![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন করে আবার বাসা গোছাচ্ছি। সেই সাথে পুরনো অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, নতুন অনেক কিছু যোগ হচ্ছে। বাসার দেয়ালে কয়েকটা চিত্রকর্ম না থাকলে বাসা কেমন জানি খালি খালি লাগে। তাই গিয়েছিলাম কিছু ছবি কিনতে। ছবি আমি বুঝিনা খুব একটা। বড় বড় চিত্র শিল্পীরা অনেক ছবি আকেন যার সারমর্ম আমি কোনদিনও উদ্ধার করতে পারিনা। শুধু তাকিয়ে দেখি। কিন্তু কেনার সময় যে ছবি দেখলে একটা অনুমান করা যায় যে শিল্পী ছবিতে কি বুঝাতে চাচ্ছেন, এমন ছবিই আমার পছন্দ। ছবি কে এঁকেছেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভাল লাগাটাই আসল।
খোঁজ নিয়ে জানলাম যে আমার বাসা থেকে এক ঘন্টার ড্রাইভ হবে, ওখানে একটা মার্কেট আছে ‘’আর্ট এন্ড ক্র্যাফট’’ মার্কেট হিসাবে পরিচিত। রওনা দিলাম সেই মার্কেটের দিকে। অনেককে জিজ্ঞাসা করে সেই মার্কেট পেয়ে গেলাম। সারি সারি দোকান। নানান রকমের জিনিসপত্র। বেশির ভাগ দোকানই ছবির। ফ্রেমে বাঁধানো , ফ্রেম ছাড়া যার যেমন খুশি ছবি কিনতে পারে।
ছবির দোকান ছাড়া আর অন্য যে দোকান গুলি আছে সেগুলিতে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র। তার মধ্যে কাঠের তৈরি, সিলভার, ব্রোঞ্চের, বিভিন্ন পুতির মালা, বিভিন্ন পশু প্রাণীর চামড়া দিয়ে তৈরি ব্যাগ, জুতা, বেল্ট অন্যতম। আরো আছে বিভিন্ন পশুর চামড়া, হাতির দাঁতের বিভিন্ন জিনিস।
আমার কাজ ছিল বাসায় টানানোর জন্য চিত্রকর্ম কেনা তাই অন্য দোকানে যাওয়ার খুব একটা সময় পাইনি। এখানকার চিত্রকর্মে তাদের সংস্কৃতি স্পষ্ট ফুটে উঠে।কিছু কিছু ছবিতে তো পুরা দেশ উপস্থাপনা করে। তাদের নিজের দেশের প্রতি এই শ্রদ্ধাবোধ আমার ভাল লাগে। ছবি দেখতে দেখতে মোবাইলে তোলা কয়েকটা ছবি।
একদম উপরের ছবিটি আর এই ছবিটি দেখতে একই রকম হলেও পার্থক্য ও অনেক।
কুমিরের চামড়া দিয়ে তৈরি কুমির
কাপড়ের তৈরি ব্যাগ
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: রঙ সম্পর্কে আমার ধারনা নেই। আর দোকানে যারা আছে তাদের জিজ্ঞেসও করিনি।
এখানকার আঁকা ছবি আমারও পছন্দ।
ধন্যবাদ আপনাকে ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
সোহানী বলেছেন: আহ্ দারুনতো....... কোথায় আপনি?
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ।
আমি আফ্রিকার এক দেশে
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার সব ছবি। দেখে ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ছবি দেখে মন্তব্যের জন্য।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর। পোস্টদাতার রুচির প্রশংসা করি....
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: পোস্টদাতার রুচির প্রশংসা করি
কার বান্ধবী দেখতে হবে না
ধন্যবাদ
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
দীপংকর চন্দ বলেছেন: একদম উপরের ছবিটি আর এই ছবিটি দেখতে একই রকম হলেও পার্থক্য ও অনেক।
সামান্য পার্থক্যও বহন করতে পারে অনেক গুরুত্ব!
ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
ফেরদৌসা রুহী বলেছেন: সামান্য পার্থক্যও বহন করতে পারে অনেক গুরুত্ব!
