নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

\'\'মাডোরডাম\'\' অদ্ভুত সুন্দর এক জায়গা, যেখানে আমিই গালিভার

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৫



মাডোরডাম নেদারল্যান্ড এর হেগে অবস্থিত একটি পার্ক আর পর্যটকের আকর্ষনীয় জায়গা। যেখানে পুরা নেদারল্যান্ড এর যত নামকরা জায়গা, ঐতিহাসিক জায়গাকে আসল জায়গা থেকে ১:২৫ গুণ ছোট মডেল করে তৈরি করা হয়েছে। মডোরডাম না এলে নেদারল্যান্ড এর আসল মজায় পাওয়া যাবেনা। পুরা নেদারল্যান্ডকে এত ছোট আকারে যখন দেখছিলাম নিজেকে গালিভার মনে হচ্ছিল।





মাডোরডাম ১৯৫২ সালে খোলা হয়। ২০১২ সালে মাডোরডাম এর ৬০ বছর পূর্তি পালন করা হয়। মাডোরডামের নামকরণ করা হয় জর্জ মাডোরো নামে একজন ইহুদী আইন বিভাগের ছাত্রের নামে। যে জার্মানদের সাথে ডাচদের পক্ষে যুদ্ধ করে ১৯৪৫ সালে মারা যায়।







মিস্টার বি,বন,ভেন ডার স্টার্প নামে একজন “ডাচ স্টুডেন্ট সেনুটুরিয়াম” ফাউন্ডেশনের মেম্বার ছিল। যে ফাউন্ডেশন ছাত্রদের যক্ষা রোগের চিকিৎসা করতো ও ছাত্রদের পড়াশুনা করাতো। মিস্টার বি,বন,ভেন ডার স্টার্প জানতে পেরেছিল যে ইংল্যান্ডে একটা পার্ক আছে যেটার আয় থেকে লন্ডনের একটা হাস্পাতালে ডোনেট করা হত। মিস্টার বি,বন,ভেন ডার স্টার্প জর্জ মাডোরোর বাবা মায়ের সাথে একটা মিটিং করার পর তার বাবা মা মাডোরডাম প্রজেক্ট করার জন্য ফান্ড দেন । তখন এস,জে বোমা নামে একজন আর্কিটেকচার নিয়োগ দেয়া হয়, এবং তাকে ইংল্যান্ডের পার্কটা দেখতে পাঠানো হয় কারন তারা ঠিক এরকমই একটা পার্ক বানাতে চেয়েছিল।











মাডোরডামের যা কিছু বাড়িঘর, মানুষ গাছপালা সব মিশিনে তৈরি। কিছুদিন পরপর শুধু রঙ করা হয়। ওখানে যে মানুষ তৈরি করা আছে তা নেদারল্যান্ডের আবহাওয়ার সাথে মিল রেখে তাদের কাপড় পাল্টানো হয়। এক সময় ওখানে পর্যটকের সংখ্যা কমতে থাকলে তারা ২০১২ সালে আবার নতুন করে ৮ মিলিয়ন ডলার খরচ করে পার্কে অনেক নতুন কিছু সংযোজন করেছিল।















যদি এই মাডোরডাম না দেখে নেদারল্যান্ড থেকে চলে আসতাম অনেক কিছু দেখা থেকে বঞ্চিত হতাম। এই অল্প জায়গায় পুরা নেদারল্যান্ডকে দেখা, খালে জাহাজ চলছে, বাড়ির ভেতর গাড়ি চলছে , পার্ক, ফ্যাক্টরিতে ১ ইউরো কয়েন ফেললে সব চলতে থাকে অটোমেটিক, এ যেন এক বিস্ময়। বিমান বন্দরে প্লেন চলছে, ব্রিজের নিচে দিয়ে জাহাজ আসা যাওয়া করছে, ট্রেন চলছে, ঝড়না বেয়ে পানি নেমে আসছে সব কিছু দেখতে দেখতে সময় যে কখন চলে যায় টেরই পাওয়া যায়না।














প্লেনগুলিও উঠা নামা করে






শীপ পানিতে আসা যাওয়া করছে কিন্তু একটার সাথে আরেকটা ধাক্কাও লাগেনা





সমস্ত নেদারল্যান্ডকে এই মাডোরডামে ছোট করে উপস্থাপন করা হয়েছে। যতক্ষন এখানে ছিলাম মনে হচ্ছিল রুপকথার কোন দেশে আছি।

মন্তব্য ৭৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ ! মজারেতা!

