নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?আকাশের গায়ে নাকি টকটক গন্ধ?টকটক থাকে নাকো হলে পরে বৃষ্টি,তখনি চেখে দেখেছি একেবারে মিষ্টি। –সুকুমার রায়

প্রেক্ষা

প্রেক্ষা › বিস্তারিত পোস্টঃ

সামুতে প্রথম দিন

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২

আমি ছোট্ট একটা মানুষ।প্রথম সামুর দেখা পাই ক্লাস সিক্স এ পড়াকালীন।চাঁদগাজী,সনেট কবি,রাজীব নূর,অচেনা হৃদি,বিদ্রোহী ভৃগু এনাদের লেখা পড়তে ভালো লাগতো,এখন ও লাগে।এখন "ও লেভেল" পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।সবার কাছ থেকে শিখতে চাই,জানতে চাই।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৩

মাআইপা বলেছেন: গল্প/কবিতা লিখতে থাকুন
জানবেন সবাই আপনার পাশে আছে
শুভকামনা রইল

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০৪

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

রূপম রিজওয়ান বলেছেন: সামুতে স্বাগতম!
আমার কাহিনীও অনেকটা আপনার মতই। ক্লাস নাইন থেকে তিন বছর পাঠক হয়ে সামুর অলিগলিতে ঘুরে মাসখানেক আগে আইডি খুলে বাসিন্দা হয়েছি। এইচএসসি পরীক্ষার জন্য এখন যদিও অফ রেখেছি।

যাহোক,তাহলে আপনিই বোধহয় এই মুহূর্তে সামুর কনিষ্ঠতম ব্লগার।

তাড়াতাড়ি থিতু হয়ে যান। হ্যাপি ব্লগিং।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

প্রেক্ষা বলেছেন: অনেক ধন্যবাদ।আমারও সামনে "ও লেভেল" পরীক্ষা।পরীক্ষা শেষ হলে জমিয়ে ব্লগিং করবো।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

শের শায়রী বলেছেন: স্বাগতম আপনাকে। আপনার পথ চলা শুভ হোক।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:০৩

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ আপ্নাকে।পাশে থাকবেন।

৪| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪১

আমি তুমি আমরা বলেছেন: ও লেভেল দিচ্ছেন মানে সামুর সাথে আপনার পরিচয়ের চার পাঁচ বছর পেরিয়ে গেছে। তাই বয়সে জুনিয়র হলেও অভিজ্ঞতায় বর্তমান অনেক ব্লগার থেকেই আপনি এগিয়ে থাকবেন।

হ্যাপি ব্লগিং। আপনার পথচলা শুভ হোক।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৪৮

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।কোনো ভুল ত্রুটি হলে দেখিয়ে দিবেন।

৫| ০৩ রা মার্চ, ২০২০ রাত ২:১১

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়েলকাম টু সামু ব্লগ!

আমি অনেক কম বয়সে ব্লগিং শুরু করেছিলাম, কতকিছু শিখেছি ও জেনেছি সামুর কাছ থেকে তার হিসেব নেই! অনেক বন্ধুও বানিয়েছি এখানেই। আশা করি আমার মতো তোমারও পথচলা অসাধারণ হবে। হ্যাপি ব্লগিং! :)

ভালো থেকো।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:০৬

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন।
কত কত নতুন ব্লগার আসলো আর আমাদের প্রিয় সামুপাগলা আপু কে ভাইয়া ভাবলো।আমি কিন্তু জানি আপনি আপু। B-)

৬| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বাগতম !! পড়ুন , মন্তব্য করুন , লিখুন। আপনার ব্লগিং শুভ হোক। পাশেই পাবেন।
শুভ কামনা।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০১

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: সামুর কনিষ্ঠতম এই ব্লগারকে ব্লগে সুস্বাগতম! শুভ হোক, নিরাপদ হোক, আনন্দময় হোক তার ব্লগযাত্রা!!!
সময়াভাবে কিছু লিখতে না পারলেও মাঝে মাঝে কিছু কিছু লেখা পড়ুন, পড়ে মন্তব্য করে যান। এতে অনেক লেখককে আপনি যেমন জানতে পারবেন, চিনতে পারবেন, তেমনি আপনাকেও লেখকরা একজন পাঠক হিসেবে চিনতে পারবেন।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৬

প্রেক্ষা বলেছেন: মূল্যবান পরামর্শ এর জন্য ধন্যবাদ।আমি তো সময় পেলেই ব্লগ এ ঢু মারি। :D

৮| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম। সুন্দর হোক ব্লগে পথচলা।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।

৯| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭

ইসিয়াক বলেছেন: ব্লগে স্বাগতম। আনন্দময় হোক তার ব্লগযাত্রা ।

হ্যাপি ব্লগিং।
ভালো থাকুন সবসময়।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫

রুমী ইয়াসমীন বলেছেন: ব্লগে আপনাকে সুস্বাগতম জানাই ছোট্ট ভাইটি।

সুন্দর ও আনন্দময় হোক আপনার ব্লগযাত্রা।
অনেক অনেক শুভকামনা রইলো.....

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৭

প্রেক্ষা বলেছেন: ধন্যবাদ।

তবে আমি তো ছোট্ট আপু, ভাই না।

১১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামুর শিশু শাখায় তোমাকে স্বাগত জানাচ্ছি।

১২| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.