![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝকঝকে হলঘরের খাবার টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২ পিস ছুরি–চামচ–তৈজসে। একেকজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস। খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা। অতিথিদের কয়েক পদের ওয়াইন পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল। এতে ছিল জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম আর টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।
ভোজের শুরুতেই ছিল হ্যাম্পশায়ার ওয়াটারক্রেস প্যানা কোটা, সাথে পারমেজান শর্টব্রেড এবং কোয়েলের ডিমের সালাদ। মূল খাবার হিসেবে ছিল কুর্গেট মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, সাথে টাইম এবং সেভোরি ইনফিউজড জু। খাবার পর মিষ্টিমুখের আয়োজনে ছিলো ভ্যানিলা আইসক্রিম বম্ব, সাথে কেন্টিশ রাস্পবেরি সোরবে, এবং লাইটলি পোচড ভিক্টোরিয়া প্লাম।
ট্রাম্প–মেলানিয়া ও চার্লস–ক্যামিলা দম্পতি ছাড়াও রাজকীয় এ নৈশভোজে ছিলেন ট্রাম্প–কন্যা টিফানি। ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছিলেন রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: আমি দুঃখিত ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫২
আবেদি১২৩ বলেছেন: হারামজাদা , গাজার মানুষ না খেয়ে আছে, আর তুই রাজকীয় ভোজ করোস। যে সব দেশে মেন্টালি অসুস্থ সরকার প্রধান আছে, সেই সব রাষ্টের জনগণ ও মেন্টাললি অসুস্থ। ওর ছবি দেখলেই আমার কাছে ওরে লাগে, সাদা বান্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: গালাগাল আমায় না রাজাকে ???
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
বৃটেনের অর্থনীতি স্হবির হয়ে গেছে, প্রাইম মিনিষ্টার ও চার্লস মিলে ট্রাম্পকে অনুকুলে নিচ্ছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: সেরকমই আভাস পেলাম ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
আবেদি১২৩ বলেছেন: হাহাহাহাহা ,, Sorry @আজিজ ভাই , আমি তো খেয়াল করি নাই আপনারও সাদা চুল। গালাগালি অব্যশই সাদা বান্দর ট্রাম কে। আবারো sorry . ভালো থাকবেন
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন:
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: ভারত উপমহাদেশ থেকে চুরি করা সোনা দিয়ে তৈরি করা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: এত সোনা ভারত উপমহাদেশে ছিল , অবাক কাণ্ড
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
@বিজন রয়,
ইংরজরা সোনা, হীরক যখন নিয়ে গেছে, তখন ভারত কাদের সাম্রাজ্য, কলোনী ছিলো? সেই সময় দেশ কি ভারতীয় রাজাদের ছিলো, নাকি ইংল্যান্ডের ও ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর ছিলো?
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
শেরজা তপন বলেছেন: সারাবিশ্বের মানুষের শ্রম ঘাম আর রক্তের টাকায় এই ভোজ!
এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা"
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০
মাথা পাগলা বলেছেন: এগুলো সব আমাদের বাপ-দাদাদের টাকায় খানা-পিনা করছে।
@জেনারেশন একাত্তর
দেশ ব্রিটিশদের কলোনী ছিল মানে এই না যে সোনা-হীরা তাদের বৈধ সম্পত্তি ছিল। মালিক ভারতীয় রাজারা নামমাত্র ছিল, মূল নিয়ন্ত্রণ আর লুটের ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। ভারত ব্রিটিশদের কলোনী ছিল, কিন্তু সেই কারণে লুটপাট ন্যায্য হয়ে যায় না।
সিরাজউদ্দৌলা পতনের পর ইংরেজদের লুট-পাটের কারনে দুর্ভিক্ষে কোটির উপর মানুষ মারা যায়। বাংলা থেকেই সবচেয়ে বেশি লুটপাট হয়েছে।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
মাথা পাগলা বলেছেন: আজিজ সাহেবের মাথার চুলের রঙের সাথে ট্রাম্প এবং মোদির চুলের বেশ ভালো মিল আছে। সত্যি করে বলেন কে কার শিষ্য!
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: ও বহুকাল আগে থেকেই আমার শিষ্য আমার বাল ধুইয়া দেয় ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
@ মাথা পাগলা,
সিরাজের নানা, আলীবর্দী কার সাম্রাজ্যের অংশ দখল করেছিলো? যেই এলাকা দখল করেছিলো ( বাংলা, বিহার, উড়িষ্যা ), সেটার সম্পদ কি আগের মালিদের ফেরত দিয়েছিলো?