মনে হল আসলেই কোন রুপকথার দেশৈই ছিলাম :)

দারুন অজানা বিস্ময় নগরী ভ্রমন করােনায় কৃতজ্ঞতা।

+++++

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: পুরা নেদারল্যান্ড ই এখানে তুলে ধরা হয়েছে। গাড়ি চলছে, মানুষজন নড়াচড়া করছে, জাহাজ আসা যাওয়া করছে। এসব ঘুরে দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়।
আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি খুব সুন্দর । এমন একটি স্থানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
পোষ্টে +++

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সব সময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ, দারুণ জায়গা, খুব সুন্দর ছবি।

আর একটা সেফ হওয়ার পরেও লেখা প্রথম পাতায় আসে না। আমার কি করণীয়? জানালে বাধিত হব। ভাল থাকবেন।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

স্টিকি পোস্টে দেখেন মডারেটের এর পোস্ট আছে, আপনার সমস্যা ওখানে জানান, আশা করি সমাধান হয়ে যাবে।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০

মলাসইলমুইনা বলেছেন: ধারণা ছিল হল্যান্ড নিয়ে আমি অনেক জানি | আপনি একলেখায়েই সেটা মিথ্যে প্রমান করে দিলেন | ''মাডোরডাম'' নিয়ে কখনো কিছুই পড়িনি আর তাই জানতাম না | আইডিয়াটা চমৎকার লাগলো |এরকম যে ইউরোপের অন্য দেশগুলোতেও কেন নেই সেটাই ভাবছি | ফটোগুলো আপনার আগের লেখাগুলোর মতোই সুন্দর |

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা যে কয়দিন ছিলাম চেষ্টা করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ট্যুরিষ্ট স্পট টাচ করতে।

কারন এক দেশে বার বার আসা সম্ভবনা।

মাডোরডাম তো দেখার মত একটা জায়গা।পুরা নেদারল্যান্ড ঘুরে যা দেখা হয়, তার সবই এইখানে ছোট করে করা আছে।

পুরা নেদারল্যান্ড সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়।
আপনিও দেখে ফেলবেন আশা করি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১

খাঁজা বাবা বলেছেন: বাহ, ভাল তো

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মন ভোলানো
আর নয়ন জুড়ানো ছবি।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে ঘুরে দেখতে কখন যে ৪/৫ ঘন্টা সময় চলে যায় টেরই পাওয়া যায়না।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি মনে হচ্ছে সবই যেন শিল্পির তুলির আঁচর! নিজেদেরকে ভাবলে কত ছোট মনে হয়; আমরা কেন পারিনা?!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: তারা সেই কত বছর আগেই এসব করেছে, তারা পানির উপর জাগিয়ে তুলেছে তাদের দেশ।
তাদের সমস্ত কিছুই গুছানো, সব নিয়মে চলে।
আর আমাদের দেশে অনিয়মই হচ্ছে নিয়ম।
আফসোস হয় আমাদের নিজের দেশের জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকুন আপনিও।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

নিয়াজ সুমন বলেছেন: এত সুন্দর এত গোছানো, সত্যি মনোরম। ধন্যবাদ আপু, সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর পোস্ট করুন।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: কোথাও ভ্রমণ করলেই কিছু লিখতে পারি,আর নাহলে কোন লেখা আসেনা।

দোয়া করবেন যেন বেশি বেশি ভ্রমণ করতে পারি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ সব ছবি !!
শুভকামনা জানবেন।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনিও শুভেচ্ছা জানবেন।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

ময়না বঙ্গাল বলেছেন: আপনাকে ধন্যবাদ । রাজশাহী সিটির মধ্যেই জীবনের সব বসন্ত কেটে যাচ্ছে আর কী ।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

ফেরদৌসা রুহী বলেছেন: রাজশাহী থেকে বের হয়ে আগে দেশটাকে দেখুন ভালো করে। এরপর অন্য কোথাও যাবেন দেখতে।

আমাদের দেশও অনেক সুন্দর।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

বেয়াদপ কাক বলেছেন: দারুন লাগলো

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ নীলপরি

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: দুনিয়াতে যে দেখার কতোকিছু আছে!!! প্রত্যেকটা ছবিই দারুন, দেখে খুবই মজা পেলাম! দেখি কোন একদিন আমিও গালিভার হতে পারি কিনা........ :)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: জীবন আমাদের খুবই ছোট। এই ছোট জীবনের জন্য আফসোস হয়।

খুবই অসাধারন একটা জায়গা, যে কারোরই ভালো লাগবে।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: অন্নেক্কক্কক সুন্দর

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ আপা।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার একটা স্থানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভাল লাগল ছবিগুলো দেখে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: পোস্ট দেখে মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

