![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় যোগাযোগমন্ত্রী,
জনাব ফাটাকেষ্ট,
আপনার অবগতির জন্য দলমত নির্বিশেষে চট্টগ্রামের আশাহত মানুষদের পক্ষ কিছু ক্ষোভ প্রকাশের চেস্টা করছি। চট্টগ্রামের অভ্যন্তরে যে ১৩রুটে গনপরিবহন চলাচল করে তার মধ্যে অন্যতম ১০নং রুট(রাস্তারমাথা - কাটগড)। এই দুই রুটের দুইপ্রান্তে বিপুল শিল্পকারখানা থাকার ফলে এই খানে যাত্রীসমাগম তুলনামুলক বেশী হয়। আমাদের অভিযোগ গনপরিবহন নিয়ে নয়, আমাদের অভিযোগ বাস মালিক সমিতি, ড্রাইভার-হেল্পার এবং ট্রাফিক সিস্টেমের উপর।
যদি ভুল না করে থাকি তবে চট্টগ্রামশহরে ফিটনেস/ফিটনেসবিহীন অসংখ্য গাডি আছে। কিন্তু হঠাৎই গাডির ড্রাইভার হেল্পার গুলো বেপোরোয়া হয়ে উঠেছে। মানে কে ছাত্র,কে শিক্ষক,কে উকিল কে গার্মেন্টসকর্মী....কাউকে সমিহ করছে না। আমি নিশ্চিত যদি আপনি এখানে লোকাল বাসগুলোতে চডেন আপনিও বিডম্ভনার শিকার হবেন। ইদানিং কালে তুমুল বৃষ্টিপাতে মহাসডক গুলোর বেহাল দশা! যত্রতত্র ভ্রাম্যমান দোকানপাট করে রাস্তাদখল। চট্টগ্রামে বিনোদনের অন্যতম স্পট পতেঙ্গা সিবীচের কামাল আতাতুর্ক সডকটি তার নান্দনিকতা হারিয়েছে।সিমেন্ট ক্রসিং, স্টিলমিল হয়ে সিবীচ পর্যন্ত ছোট বড় মিলিয়ে হাজার দুয়েক গর্ত, যার ফলে এখানে প্রতনিয়ত দুর্ঘটনা ঘটছে।অবশ্য এতে অধিকাংশ দায়ী বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠা ডিপো কিনবা কার্গোগাডির পার্কিং স্পটগুলো।যদিও এদিকে বাস আগের মত আসে না। যেদিন সাধারন মানুষ দুঃখে পডে(নিত্যদিন) গাড়ির ড্রাইভারগুলো ১০ নং রুটকে ৪টি ব্লকে (রাস্তারমাথা-বহদ্দারহাট, বহদ্দারহাট-আগ্রাবাদ, আগ্রাবাদ-ফ্রিপোর্ট, ফ্রিপোর্ট-কাটগড) ভাগ করে গাড়ি চালায় বাডতি ভাডা আদায়ের জন্য। এখানে ভাডা মুখ্য নয়, মুখ্য। হলো হয়রানি। আরো অবাক হই যখন এই পাবলিক পরিবহনগুলো রিজার্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্বার্থে ব্যাবহার করছ। অথবা ড্রাইভাররা যখন বলছে " যাবনা" আরে বাপ না গেলে গাডি নিয়ে বের হবার মানে কি? সকালে ভাই,কিনবা চাচা বলে গাডিতে উঠা যায়, কিন্তু সন্ধ্যার পর বাপ ডেকেও গাডিতে উঠা যায় না। কোনমতে বানরঝোলা হয়ে গাডিতে উঠে দেখবেন আপনার মোবাইল,মানিব্যাগ নেই! আপনার কিচ্ছু করার থাকবে না।
ড্রাইভারদের বদমাশি লিমিট ক্রস করলে পাবলিক দুই-চারটা বদমাশ ধরে প্যাঁদানি দিলে শুরু হয় পরিবহন ধর্মঘট! বাস মালিক সমিতিকে সরকারের তেল মালিশ করতে হয়! আমরা বলছি কেন? ধরে প্যাদানি দিলেইতো হয়, লাইসেন্স বাতিল করলে কি সমস্যা? বাপ বাপ করে গাডি নিয়া রাস্তায় বের হবে।
মুরাদপুর - লালখানবাজার উডালসেতুর কাজ চলছে। বিভিন্ন রুটে সডক উন্নয়নের কাজ চলছে। যার ফলে কৃত্রিম যানজটের সৃষ্টি হচ্ছে, আর সেটার কিছু অনৈতিক সুবিধা নিচ্ছে একটা বিশেষ চক্র!
অতএব, বিনীত নিবেদন এইযে, রাস্তায় বাইক রাইডার কে থামিয়ে তার শার্টের বোতম লাগানো তেভর দেখিয়ে ছবিটি সামাজিক মাধ্যমে ছডিয়ে, কিন্বা ডিপার্টম্যান্টের বাইরে গিয়ে ছাত্রলীগ নিয়া কমেডি!! প্লিজ বাদ দেনতো! বিরক্ত লাগে এসব। আপনার ডিপার্টমেন্টের মাধ্যমে যদি সাধারন মানুষের দুঃখ বুঝতে সচেষ্ট হোন তবেই তো ফাটাকেষ্ট!!!
অন্যতায় আমরা অতি সাধারনদের রাস্তায় নামতে হবে মৌলিক দাবিতে।
আপনার সমালোচক,
ফাটাকেষ্ট হেটার,
বৃহত্তম চট্টগ্রাম শহরে জ্যামে আর হয়রানিতে অতিস্ট যাত্রিদের পক্ষে।
©somewhere in net ltd.