প্রশ্নফাঁস করে এতদুর এসেছেন?
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
মাথা পাগলা বলেছেন: জেনারেশন একাত্তর
মারাঠা বর্গিরা বাংলা, বিহার ও উড়িষ্যা লুট-পাট করলে তখনকার বাংলার নবাব ছিলেন দূর্বল, তেমন কোন পদক্ষেপ নিতে পারেন নাই। আলীবর্দী সুযোগ কাজে লাগান। আলীবর্দী ব্যক্তিগতভাবে ভোগ-বিলাসী ছিলেন না, অর্থ-সম্পদ নিজের জন্য অপচয় করতেন না, বিদ্রোহ দমনে কঠোর ছিলেন।
সিরাজউদ্দৌলা ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনিয়ম বন্ধ করতে চেয়েছিলেন। সিরাজউদ্দৌলা ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর কর ফাঁকি দেয়া, ব্যবসার কাজে দূর্গ বানানো বন্ধ করতে চেয়েছিলেন। মিরজাফরের জন্য সিরাজউদ্দৌলা হেরে যান। মিরজাফর নবাব হন। যুদ্ধে কোম্পানীর যে পরিমান খরচ হয় তার দ্বিগুন টাকা ক্ষতিপূরন দাবি করে। আবার কর অফিস দুটো বানানো হয়। একটাতে ভারতের মানুষ কর দেবে। আর একটাতে কোম্পানী দেবে, কর কর্মচারিও ইংরেজ থাকবে। ফাঁকি সেই লেভেলের দিতো। নবাবের পতনের পর কোম্পানীর মাত্রাতিরিক্ত শোষনে দূর্ভিক্ষ লাগে। ৩ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি মানুষ মারা গিয়েছিলো।
লন্ডনে মশলার অনেক ডিমান্ড ছিলো। কিছু ব্যবসায়ী ইচ্ছা করে দাম উঠা-নামা করাতে পারতো, সে জন্য ঠিক করা হয় সমূদ্র পথে অন্য দেশ এক্সপ্লোর করে ভালো কোন সোর্স পাওয়া যায় কি না। সমুদ্র পথে কেউ যেতে না চাইলে সব কারাদন্ড আসামীদের অন্তর্ভুক্ত করা হয়। ইতিহাসবিদরা বলেন ভারত থেকে চুরি করা টাকা দিয়ে ইংল্যান্ড বিশ্বযুদ্ধ করেছে, নয়তো করতে পারতো না।
আলীবর্দী ষড়যন্ত্র করেছে সেটা নিয়ে পরে থাকলে হবে না। বাকিগুলো জানতে হবে। আলীবর্দী ষড়যন্ত্র জাস্টিফাই কিভাবে করবেন সেটাও ভাবতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানী কিভাবে বানানো হয়, কিভাবে তারা ভারতে প্রভাব বিস্তার করে ইচ্ছা থাকলে পড়ে দেখতে পারেন। রেল লাইন বানাতে ১ টাকার জায়গায় ২০ টাকা খরচ দেখিয়েছে।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৫
মাথা পাগলা বলেছেন: সমুদ্র পথে কেউ যেতে না চাইলে সব কারাদন্ড আসামীদের অন্তর্ভুক্ত করা হয়=পরে নাম দেয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা শেয়ার মার্কেটে নাম লিস্ট করে। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতোটাই পাওয়ারফুল হয়ে পরে পার্লামেণ্টে তাদের কথায় অনেক ডিসিশন নেয়া হতো। আর একটা কথা মনে পড়েছে। তখকার রানী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এতোটাই পাওয়ার দিয়েছিলেন কারন দেশে ভালো সম্পদ আনছে - বলেছে অন্যদেশে গিয়ে যা খুশি করো, প্রবলেম হলে সরকার হেল্প করবে মানে পুরাপুরি গুন্ডামি। এদের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
শ্রাবণধারা বলেছেন: ট্রাম্প নামের এই অশিক্ষিত, বর্বর এবং সারা বিশ্বের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ইতরটির ছবি দিয়ে প্রথম পাতা ভরিয়ে সাতসকালে ব্লগে বিষ্ঠা ছড়ানোর কি আদৌ কোনো প্রয়োজন ছিল?