নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?আকাশের গায়ে নাকি টকটক গন্ধ?টকটক থাকে নাকো হলে পরে বৃষ্টি,তখনি চেখে দেখেছি একেবারে মিষ্টি। –সুকুমার রায়

প্রেক্ষা

প্রেক্ষা › বিস্তারিত পোস্টঃ

কুয়াকাটা

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৪

দাদাবাড়ি আর নানাবাড়ি দুটোই বরিশাল।দাদা গত হয়েছেন আরো বছর দশ আগে আর দাদি আমার জন্মের ও আগে।চাচা-ফুপু সবাই ঢাকাতেই থাকেন। তাই ছুটিছাটা পেলে নানাবাড়ীই বেশি যাওয়া হয়।গ্রাম এর বাড়ি বরিশাল হওয়ার সুবাদে কুয়াকাটা আমার ভালোই পরিচিত।আসলে পরিচিত বললেও ভুল হবে,কুয়াকাটা এত্তবার গিয়েছি যে কেউ আমাকে গাইড হিসেবে নিলে মন্দ হবে না।আজকের কাহিনী কুয়াকাটা নিয়েই।

২০১৯ এর রোজার ঈদ এর পরের দিন,ঈদ এর দিনের বিকেল বেলাই কাজিনরা মিলে চিন্তা করলাম সবাই মিলে কুয়াকাটা যাব কিন্তু বাঁধ সাধলো আমার আম্মু আর খালা।পিচ্চি পোলাপাইনদের একলা কিছুতেই যাইতে দেওয়া হবে না।আমরা ৮ জন কাজিন আর দুই গাড়ির দুইজন ড্রাইভার নিয়ে ১০ জনের দল হইলো।বড় দুই আপুর ড্রাইভিং লাইসেন্স ছিল,ভেবেছিলাম নিজেরাই যাব কিন্তু বড়দের ঝাড়িতে সেই প্রস্তাব তোলার সাহস ই পাই নাই।

কথা মতো ভোর বেলাই রওনা দিলাম।তিন ঘন্টা লাগলো পৌঁছাতে।এবার আমাদের আর পায় কে ,কোনোরকমে হোটেলে যেয়ে চেইন্জ করে ঝুপ করে পানিতে নামি।একবার নামলাম তো নামলাম আমাদের আর পানি দিয়ে ঊঠার নাম নাই।দুই ড্রাইভার আংকেল ডেকে ডেকে হতাশ।ফ্যামিলির সাথে গেলে দুইঘন্টার বেশী পানিতে থাকতে দেয় না,এমন সুবর্ণ সুযোগ কাজে লাগাতেই পানি দিয়ে ঊঠলাম দুপুর তিনটায়।চেইঞ্জ করে হোটেলে ভাত খেয়ে চিন্তা করছি কই যাব,সবজায়গাতেই তো গিয়েছি।মাথায় আসলো সমুদ্রের পাড় পরিষ্কার করলে কেমন হয় ।যেই ভাবা সেই কাজ।

হাতে সময় তেমন ছিলো না।আমাদের রাতেই রও্না দেবার কথা।তাই আগেই গেলাম মূল স্পট এ যেখানে সবাই সমুদ্রবিলাসে নামে।সত্যি কথা বলতে কুয়াকাটা তে কক্সবাজার এর মতো অত নোংরা হয় না,মানুষ কম যায় তো তাই।লালকাঁকড়ার চড়,শুটকী পল্লী,লেবুবাগান এইসব জায়গা মোটামুটি ভালোই পরিষ্কার।আমাদের স্বচ্ছতা অভিজান দেখে অনেকেই আমাদের সাথে যোগ দিলো।দল ভারী হতে হতে পঞ্চাশ এ পৌঁছল।ঘন্টা দেড়েক এর মধ্যেই পরিচ্ছন্নতা শেষ।সেইদিন রাতেই ফিরে এলাম কুয়াকাটা থেকে।তবে যতবার কুয়াকাটা গিয়েছি ২০১৯ এর অভিজ্ঞাই সবচেয়ে প্রিয়,সবচেয়ে আনন্দের।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

কুয়াকাটায় আপনারা নিজেরা কি কিছুক্ষণ এলাকা পরিস্কার করেছেন?

