নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

সন্তানের জন্য বেকার পিতার দুধ চুরি এবং সোনালী ভবিষ্যৎ

১৩ ই মে, ২০১৯ ভোর ৫:১৩

#দাগ_থেকে_দারুন_কিছু_হলে_দাগই_ভালো

বাঙালী ভাইরাল খায় সেটা আবারও প্রমাণিত।
হিরো আলম খাইলাম, সানাইও ঠুকঠাক বাজলো, সেফুদার মার্কেট আরো জমজমাট হইতো যদি না মুসলমানদের ধর্মীয় মুল্যবোধের জায়গায় ফাউল না করতো!

লেটেস্ট হইলো- এক বেকার পিতার সন্তানের জন্য দুধ চুরির গল্প এবং বাকিটুকু ইতিহাস। নিউজটি শুনে খুব খারাপ লাগলো।
একটা আবেগ প্রবণ জাতি হিসাবে আমরা বরাবরই পরিচিত। আমাদের সবচেয়ে খারাপ মনের মানুষটির মাঝে ঝাপসা কিছু মানবতা বেঁচে থাকে।

লোকটা সুপার শপ্ স্বপ্ন থেকে দুধ চুরি করলো সন্তানের জন্য। ধরা খেলো। ধুমাধুম মাইর চললো, পুলিশ আসলো, নীতিবান এক পুলিশ অফিসার লোকটিকে উদ্ধার করে পকেটে পাচঁশো টাকা গুঁজে দিয়ে বিদায় করে ফেবু তে স্ট্যাটাস দিলো, এইতো ভাইরাল!
আবেগী বাঙ্গালীর মনে উথাল পাথাল ঢেউ উঠলো! ব্যাস। মিনিটে মিনিটে পুলিশরে গালি দেওয়া প্রজন্ম পুলিশ অফিসারটির প্রশংসায় পঞ্চমুখ হইয়া ভাইরালে গা ভাসাইলো! আমি হেল্প করমু! হেতে হেল্প করবো, লন্ডন থেইকা হেল্প করবো, ওমান থেইকা হেল্প করবো! এইতো আবেগ জমে ক্ষীর পুরাই!
এই ফাঁকে স্বপ্ন সুপার শপের মালিক বললো- হেরে আমরা চাকরি দিমু, সব কিছু গোপন রাখা হইবে!
হাইরে মানুষ- একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়া কত্তবড় বিজনেস এন্ড মার্কেটিং ট্যান্স!
তালি হপ্পে মাম্মা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৯ সকাল ৭:০২

বলেছেন: সবি বিজনেস!!!

হায় সুজনেরা -- তালি হপ্পে মানে

২| ১৩ ই মে, ২০১৯ সকাল ৭:১৯

ডার্ক ম্যান বলেছেন: ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ব্যবসা করে যারা, তারা কি কোনও সুযোগ হাতছাড়া করবে

৩| ১৩ ই মে, ২০১৯ সকাল ৮:৩৬

Rohan_Limon বলেছেন: This is not for gain

৪| ১৩ ই মে, ২০১৯ সকাল ৮:৩৭

Rohan_Limon বলেছেন: www.toyota.com

৫| ১৩ ই মে, ২০১৯ সকাল ৯:১৯

বাংলার মেলা বলেছেন: আমাদের চিন্তার জায়গায় তো নাড়া দিতে পেরেছে। স্বপ্ন একজনকে চাকরি দিয়েছে। ঐ লোকের মত লক্ষ লক্ষ লোক আছে চাকরি পাচ্ছেনা বা চাকরি হারিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ঐ লোক চুরি করে পার পেয়ে গেল - কিন্তু অন্যেরা তো চুরি করার সাহস বা নৈতিক সমর্থনও পাচ্ছেনা। তাদের সন্তানেরা তো দুধ না খেয়েই বেঁচে আছে।

এসব বেকার পরিবারের জন্য যাদের কিছু করার ক্ষমতা আছে - তাদের টনক কি নড়েছে? দুধ চুরির জন্য তো ঐ লোকের শাস্তি হওয়া দরকার ছিল। সেটা না করে তাঁকে হিরো বানালে দেশে অপরাধ কি বাড়বে না কমবে?

৬| ১৩ ই মে, ২০১৯ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


একটু গুচিয়ে লিখলে চলতো; অনেকদিন তো ব্লগে আছেন, কোন কিছুকে সঠিকভাবে লিখাটা শেখা হলো না?

১৬ ই মে, ২০১৯ রাত ১:০২

রাশেদুল ইসলাম রুশো বলেছেন: ভাইয়া গুছিয়ে লিখরছিলাম, কিন্তু আমার সব টুকু লেখা পোস্ট কেন হয়নি সেটা বুঝলাম না! ওকে বাকি লেখাটা আমি কমেন্টে দিচ্ছি নিচে। ভুল লিখলে সংশোধন করে দিবেন।
_____________________________
_____________________________

এবার আসি আসল কথায়!
চুরি করা অপরাধ। বেকার লোকটি দুধ চুরি করেছেন সন্তানের জন্য। তারমানে তিনি মোটেও স্বভাবী চোর নন, অভাবী চোর। চুরি করা উনার পেশা নয়, এটা নিয়তি। অথচ বাংলাদেশের আনাচকানাচে লক্ষ লক্ষ অভাবী বেকার মানুষ আছেন, যাদের পরিবার আছে, সন্তান আছে, সবাই ভাল থাকতে চায়, ভাল খেতে চায়, ভাল বস্ত্র পরিধান করতে চায়, সাধ্যে কুলিয়ে উঠে না।কিন্তু আফসোস সবাই লোকটার মতো চুরি করার দুঃসাহস দেখাতে পারে না।

আজ যদি লোকটির দুধ চুরি করার কারনে স্বপ্ন কিনবা অন্য কোন প্রতিষ্ঠানে চাকরি পায়, তবে বলতে হয় চুরি করা এক ধরনের আশির্বাদ। ফলে ভবিষ্যতে যারা পরিবারের জন্য চুরি করবে তাদের চাকরি খাওয়া দাওয়া এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে বেশ, সেটা বুঝায় যায়। ভবিষ্যৎ প্রজন্ম তখন বইখাতা ফেলে চুরি করে ভাইরাল হয়ে কারো মার্কেটিং ট্যান্সের প্রোডাক্ট হবে কিনা সেটা সময়ই বলে দিবে।

হায়রে সস্তা বস্তা পঁচা আবেগ রে!

৭| ১৩ ই মে, ২০১৯ সকাল ১০:৩৬

আপেক্ষিক মানুষ বলেছেন: আমরা কোন একটা অজানা কারনে ভাইরাল প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.