নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। রাজকীয় ভোজ

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪
















ঝকঝকে হলঘরের খাবার টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২ পিস ছুরি–চামচ–তৈজসে। একেকজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস। খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা। অতিথিদের কয়েক পদের ওয়াইন পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল। এতে ছিল জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম আর টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।

ভোজের শুরুতেই ছিল হ্যাম্পশায়ার ওয়াটারক্রেস প্যানা কোটা, সাথে পারমেজান শর্টব্রেড এবং কোয়েলের ডিমের সালাদ। মূল খাবার হিসেবে ছিল কুর্গেট মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, সাথে টাইম এবং সেভোরি ইনফিউজড জু। খাবার পর মিষ্টিমুখের আয়োজনে ছিলো ভ্যানিলা আইসক্রিম বম্ব, সাথে কেন্টিশ রাস্পবেরি সোরবে, এবং লাইটলি পোচড ভিক্টোরিয়া প্লাম।

ট্রাম্প–মেলানিয়া ও চার্লস–ক্যামিলা দম্পতি ছাড়াও রাজকীয় এ নৈশভোজে ছিলেন ট্রাম্প–কন্যা টিফানি। ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছিলেন রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭

শ্রাবণধারা বলেছেন: ট্রাম্প নামের এই অশিক্ষিত, বর্বর এবং সারা বিশ্বের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ইতরটির ছবি দিয়ে প্রথম পাতা ভরিয়ে সাতসকালে ব্লগে বিষ্ঠা ছড়ানোর কি আদৌ কোনো প্রয়োজন ছিল?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

শাহ আজিজ বলেছেন: আমি দুঃখিত ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

আবেদি১২৩ বলেছেন: হারামজাদা , গাজার মানুষ না খেয়ে আছে, আর তুই রাজকীয় ভোজ করোস। যে সব দেশে মেন্টালি অসুস্থ সরকার প্রধান আছে, সেই সব রাষ্টের জনগণ ও মেন্টাললি অসুস্থ। ওর ছবি দেখলেই আমার কাছে ওরে লাগে, সাদা বান্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: গালাগাল আমায় না রাজাকে ???

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

জেনারেশন একাত্তর বলেছেন:




বৃটেনের অর্থনীতি স্হবির হয়ে গেছে, প্রাইম মিনিষ্টার ও চার্লস মিলে ট্রাম্পকে অনুকুলে নিচ্ছে।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭

আবেদি১২৩ বলেছেন: হাহাহাহাহা ,, Sorry @আজিজ ভাই , আমি তো খেয়াল করি নাই আপনারও সাদা চুল। গালাগালি অব্যশই সাদা বান্দর ট্রাম কে। আবারো sorry . ভালো থাকবেন

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: ভারত উপমহাদেশ থেকে চুরি করা সোনা দিয়ে তৈরি করা।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:



@বিজন রয়,

ইংরজরা সোনা, হীরক যখন নিয়ে গেছে, তখন ভারত কাদের সাম্রাজ্য, কলোনী ছিলো? সেই সময় দেশ কি ভারতীয় রাজাদের ছিলো, নাকি ইংল্যান্ডের ও ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর ছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.