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৩

প্রেক্ষা বলেছেন: জি আমরা নিজেরা করা শুরু করেছিলাম পরে অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে।

২| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


লেখায় যেখানে দাড়ি (। )। কমা ( , ) দেবনে, পরে শব্দটা শুরু করার সময়, শব্দের সামনে একটা খালি স্পেস রাখবেন; যেমন,
হ্যালো, কেন আছেন?
-আমি ভালো আছি। আপনি?

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৭

প্রেক্ষা বলেছেন: আপনার মূল্যবান পরামর্শ এর জন্য ধন্যবাদ।

৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:১৮

হাসান মাহবুব বলেছেন: কুয়াকাটা আমার সবচেয়ে পছন্দের সি বিচ। লেবুর চরে সমুদ্রের বিপুল হাওয়ার মাঝে ভাজা মাছ খাওয়ার অনুভূতি ভোলার নয়।

৪| ১২ ই মার্চ, ২০২০ রাত ৯:২৭

ইসিয়াক বলেছেন: চমৎকার।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪১

রাফা বলেছেন: আমার গাইড হিসেবে এ্যাডভান্স বুকিং দিয়ে রাখলাম।
ধন্যবাদ,প্রেক্ষা।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৭

প্রেক্ষা বলেছেন: হা হা!!! অবশ্যই

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০২

চাঙ্কু বলেছেন: ভিড়ের জন্য এখন কক্সবাজার যেতে আর ভালো লাগে না। কলাতলি সৈকতের গায়ে টক টক গন্ধ।
তবে কুয়াকাটা যাব যাব করেও এখনও যাওয়া হল না। আফসুস।

ব্লগে স্বাগতম!

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৫

প্রেক্ষা বলেছেন: সময় পেলে কুয়াকাটা যাবেন,খুবই সুন্দর নিরিবিলি জায়গা।

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

আখেনাটেন বলেছেন: কুয়াকাটা নাকি এখন আগের মতো নেই। যাবো যাবো করে এখনও যাওয়া হয়ে উঠে নাই। কিছুদিন আগে পাশের ভোলা জেলার অনেক দ্বীপ ঘুরে আসলাম। কুয়াকাটা যাওয়া হল না। পদ্মা সেতু ও লেবুখালি সেতু হলে সরাসরি যাওয়া যাবে মনে হয়। তখন না হয়..।

লেখা ভালো হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১

প্রেক্ষা বলেছেন: একটু পরিবর্তন হয়েছে কিন্তু কক্সবাজার এর থেকে নিরিবিলি।ঢাকা থেকে যাওয়াও অনেক সোজা।সদর ঘাট থেকে সুন্দরবন অথবা সুরভী লঞ্চ এ করে বরিশাল যাবেন তারপর বরিশাল থেকে সরাসরি কুয়াকাটা যাওয়ার বাস আছে।
তবে সমস্যা হলো বাস এ অনেক গাদাগাদি হয় ,প্রাইভেট কারে যাওয়া উত্তম।

৮| ১৯ শে জুন, ২০২০ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: সাগর পাড় পরিচ্ছন্ন অভিযানের কথা ভেবে প্রথম ভাল কাজটি করেছিলেন, সে অভিযানে শারীরিকভাবে অংশগ্রহণ করে দ্বিতীয়টি এবং সে অভিজ্ঞতার কথা এখানে লিখে তৃতীয়টি করলেন। এসব ভাল কাজ অন্যকেও প্রভাবিত করে, অনুপ্রাণিত করে।
পোস্টে ভাল লাগা + +।

৯| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার অনুভূতি। ভালো লাগলো আপনাদের স্বচ্ছতা অভিযানের হঠাৎ পরিকল্পনা গ্রহণ।
শুভকামনা রইল।

১০| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

ইসিয়াক বলেছেন: আপু আমি আপনার অনুরোধে গল্প দিয়েছি ব্লগে।পড়ে দেখতে পারেন।

https://www.somewhereinblog.net/blog/Rafiqvai/30305140

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

প্রেক্ষা বলেছেন: চমৎকার গল্প ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.