আমাদের খুবই ভালো লেগেছে এই জায়গাটা।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

ক্লে ডল বলেছেন: অদ্ভুত এবং মজার!!! যেন রূপকথার কোন সাজানো রাজ্য!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

ফেরদৌসা রুহী বলেছেন: মাডোরডাম ঘুরার সময় আমার কাছেও তাই মনে হয়েছিল।

মনে হচ্ছিল কোন যাদুর দেশে ঘুরে বেড়াচ্ছি।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

করুণাধারা বলেছেন: এমন কিছু আছে বলে জানতাম না।

ধন্যবাদ চমৎকার ছবিসমৃদ্ধ পোস্টের জন্য।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: নেদারল্যান্ড যখন গেলাম তখনো আমি জানিনা এমন কিছু আছে।

যখন আমাদের ঘুরতে নিয়ে গেল তখনো জানিনা ভেতরে এমন রুপকথার রাজ্য। ভেতরে গিয়ে পুরাই অবাক হয়েছি।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

জাহিদ হাসান বলেছেন: উফ! অসাধারন :)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ জাহিদ হাসান আপনাকে

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন: বেশ মজার আপু ;সত্যি ই রুপকথা র মত সুন্দর ছবি ।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: জি আপু পুরাই রুপকথার দেশের মত।

আর নিজেকে গালিভার মনে হওয়ার স্বাদটা নিয়ে নিলাম বোনাস হিসাবে।

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগার মত ছবি ব্লগ, নিজেদের খুব ছোট মনে হচ্ছে।

মনে হচ্ছে যে, রুপকথার রাজ্যে প্রবেশ করছি প্রতিটি ছবিতে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের দেশের অভিবাবকেরা ব্যস্ত নিজেদের পকেট ভারি করতে।

রুপকথার রাজ্য তৈরি করার তাদের সময় কই। এজন্য আফসোস তো হয়ই।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

কালীদাস বলেছেন: সুন্দর জায়গা তো কি হৈসে? আপনে শরীফ ঘরের মুসলিম রমণী হয়া ইয়াহুদির স্মরণে বানানি জিনিষের ফটু ব্লগ দেন খানদানি মুসলিম জনতার ব্লগে। নাউজুবিল্লাহ। শেষ, ব্লগ শেষ :((

















(ঈমানে কই, নেদারল্যান্ডে যাওয়া মাস্ট হয়া যাইতাছে। আপনের পোস্টগুলা দেইখা বুঝতাছি, যেমনেই হোক টাইম ম্যানেজ করতে হৈব। থ্যাংকু রুহী আপা।)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: কালীদাস আপনি তো আমাকে ডর দেখায় দিলেন। আসলেই তো এই পোস্ট দেওয়া ঠিক হয়নি।

নেদারল্যান্ড অবশ্যই ঘুরতে যাবেন। দেখার মতই একটা দেশ।

অনেক ধন্যবাদ আপনাকে সব সময় মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

২২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬

প্রামানিক বলেছেন: অসাধারণ ছবি ব্লগ। ধন্যবাদ জানিয়ে গেলাম।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: পোস্ট দেখে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রামানীক ভাই।

২৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইত্যাদি-তে অনেক আগে এই জায়গা নিয়ে রিপোর্ট করা হয়েছিল। এখন আরো সুন্দর ভাবে সব জানলাম। ধন্যবাদ...

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: ইত্যাদির অনুষ্ঠানটি দেখিনি। দেখলে হয়ত আরো অনেক কিছু জানতে পারতাম।

আসলেই অনেক মজার একটা জায়গা।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৫

এম এ কাশেম বলেছেন: একবার যাওয়া লাগে দেখি।

শুভ কামনা।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে আসুন একবার।

ভালো লাগবে অবশ্যই।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি গালিভার না লিলিপুট ছবি দেখে তো কোথাও ধারণা পাচ্ছি না :)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা কামাল ভাই আমি তো ছবি দেইনা ব্লগে নিজের।

তাই ছেলের ছবি দিয়েই বুঝালাম যে আমরাই গালিভার।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যায়গাটা যে একটা সুন্দর যায়গা তাই দেখলাম.....

