নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই

ফারজানা৯৯

সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা

ফারজানা৯৯ › বিস্তারিত পোস্টঃ

জার্মানিতে পড়তে আসার বিষয়ে কিছু তথ্য

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১

যেহুতু বিদেশে থাকি তাই অনেকেই প্রশ্ন করেন, কিভাবে ইউরোপে পড়ালেখা করতে আসা যায়?



তাদের জন্য বলছি, আমি স্টুডেন্ট কাউন্সিলার না। ইউরোপের প্রতিটা দেশের নিয়মকানুন আমি জানি না। আর যেহুতু জার্মানিতে থাকি এবং এখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তাই কিছু নিয়ম-কানুনের কথা আমি জানি।

১) জার্মানিতে পড়তে আসতে চাইলে http://www.daad.de লিঙ্কটিতে যান। আপনি কি বিষয়ে পড়তে চান, তা সমন্ধে নিশ্চিত হোন। জার্মান ভাষা যেহুতু বুঝবেন না, তাই ভাষা বোঝার জন্য ইংরেজী অপশন সিলেক্ট করুন।

২) জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরী তা হলো জার্মান ভাষায় পারদর্শিতা। শুধু মুখে বলতে পারলেই হবে না। সঙ্গে সঠিক ব্যাকরনসহ লিখতে হবে। আর এই জন্য আপনাকে বা আপনাদের জার্মান ভাষায় ডিগ্রী নিতে হবে। সর্বোচ্চ ডিগ্রী টেষ্ট ডাফ বা গোয়েটে ইন্স্টিটিউটে C 2 সার্টিফিকেট নিতে হয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা গোয়েটে ইন্সটিউটের B 2 সার্টিফিকেট গ্রহণ করে। যদি ইনটেনসিভ কোর্স করেন তাহলে ১ থেকে ২ বছরে ভাষার কোর্সটি করা যায়। আর জার্মান ভাষায় গ্রামার ইংরেজী থেকে সম্পূর্ণ আলাদ। তাই মাথায় ইংরেজী রেখে না শিখাই ভালো।

৩) ভাষা শিক্ষার জন্য ছাত্র হিসেবে জার্মানিতে আসলে জেনে রাখা ভালো, ভাষা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে গোয়েটে ইন্স্টিটিউট। যেখানে প্রতিটি ইন্টটেনসিভ একটি কোর্সের জন্য ১০০০ হাজার ইউরো খরচ হয়। আর থাকা খাওয়া, ইন্সুরেন্সের জন্য খরচ হয় আরও ৬০০-৭০০ ইউরো। অর্থ্যাৎ গোয়েটে ইন্স্টিটিউটে আপনার মাসে ১৭০০ ইউরো খরচ হবে। আর ভিসাও পাবেন নিশ্চিতভাবে।

৪) যেহুতু গোয়েটে ইন্স্টিটিউটের খরচ আমাদের দেশের অনেক ছাত্রই বহন করতে পারবেনা, তাই তাদের জন্য অন্য পন্থা। এখানে গোয়েটে ইন্স্টিটিউট ছাড়াও ভাষা শিক্ষার জন্য আরো কিছু প্রতিষ্টান রয়েছে, যেমন আই এস এফ ( জার্মান ভাষায় তা ই এস এফ), তারপর এবিসি স্কুল বা sprachschule-info.de এই লিঙ্কটিতে ক্লিক করে।

৫) এসব স্কুলে মাসে ভাষা শেখার খরচ ৩০০- ৫০০ ইউরো। তারপর আবার থাকা, খাওয়া ইন্সুরেন্স ইত্যাদি মিলিয়ে ৬০০-৭০০ ইউরো। তারপরো গোয়েটে ইন্স্টিটিউটের চেয়ে খরচ অনেক কম।

৬) ভাষা শিক্ষার্থীদের জন্য প্রথম সাবধান বানী হলো, তাদের আসলে কাজের কোন সুযোগ নেই। আর কেউ যদি অনুমতি ছাড়া ব্ল্যাক কাজ করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার ভিসা বাতিল হতে পারে, এমনকি ৪০,০০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসে তাদেরকে স্টুডেন্ট জবের অনুমতি দেয়া হয়, তাও সপ্তাহে ২০-২৪ ঘন্টা। কাজ করে পড়ালেখা করা সত্যি ভীষন দুরহ ব্যাপার। আর গোয়েটে ইন্স্টিটিউট ছাড়া কোথাও জার্মান ভাষা শিখতে আসতে চাইলে তাকে অবশ্যই একটি বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন দেখাতে হয় জার্মান এ্যাম্বাসীতে। সাড়ে চার বছর আগে আমি জানতাম, ব্যাংক এ্যাকাউন্টে টাকা দেখাতে হয় আট লাখ ( এখন সম্ভবত বেড়ে ১২/১৬ লাখ টাকা হয়েছে) তা সঙ্গে নিয়ে আসতে হয়। বাংলাদেশ শুধুমাত্র একটি ব্যাংকেই এই সুযোগ দেয়া হয়েছে, সেটি হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কোন একটি বিশেষ শাখা থেকে ডয়েচে ব্যাংকে টাকা ট্রান্সফার করার। আর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে তাদের খরচ ৭০০- ১০০০ ইউরো হয়ে থাকে।

