![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা
ভ্যাটিকানে পোপ ইলেকশন করা হয়ে গেল, তাও আবার ভোটে। ভ্যাটিকানের চিমনী দিয়ে বের হচ্ছে সাদা ধোয়া। ফুটবল দেখার জন্য অপেক্ষা করছি। অথচ সারাদিন ধরে টিভিতে পোপ নির্বাচনের প্রোগ্রাম চলছে। এবার বলেন, এটা কি জোর করে ধর্ম গিলানো হচ্ছে না?
হাজার বছর ধরে এই পোপ নির্বাচন চলছে। আজ পর্যন্ত কোন এশিয়ান বা কালো আফ্রিকানকে পোপ হিসাবে দেখা যায়নি। ক্যাথলিকদের যত ধরনের রাজনীতি চলে এই পোপকে ঘিরে। কত মানুষ যে গতকাল থেকে ভ্যাটিকানে দাড়িয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন পোপের নুরানী চেহারা দেখার জন্য দাড়িয়ে আছে, তার হিসেব নেই। বাংলাদেশে দেওয়ানবাগী পীরসাহেবের জন্য যেমন লোকজন গাছের উপর চড়ে ইউরোপীয়ান কিছু ক্যাথলিক ধর্মাম্বলী মানুষ একইভাবে দাড়িয়ে আছে আর ল্যাম্প পোষ্টের উপর উঠে বসেছে। নতুন পোপও চেহারা দেখাতে অনেক বেশি সময় নিচ্ছেন।
যেসব ধর্মযাজকদের মধ্যে ভোট চলছে তাদের মধ্যে রয়েছে
৩৩ জন ইটালিয়ান
২৩ জন আমেরিকান
৬ জন জার্মান
১১ জন এশিয়ান এবং অন্যান্য দেশের (লাতিন আমেরিকান)
১১ জন আফ্রিকান
অনেক জল্পনা কল্পনার পর দেখা গেল, ২০১৩ তে পোপ নির্বাচিত হয়েছেন লাতিন আমেরিকার আর্জেনটিনার বুয়েনেস আইরেসের মারিও বেরগিগলিও ফ্রান্সিসকুস (৭৬); সাদা পেজা মেঘের রঙ এর ঐতিহ্যবাহী পোশাকে সবার সামনে দাড়ালেন নতুন পোপ। মনে হচ্ছে আকাশ থেকে দেবতা নেমে আসছে। মানুষের ট্যাক্সের টাকায় সমগ্র পৃথিবীতে ধর্মীয় এবং রাজনৈতিক দাপট চালাচ্ছেন এসব ক্যাথলিক পোপেরা। ইউরোপীয়ানদের মতে বড় বেশি কথা বলেন বর্তমান পোপ, বিশেষ করে বিভিন্ন ধরনের সামাজিক ইস্যুতে।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
২| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
মাসুক নানা বলেছেন: হুম..গেসলাম আজকে ভটিকান।তয় সাদা ধোঁয়া দেখি নাইক্কা।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
সোহানী বলেছেন: ????????????????? বলে কি!!!!!!!!!!!!!!
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
সোহানী বলেছেন: ?????????? বলে কি!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪
দিশার বলেছেন: ক্যাথলিক চার্চ একটা ক্রিমিনাল অর্গানিজাসন .
লক্ষ্য লক্ষ্য শিশু ধর্ষণ এর ঘটনা ধামা চাপা দিতে , ভাত্কান হাজার হাজার পাদ্রী এইদিক ঐদিক ট্রান্সফার করসে কোনো সস্তি না দিয়ে।
এরা, কনডম কে অবৈধ ঘোষণা দিয়ে আফ্রিকায় মহামারী রূপ য়ে এইডস চরাইতে অন্যতম ভুমিকা রাকসে।
এদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা যায় না ! এরা ট্যাক্স দেয় না !
ক্রিষ্টের বাণী প্রচার করে সোনার মরনা জামা কাপড় পরে ই পপ রা !
যেখানে যিশু বলেছেন তাকে পেতে হলে ধন সম্পদ সব ত্যাগ করতে .
বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক আয় ভাটিকান , মানবতার বড় শত্রু