আসলেই ছবি অনেক কিছুই ধারন করে।
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কিছু ছবি দেখলাম।
ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আপনার মতো আমি নিজেও বেশিরভাগ চিত্রকর্মের মর্মোদ্বার করতে পারি না। তবে এজন্য দুঃখবোধ নাই।
আপনার রুচিবোধের প্রসংশা না করে পারা যায় না......।
++
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: আমি নিজেও বেশিরভাগ চিত্রকর্মের মর্মোদ্বার করতে পারি না। তবে এজন্য দুঃখবোধ নাই।
হুম, আমারও দুঃখবোধ নাই। কারন যিনি আঁকেন তিনি অনেক চিন্তা ভাবনা করেই আঁকেন। এখন আমরা সাধারণ দর্শক হয়ত বুঝিনা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//কার বান্ধবী দেখতে হবে না//
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
ফেরদৌসা রুহী বলেছেন: হুম, কথা সত্য
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার বেশ কিছু ছবি, ভালো লাগলো।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।
অনেক ধন্যবাদ
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরাও দেখতে পেলাম...
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাদের দেখানোর জন্যই ছবি তুলেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন।ছবিগুলো একদম ব্যতিক্রম,খুব সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: এদের সব শিল্পেই তাদের দেশের কালচার তুলে ধরা হয়।
ছবি দেখে মন্তব্যের জন্য ধন্যবাদ
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
বৃতি বলেছেন: ভিন্ন সংস্কৃতির পেইন্টিং, ক্রাফটস- সব চমৎকার লাগলো সুন্দর ছবিব্লগ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: ভিন্ন সংস্কৃতির পেইন্টিং, ক্রাফটস আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
আমার নিজের কাছেও এদের পেইন্টিং ভাল লাগে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু কিছু জিনিস অবোধ্য থাকাই ভালো। তাতে সে জিনিসের সৌন্দর্য স্থায়ী হয়।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: কিছু কিছু জিনিস অবোধ্য থাকাই ভালো। তাতে সে জিনিসের সৌন্দর্য স্থায়ী হয়।
হুম হবে হয়ত। আর এজন্য হাব্লার মত তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই
ধন্যবাদ রাজপুত্র মন্তব্যের জন্য।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার সব গুলো ছবি, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
খুব খুব ভাল লেগেছে!!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হয়েছি আপু।
কি ব্যাপার আপনাকে এখন দেখাই যায় না, ব্যস্ত নাকি খুব
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! খুব ভালো লাগল।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: পোস্টে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪
আবু শাকিল বলেছেন: ছবিতে অনেক গুলা চিত্রকর্ম দেখলাম । কোন গুলা কিনলেন বোঝতে পারি নি ?
ভিন দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
একটি ফাও আলাপ -
আফ্রিকায় ফেয়ার এন্ড লাভলীর বেচা-বিক্রি কিমুন ??
আমি কিন্তু দুবাই ছিলাম ।দুবাইতে খেজুর আর কম্বল খুব সস্তা
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আমরা যেমন কালা থেকে সাদা হওয়ার জন্য ফেয়ার এন্ড লাভলির পিছনে ছুটি তাদের এত সময় নেই।
এখানে সবাই ব্যস্ত। শুধু মাত্র আমিই বেকার। র তাছাড়া তারা কাল তাতেই তাদের ভাল লাগে, তারা সাদা চামড়া পছন্দ করেনা।
অনেক ধন্যবাদ আপনাকে মজার মন্তব্যের জন্য।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
পার্থ তালুকদার বলেছেন: দারুণ সব ছবি।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: পেইন্টিং আমার কাছেও ভাল লাগে।
ধন্যবাদ আপনাকে
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভালো লাগলো, ভিন দেশী জিনিসগুলো আমাদের সোনার গাঁয়ের মেলার কিছুটা মিল রয়েছে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: এখানে সব কাঠের তৈরি। বিভিন্ন রকম মূর্তি, মুখোশ সব কাঠের।
আরো আছে আগের রাজা বাদশাদের আমলে যেমন খাট, চেয়ার ব্যবহার করা হয় সেসব।
অনেক ধন্যবাদ কামাল ভাই।
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
মিলন হোসেন১৫৮ বলেছেন: ছবিগুলো সুন্দর
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: ছবি দেখে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
ডরোথি গোমেজ বলেছেন: ছবিগুলো কোথাকার সেটা তো বললেন না, ছবি দেখে অবশ্য আফ্রিকান কালচারের মনে হচ্ছে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
ফেরদৌসা রুহী বলেছেন: হুম এসব আফ্রিকান শিল্পকর্ম।
পোস্ট দেখে মন্তব্যের জন্য ধন্যবাদ
২১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
কথাকথিকেথিকথন বলেছেন: চিত্রকর্মগুলো দারুণ লাগলো । শেয়ারে অনেক ধন্যবাদ ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছবি দেখে মন্তব্যের জন্য।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: আমিও ছবি বোদ্ধা না তবুও ভালো লাগলো দেখে।
আপনি আফ্রিকায় থাকেন আপা ?