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: জায়গাটা অনেক বেশি সুন্দর। এসব সৌন্দর্য চোখে দেখতে হয়, ক্যামেরায় উঠে আসেনা এসব।

তাও একটু চেষ্টা করেছি তুলে ধরতে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

২৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: ভার্চুয়াল ভাবে মডোরডাম ঘুরে নিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
+।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: পোস্ট দেখে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৬

উম্মে সায়মা বলেছেন: ছবি দেখে আর বর্ননা শুনেই মনে হচ্ছে রূপকথার রাজ্যে চলে গেছি!
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।++

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: বাস্তবের দেখার কিছুই আসলে ছবি আর বর্ণনায় তুলে ধরা যায়না।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


দেখতে তো চাই, কি সুখের কারণে তারা এসব করলো, বুঝার দরকার ছিলো; বাংগালীদের ভিসা দেয় বলে তো মনে হয় না

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা তো বাংগালি, ভিসা তো পেলাম।

৩০| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবিব্লগ। পিচ্চি পিচ্চি জিনিস এত গোছানো রাখে কীভাবে? বাংলাদেশ হলে পরের সপ্তাহে গরু চরা মাঠ বানাতো জনতা। ;)

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: তারা সব নিয়ম কানুন মেনে চলে বলেই সবদিকেই উন্নত।

আমাদের দেশে নিয়ম আছে কিন্তু উপরমহল থেকে শুরু করে সবাই নিয়ম না মানাতেই অভ্যস্থ।

তা অবশ্য ঠিক বলেছেন, গরু চড়া মাঠ বানাতো, কিছু চুরি করে নিয়ে যেতো।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩১| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সামিয়া বলেছেন: অসাধারন ভ্রমন । আপনি অনেক লাকি। অভিভূত হলাম ছবি গুলো দেখে এবং তথ্য জানতে পেরে ।।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

ফেরদৌসা রুহী বলেছেন: জায়গাটা আসলেই অদ্ভুত সুন্দর।

দেখতে চাই তো আরো কত কিছু কিন্তু দেখতে আর পারি কই।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫২

এম ডি মুসা বলেছেন: অসাধারণ ভ্রমণ বাঃ বেশ ভালো লেগেছে ।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: চায়ের জন্য ধন্যবাদ কামাল ভাই

৩৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ওয়াও!!! অভাবনীয় বিষয়! পোস্ট পড়ে মন জুড়ালো! আপনি মাডোরডাম না দেখে নেদারল্যান্ডস থেকে চলে আসলে আমাদেরই বেশি ক্ষতি হতো।

এত সুন্দর ছবিগুলো কেমন কুচকে গেছে!
সামুতে ছবি পোস্ট করলে মনে শান্তি পাওয়া যায় না। কীভাবে যেন ছবিকে বড় দেখানো যায়, আমাদের সাদামন ভাই ওটা খুব ভালো জানেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: কামাল ভাই সহ আরো অনেকেই দেখি ছবি বড় করে দেওয়ার সিস্টেম জানে।

আমি পারিনা। হুম ছবি এমন ছোট হওয়ার কারনে দেখতে ভালো লাগেনা। আসল সৌন্দর্য বুঝা যায়না।

অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু মন্তব্যের জন্য।

৩৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

ফয়সাল রকি বলেছেন: চমৎকার পোষ্ট।
তবে আপনার পোষ্ট পড়তে পড়তে ভাবছিলাম, ঢাকা'র এরকম একটা সংস্করণ করলে কেমন হয়?

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: এটা তো খোলা জায়গায় করা।

ঢাকাতে এত ছোট জিনিস এমন খোলা জায়গায় করলে সব কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! অসাধারণ লেখনী। সেই সাথে মনমুগ্ধকর ছবি। খুব ভালো লাগল, রুহী আপু। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: ওখানে আমাদেরও খুব ভালো সময় কেটেছে। মনে হচ্ছিল রুপকথার দেশ।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পুরোপুরি অজানা একটা বিষয়। অসাধারণ এই পোস্টটা দেখেছি আগেই, কিন্তু আরো একবার সময় করে দেখে মন্তব্য করবো ঠিক করে রেখেছিলাম।
তবে, আমাদের দেশেও কোন পার্ক মনে নাই, (নন্দন হতে পারে) সেখানেও আমাদের সংসদ ভবন, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল সাতগম্বুজ মসজিদ (তাও ঠিক ঠিক মনে নাই) বেশ কয়েকটি স্থাপত্যের ছোট নমুনা আছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: এমন কিছু ওখানে আছে আমিও জানতাম না। যখন আমাদের ট্যুরিষ্ট বাস মাডোরডাম যাচ্ছিল তখনো জানিনা এমন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে।

ভেতরে গিয়ে আমরাও অবাক হয়েছি।
আমাদের দেশেও আছে কিছু কিছু শুনেছি, কিন্তু কোথায় করেছে এখনো দেখা হইনি।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

বলেছেন: বাহ ছবির হাত খুব সুন্দর ।
স্থান পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
পোষ্টে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.