| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংকর্তব্যবিমূঢ়-২০৯৩
মানুষ তাই পায় যা তার জন্য সর্বোত্তম
বর্ষা তব রিমঝিম কাব্যধ্বনি
জাগাও জোয়ার কৃষকের প্রানে,
ফুলে-ফলে পূর্ন শস্যক্ষেত তোমারি টানে,
ষড় ঋতুর মনি, তুমি তত্ত্বজ্ঞের ননি।
তব স্পর্ষে সতেজ হয় বৃক্ষরাজি
কুক্কুট চানকায় আলস্য ভরে,
পাখ-পাখালি গায় সম সুরে,
ময়ূর নাচে তব আমন্ত্রনে,
নব সাজে সজ্জিত হয় পুষ্পরাজি।
বর্ষা তুমি বীরাজ্ঞনার চোখের পানি
তব ক্ষনস্থায়ি বারি-ধারা,
কবি মনে দেয় নাড়া,
বর্ষা উপাখ্যান যেন অমৃত বাণী।।।।

©somewhere in net ltd.