![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের পরিচয় তারা দরিদ্র,অশিক্ষিত,অসংস্কৃত,অমার্জিত। তাদের নিয়ে দিস্তা দিস্তা কাগজে থিসিস করা হয়। ভূমিহীন কৃষকের ভাগ্য উন্নায়নের নানা ফর্মুলা রচিত হয়,বড় বড় কথা বলা হয় কিন্তু তাদের কাছে পৌছায় না। শহর থেকে নেতারা আসে। নেতাদের দেখে আর হাত মিলাতে পেরেই তারা খুশি। তারা মনে করে আইছে রাজপুত আইছে। নেতারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে ভাইয়েরা আমার, আপনারা ক্ষেতে-খামারে উৎপাদন বাড়ান, জনসংখ্যা কমান, আমি আপনাদের হেন দিব, তেন দিব, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। তারা মুগ্ধ হয়ে শোনে আর হাততালি দেয়। দঃসহ এই বঞ্চনার মধ্যে পরে আছে তারা। তাদের কাছে না আছে বাস্তব, না আছে কল্পনা। তারা দু মুঠো ভাতের জন্য কত বারই ভোট দিল, কত বারই পথে নামলো কিন্তু সে ভাত আর শানকিতে উঠলনা। কণ্ঠ উচিয়ে বলতে পারলনা আমার পূর্ণ গণতান্ত্রিক অধিকার চাই,রোজগারের গ্যারান্টি চাই,শিক্ষার সুযোগ চাই,চিকিৎসার সুযোগ চাই,বাঁচার মত করে বাচঁতে চাই। তাদের চাওয়াটাই অসম্পূর্ন। আর তাদের জিজ্ঞেস করলে বলে বাইচ্যা আছি কোন মতে।
©somewhere in net ltd.