৭) জার্মানিতে পড়তে আসলে গ্রাজুয়েশন করার পরে আসা ভালো। এরা আমাদের গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের সার্টিফাই করে। তাদের অবশ্যই চার বছরের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হয়। যারা ৩ বছরের গ্র্যাজুয়েশন করেছে তাদের মাষ্টার্সের সার্টিফিকেট লাগে। ইন্টার মিডিয়েট শেষ করে আসলে তাকে কিছু কোর্স করে নিতে হয়। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের এখানে অনেক মূল্য। এই একটা বিষয়ে ইংরেজীতে পড়ালেখা করা যায়। আর যেকোন বিষয়ে এমনকি ডাক্তারী পড়তে হলেও আপনাকে জার্মান ভাষায় পারদর্শী হতে হবে।

৮) মাষ্টার্স করার পর আপনাকে জার্মান সরকার ১৮ মাস সুযোগ দিবে এখানে একটি চাকুরী খুঁজে নেবার। যদি না পান আপনাকে দেশে ফেরত যেতে হবে। মাষ্টার্স করার পর পিএইচডি পেয়ে গেলে তো আর কথাই নেই ভিসার কোন সমস্যা নেই।

৯) জার্মান সরকার এখন গ্রীন কার্ডের মতো ব্লু কার্ডের ব্যাবস্থা করেছে। যারা চাকুরী নিয়ে এসে বছরে ৫০ হাজার ইউরোর মতো আয় করে তাদের জন্য এই সুবিধা।

১০) এখানে ভুয়া পরিচয়ে এসাইলাম নিয়ে যদি কেউ চলে আসে তার অত্যন্ত মানবেতর জীবন যাপন করতে হয়। যাদের সত্যি সত্যি এসাইলাম দরকার তাদের জন্য ব্যাপারটি ভিন্ন। এ ক্ষেত্রে জার্মান সরকার অনেক ধরনের সাহায্য নিজে থেকেই করে থাকে। ব্লু কার্ডের ব্যাপারে বিস্তারিত জানতে হলে গুগুল সার্চ দিন।



এই হলো আমার জার্মানিতে কেউ পড়তে আসতে চাইলে সে বিষয়ে বিস্তারিত লেখা। যারা পড়তে আসতে চান, তারা বাংলাদেশ গোয়েটে ইন্স্টিটিউটে খবর নিন। কোন দালাল দিয়ে আসবেন না। তাহলে নিজেরাই বিপদে পড়বেন। আর আমি ব্যাক্তিগত ভাবে তথ্য দেয়া ছাড়া আর কোন সাহায্যই করতে পারবো না। আবারো বলছি http://www.daad.de সবচেয়ে বড় তথ্য জোগান দাতা। তাই মনযোগ দিয়ে ওয়েবসাইটি সার্চ করুন। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা।



ফারজানা কবীর খান ( স্নিগ্ধা)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রিফাত হোসেন বলেছেন: একটু কারেকশন করে দেই যদি মনে না করেন । ... জার্মান ভাষা ইংরেজী থেকে আলাদা নয় । বরং ইংরেজীর বহু প্রাদুর্ভাব রয়েছে ।

ইংরেজী জানা থাকলে + পয়েন্ট । :)

কারণ ল্যাটিন ব্যাকরন । :)

খাসুস বা কারক হেল্প করলেও বহু মিল পাবে ইংরেজী ব্যাকরন । :)

আর বহু শব্দও মিল রয়েছে, উচ্চারন ব্যতী রেখে । যেগুলো বিদেশী শব্দ হিসেবে জার্মান এ যুক্ত রয়েছে । তবে সেগুলোর নিজস্ব জার্মান প্রতিশব্দও রয়েছে ! যা স্থানগত কথ্য হিসেবেই বেশী ব্যবহার করা হয় বা লৈখিকভাবে কম ব্যবহার করা হয় । আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মন্তব্যকে । :)

জীবনের ভুল করলাম কিনা জানি তবে পড়ালেখার বিশ্ব বিদ্যালয়ের গন্ডিটা পার করা উচিত ছিল । :)
তবে সুবিধা হল আগেই কর্ম ক্ষেত্র পেয়ে গিয়েছি ।
ভাল থাকুন ।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

ফারজানা৯৯ বলেছেন: জার্মান থেকে ইংরেজী ভাষার উৎপত্তি মিল থাকতেই পারে। আর অনেকেই ভাবেন জার্মান এসেছে লাতিন থেকে। আসলে জার্মান ভাষা উৎপত্তি ইন্দো গার্মানিসম স্প্রাখে থেকে।আর এই ইনফরমেশন আমি গোয়েটে ইন্স্টিটিউট থেকেই পেয়েছি।

২| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

খাটাস বলেছেন: অনেক কিছু জানলাম। নিজ দায়িত্ব থেকে এই বেসিক তথ্য পূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ।
আপনি ও তো জার্মান ভাষা জানেন?? ধন্যবাদের জার্মানি কি? :) :)

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

ফারজানা৯৯ বলেছেন: ডানকে বা ডানকেশোন, বা ফিলেন ডাঙ্ক

৩| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

খাটাস বলেছেন: অনেক কিছু জানলাম। নিজ দায়িত্ব থেকে জার্মানি এর শিক্ষা বেবস্থার বেসিক তথ্য গুলো তুলে ধরার জন্য অবশ্যই ধন্যবাদ।
আচ্ছা, আপনি ও তো জার্মান ভাষা জানেন?? ধন্যবাদের জার্মানি কি? :) :)

৪| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

পরের তরে বলেছেন: জরুরী তথ্যগুলো সবাই কে জানানোর জন্য ধন্যবাদ স্নিগ্ধা...............ইঞ্জিনারদের জন্য কি কি সুবিধা বিস্তারিত জানালে উপকৃত হতাম।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২০

ফারজানা৯৯ বলেছেন: এরা সহযে স্কলারশীপ পায়। আর এরা ইংরেজীতে পড়তে পারে জার্মানিতে ১০০%।
সঙ্গে পড়াশেষে এপ্লাই করলে চাকুরি পেয়ে যায়। এদের জন্য স্টে পারমিট পাওয়ার সুবিধা অন্যদের চেয়ে এক কোটা উপরে।

৫| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এসএমফারুক৮৮ বলেছেন: গুড পোষ্ট।

বাইরে পড়তে ইচ্ছুক স্টুডেন্টদের কাজে লাগবে।

৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

এসএমফারুক৮৮ বলেছেন: যারা দেশের বাইরে পড়তে ইচ্ছুক তাদের কাজে লাগবে।

৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

এম আর ইকবাল বলেছেন: আমার সল্প পরিচিত এক ভদ্রলোক জানালেন তার ছেলে বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছে জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে, ২০১১ সালে এ লেভেল শেষ করে সে । আসলেই কি সম্ভব , সম্পূন্ন বিনা বেতনে পড়াশুনা করা ?

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২২

ফারজানা৯৯ বলেছেন: হ্যা, সম্ভব। কারন, জার্মানিতে অনেক স্টেইটে এখন লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা জন্য বেতন ফ্রী করে দেওয়া হয়েছে। বেতন থাকলে খরচ আরো বেশি পড়তো। কমপক্ষে ১০০০ -১২০০ ইউরো।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

ফারজানা৯৯ বলেছেন: http://www.daad.de দয়া করে এই ওয়েবসাইটটিতে যান। জার্মানির প্রতিটা বিশ্ববিদ্যালয়ের তথ্য এখানে দেয়া আছে।

৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

এম আর ইকবাল বলেছেন: এ রকম কিছু বিশ্ববিদ্যালয়ের খবর দিতে পারেন ? ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯

ফারজানা৯৯ বলেছেন: http://www.daad.de দয়া করে এই ওয়েবসাইটটিতে যান। জার্মানির প্রতিটা বিশ্ববিদ্যালয়ের তথ্য এখানে দেয়া আছে।

৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৯

রিফাত হোসেন বলেছেন: লাতিন তথে স্পাখ্রে হলেও এটা ফেলনা নয় । ইংরেজী সহায়তা করে বুঝিয়েছে মাত্র ।

ডয়েচের লাঠাইনিশ বেগ্রিফ কিন্তু আছে ;)
:)

ল্যাটিন ব্যাকরন জানলে বা বুঝলে অবশ্যই সেটা হেল্প করে ডয়েচ শিখতে আরও দ্রুত

যেমন আপনি ফাল বললে চিনবেন, আর ইংরেজী জানলেওয়ালা পাবলিক খাসুস বললে অনেকটা দ্রুত ক্যাচ করবে কেইস বা কারক হিসেবে । :)
নুমেরুস , গেনুস , তেম্পুস ইত্যাদি লাতিন এর ... এগুলো ইংরেজী জানলে সুবিধা হয় । ডয়েস এ বলতে গলে ত্সাল, গেশলেখ্ট,ত্সাইট ..

আর্ঠিখেল মুখস্ত থাকলে আর খাসুস বুঝলে...... জার্মান শেখা প্রায় পানি ভাত । :)

১০| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

রাফসান আরিফ বলেছেন: উপকারি পোস্ট....ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

ফারজানা৯৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

রাফসান আরিফ বলেছেন: উপকাস্ত....ধন্যবাদ

১২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫

টানিম বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো ।

১৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্টে ৪র্থ ভাল লাগা ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: স্প্রাখেন জি ডয়েশ? লুল :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

ফারজানা৯৯ বলেছেন: আবার জিশার

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

েবনিটগ বলেছেন: +

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.