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
ফেরদৌসা রুহী বলেছেন: যে ছবি দেখে অন্তত কিছুটা ধারনা করা যায় যে শিল্পী ছবিতে কি বুঝাতে চেয়েছেন, তেমন ছবি ভাল লাগে। আর দূর্বোদ্ধ ছবি আমি বুঝিনা।
জী আপা আমি আফ্রিকার এক দেশে থাকি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
আমি ইহতিব বলেছেন: সুন্দর ছবিগুলো।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।
অনেক ধন্যবাদ
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগায়- ছুঁইয়ে গেলো চমৎকার সব ছবির কালেকশন দেখে- অসাধারণ রুচিবধের তারিফ করছি...।
অনেক শুভকামনা রইলো প্রিয় আপুমনির জন্য ...।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর বা ভাল জিনিস সবার কাছেই ভাল লাগে।
আপনার জন্যও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ ছবি গুলো।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: ছবি দেখে মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আপনার ভাল লেগেছে জেনে খুশি হয়েছি।
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রীতিমত পেইন্টিং এক্সিবিশন !!
চমৎকার !!!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: ওখানে বেশির ভাগ পেইন্টের দোকান। কত্ত কত্ত ছবি। দেখতে দেখতে কখন যে সময় চলে যায় টের পাওয়া যায় না।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: চিত্রকর্মগুলো সত্যিই অসাধারণ!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: ওখানে আরো চমৎকার সব ছবি আছে। আমি শুধু দেখছিলাম তাই ছবি তোলা হয়নি।
ধন্যবাদ আপনাকে
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
নীলসাধু বলেছেন: চমৎকার! খুব ভালো লাগল ভইন।
সোন্দর সব ছবি!
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
ফেরদৌসা রুহী বলেছেন: আপনি তো কবি মানুষ, ভাল তো লাগবেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
সাহসী সন্তান বলেছেন: কিছু চিত্র কর্ম? তবে মন মাতানো বলতেই হবে! অবশ্য আমার প্রিয় ব্লগার মইনুল ভাইয়ের ভান্দবি বলেই মনে হয় বিষয়টা সম্ভব হয়েছে!
এক কথায় উত্তর দাও? এই পোস্টটা সম্পর্কে তোমার মনভাব কি?
-অসাধারন!
শুভ কামনা জানবেন!
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার মতামত অসাধারণ শুনে আমি খুশিতে আত্মহারা।
মইনুল ভাই আমার বন্ধু আর আমি উনার ভান্দবি এই কথা আপনি জানলেন কেম্নে
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৩০| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
অগ্নি সারথি বলেছেন: অসাধারন!
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: পোস্ট দেখার জন্য ধন্যবাদ
৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
এহসান সাবির বলেছেন: দারুন। খুব ভালো লাগা।
শুভ কামনা।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।
অনেক ধন্যবাদ
৩২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
ধমনী বলেছেন: চিত্রকর্ম খুব একটা বুঝি না। তবে এই চিত্রগুলো মোটামুটি সহজ। তবে চিত্রকলা পছন্দ করার জন্য বিশেষ রুচির প্রয়োজন।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: আকারে ইংগিতে যেগুলি কিছুটা বুঝতে পারি, তাই আমার কাছে ভাল লাগে। দূর্বোদ্ধ ছবি আমার কাছে ভাল লাগেনা।
হুম চিত্রকলা পছন্দের জন্য অবশ্যই বিশেষ রুচির দরকার।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রঙিন সব ছবি। দক্ষ হাতের আঁকা। আফ্রিকার হলেও ছবিগুলোতে একটুকরো গ্রামবাংলা খুঁজে পাচ্ছি যেন !!!রঙের ছড়াছড়ি বলেই কি?
