরাপিসট রোগী বা সমস্যাগ্রস্ত ব্যক্তির কাজ সম্পাদনের সাথে জড়িত শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, সামাজিক, আর্থিক, চেতনা ও উপলব্ধিগত, পেশাগত সকল বিষয়ে দক্ষতা ও সামর্থ্য যাচাই করে স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করেন। চিকিৎসা প্রয়োগের আগেই রোগীর প্রতিটি কাজকে ধাপে ধাপে বিশ্লেষণ করে কোন ধাপে সমস্যা হচ্ছে, কোন ধাপে আরেকটু সমৃদ্ধি প্রয়োজন বুঝে নেন। রোগীর কিংবা সেবাশুশ্রূষাকারীর চাহিদা ও প্রাধান্য চিকিৎসা পরিকল্পনায় থাকে। রোগীর সার্বিক দিক খেয়াল রেখে অকুপেশনাল থেরাপিসট Holistic approach এ কাজ করেন।
কাদের সাধারণত অকুপেশনাল থেরাপি প্রয়োজন হয়?
লিংকঃ
http://life-pedia.com/পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¨à§à¦§à§à¦¦à§à¦°-à¦à¦¬à¦-পà¦à§à¦·à¦¾à¦/
লেখকঃ
শম ফারহান বিন হোসেন
কন্সালট্যানট অকুপেশনাল থেরাপিসট, মাল্টি ডিসিপ্লিনারি টিম;
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিসট, সিআরপি-মিরপুর, ঢাকা;
মোবাইলঃ ০১৬৮৫৬৫৬১৯৯
ই-মেইলঃ [email protected]
©somewhere in net ltd.