![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংক্ষিপ্ত পরিসরে সব বলা সম্ভব নয়। খুব খুব সাধারণ ছেলে আমি। মানুষের সাথে সহজে মিশতে পারি না, আর একবার মিশে গেলে সীমানা অতিক্রম করে একান্ত আপন করে নিই। আমি খুব চাপা স্বভাবের, নিরীহও বলতে পারেন। আনস্মার্ট, ইউজলেছ, ফুলিস, বইখোর, ঘরকুনো সহ অনেক গুণগত মানসম্মত নাম থাকলেও তেমন ভালো কোনো গুণ নেই; পুরাই বেগুন। রাগ খুব বেশি,,,জোরে চিৎকার চেঁচামেচি একদম শুনতে পারি না। সরাসরি সহজে কারও সাথে কথা বলতে পারি না, এমনকি ফোনেও না। ডিটেক্টিভ বইয়ের পোকা হলেও উপস্থিত বুদ্ধি শূন্যের কোঠায়। তেলাপোকা বড্ড ভয় পাই। ইসলামী জীবনধারায় জীবন অতিবাহিত করতে ইচ্ছুক। লেখালেখি করতে বড্ড ভালো লাগে; কিন্তু তা একান্তই স্বআত্মার সন্তুষ্টি বিধানের নিমিত্তে। আঁতরের গন্ধ থেকে কবিতার প্রিয় ছন্দ সবই নিয়মিত আপডেট হয়...
বসুধার আর্দ্র মাটিতে মেটে
মানুষের ঘামের ঘ্রাণ,
শ্রমিকের ওম-তাপে ফুলে ফেঁপে
উঠা ধনীর দালান।
মানুষের মাঝে গজিয়া উঠেছে
কত ব্যবধান,
মুসাফির আমি খুঁজে যাই শুধু
সমতার সমাধান।
চাই না ক আমি বিলাসী জীবন
অসম অবদান,
দেখাবো না কোনো শব্দের ভুবন
আবেগী আহ্বান।
বিশ্ব ভুখার চিৎকারে শুধু
কেঁদে যাক মোর প্রাণ,
ধিক্কারে হোক বিশ্ব বঁধুর
জীর্ণের অবসান।
পদ্যের আদরে আসিবে না ক
শ্রমিকের সম্মান,
তেজীয়ান কোনো কন্ঠের সাথে
গাহিতে হবে গান।
ভুলে জাতপাত হাতে রেখে হাত
বসুধারে করো ত্রাণ,
জ্বলুক চেরাগ মিলেমিশে থাক
অবনির সন্তান।
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:২৫
মোঃ ওমর ফারুক অনিক বলেছেন: ধন্যবাদ আশিক ভাই, ভালো থাকবেন নিরন্তর/
২| ০৭ ই মে, ২০১৫ সকাল ৯:৪৬
নাসরীন খান বলেছেন: সুন্দর কবিতার বিষয় ও শব্দচয়ন।
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:২৬
মোঃ ওমর ফারুক অনিক বলেছেন: ধন্যবাদ নাসেূবষ্ট,,,ভালো থাকবেন,,,শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ সকাল ৯:২৯
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারন বলেছেন.......