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: তাদের আঁকা বেশির ভাগ ছবিই তাদের জাতিয় কৃষ্টি, কালচার নিয়ে। আমি যত ছবি দেখেছি তাই দেখি।
যদিও তাদের লাইফ স্টাইল ওয়েস্টার্ন। তবে একদম গ্রামে নাকি এমন ঘর আছে, আমরা এখনো দেখিনি।
এখানের শুক্রবারের অফিসিয়াল ড্রেস সবাই পড়ে তাদের কালচারাল ড্রেস। এমনকি প্রেসিডেন্ট ও কালচারাল ড্রেস পড়ে।
৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
সাহসী সন্তান বলেছেন: আপনি যে মইনুল ভাইয়ের ভান্দবি হেইয়া মুই কইত্থিকা জানছি সেইডা পরে জানলেও চইলবো! তার আগে কন চাই, মন্তব্য করছি কবে, আর আপনি উত্তর করছেন কবে?
আপু, জাতির চোখ কিন্তু আইনের চোখের মত অন্ধ নয়! সে সবই দেখতে পায়! ৪ এবং ৮ নং মন্তব্য এবং তার উত্তর গুলো চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে দেখার জন্য অনুরোধ করে গেলাম! এছাড়াও পুরানো নথি পত্তর তো আছেই! ঝাঁড় পোচ করে বের করবো নাকি সব......(হুমকি)!?
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: হায় হায় এজন্যই তো কই '' ঘরের কথা পরে জানছে কেম্নে''।
ভাইরে দিনে ব্যস্ত থাকি তাই ব্লগে আসতে পারিনা। আমার ব্লগে আসার সময় হয় বাংলাদেশ সময় রাত ৯/১০ টার দিকে।
আর গতকাল ঘুরতে গিয়েছিলাম, ফিরেছি রাতে।
আবার ফাঁকে ফাঁকেও সময় পেলে ব্লগে আসি।
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
জুন বলেছেন: অসাধারন ছবি। বিশেষ করে আদিবাসীদের নিয়ে আকা ছবিগুলো সবসময় বর্নিল হয় তাদের জীবন যাত্রার মতই। আমিও যেদেশে বেড়াতে যাই কিছু কিনি আর না কিনি স্যুভেনীর হিসেবে দুই একটা আর্ট কিনবোই।
অনেক ভালোলাগলো ছবি আর বর্ননা।
+
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
ফেরদৌসা রুহী বলেছেন: আমিও যেদেশে বেড়াতে যাই কিছু কিনি আর না কিনি স্যুভেনীর হিসেবে দুই একটা আর্ট কিনবোই।
তাই, এটা একটা নেশার মত। মানে যারা এইসব পছন্দ করে তাদের কাছে।
আমাদের বেশির ভাগের দেশপ্রেম শুধু মুখে মুখে, আর এরা নিজের কাজেই তা প্রমাণ করে। এদের সব চিত্রই প্রায় নিজের দেশের ইতিহাস, কালচার নিয়ে। এরা সপ্তাহে একদিন অফিস করে লোকাল ড্রেস পড়ে।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
এহসানুল হক হোসেন বলেছেন: সত্যি ছবিগুলো অসাধারন...........
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: ছবি দেখার জন্য আপনাকে ধন্যবাদ
৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: সত্যিই কিছু ছবি বেশ সুন্দর
ধন্যবাদ আপু
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টে মন্তব্যের জন্য।
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,
ঠিকই বলেছেন , চিত্রকর্মে কি বোঝানো হয়েছে তার চেয়েও আসল ভালোলাগাটি ।
লোকজ অনেক কিছুই দেখলুম । কিন্তু খুঁজে পেলুম না আপনার দেয়ালটি ভরাট হলো কোন ছবিগুলোতে !!!!!!!!
আসছে ফাগুনের বাসন্তি শুভেচ্ছা রইলো ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: এসব তো অনেক এক্সপেন্সিভ জানেন-ই। তাই ইচ্ছে হলেও দামের জন্য অনেক কিছুই কেনা হয়না।
আমি সেদিন এখান থেকে তিনটি ছবি কিনেছিলাম।
আরেকবার যাব কিনতে।
আপনাকেও ফাল্গুনের বাসন্তি শুভেচ্ছা।
৩৯| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: কিছু সুন্দর চিত্রকর্ম আর শিল্পকর্মের সমাহার। বেশ ভাল লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পুরানো পোস্ট খুঁজে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! ছবি গুলো খুব সুন্দর করে আঁকা তো!
কোন রঙ দিয়ে আঁকা ওগুলো? এক্রেলিক?