নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম বুঝি সব পেয়ে গেছি!কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণীকের!বহু বসন্ত এসে চলে গেছে জীবন থেকে, নিজেকে চেনার বা বোঝার সময় হয়নি!আজ কেউ একজন চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দিলো!আর না, শুধরে ফেলব

Fokroul Hasan

আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______

Fokroul Hasan › বিস্তারিত পোস্টঃ

সময় ...

০৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৩০

পৃথিবীর এক প্রান্তে এক দ্বীপ ছিলো। দ্বীপ বলেই তার চারদিকে ছিলো শুধু সাগর আর সেই সাগরের পানি। সেই দ্বীপে সব রকমের অ্যাবসট্রাক্ট বিষয় পাশাপাশি বাস করতো, যেমন- 'সুখ', 'দুঃখ', 'প্রাচুর্য', 'জ্ঞান', 'সৌন্দর্য', 'ভালোবাসা' ........ ইত্যাদি। "
একদিন তারা সবাই 'জ্ঞান'-এর কাছে জানতে পারলো যে, এই দ্বীপ খুব দ্রুত পানির নিচে ডুবে যাবে। সবাই যার যার নৌকা নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দ্বীপ ছেড়ে। শুধুমাত্র 'ভালোবাসা' দ্বীপে থেকে যেতে চায় শেষ মুহূর্ত পর্যন্ত।
"
যখন সাগরের পানির নিচে দ্বীপটি প্রায় ডুবে যাচ্ছে তখন 'ভালোবাসা' সিদ্ধান্ত নিলো তাকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এখনই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে। সে তখন আশেপাশে সাহায্যের জন্য অন্যদেরকে খুঁজতে লাগলো।
"
এমন সময় 'ভালোবাসা' দেখতে পেলো যে, 'প্রাচুর্য' তার নৌকা নিয়ে যাচ্ছে। 'ভালোবাসা' তখন 'প্রাচুর্য'-কে বললো, "তুমি কি আমাকে তোমার নৌকায় একটু আশ্রয় দিবে?" 'প্রাচুর্য' উত্তর দিলো, "সরি, আমার নৌকা সোনা-রূপা দিয়ে ভরা।
"
এখানে তোমার জন্য একটুকুও জায়গা নেই।"এমন সময় 'সৌন্দর্য' খুব সুন্দর দেখে একটা নৌকা চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিলো। ভালোবাসা তখন 'সৌন্দর্য'-কে বললো, "সৌন্দর্য, তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ।" 'সৌন্দর্য' উত্তর দিলো, "না, আমি তোমাকে আমার সুন্দর নৌকায় নিতে পারবো না, তুমি পানিতে ভিজে একাকার, তুমি উঠলে আমার সুন্দর নৌকা নোংরা হয়ে যাবে।
"
এরপর 'ভালোবাসা' দেখতে পেলো 'দুঃখ' তার পাশ দিয়ে যাচ্ছে। ভালোবাসা তখন 'দুঃখ'-কে বললো, "দুঃখ, তোমার সাথে আমাকে একটু নিয়ে যাও প্লিজ।" দুঃখ উত্তর দিলো, "আমি সত্যিই দুঃখিত, 'ভালোবাসা'। আমার মন খুব খারাপ। আমার এখন একা থাকতে ইচ্ছা করছে। তুমি বরং 'সুখ'-কে বলে দেখতে পারো।"'সুখ'-কে পাশের নৌকায় দেখতে পেয়ে ভালোবাসা চিৎকার  দিয়ে বললো, "সুখ, আমাকে বাঁচাও।" 'সুখ' তখন মহাসুখে গান গাইতে গাইতে যাচ্ছে। ফলে সে আনন্দের চোটে 'ভালোবাসা'-র ডাক শুনতেই পেলো না।
"
'ভালোবাসা' তখন আর কোন উপায় না দেখে কান্না শুরু করলো। এমন সময় সে শুনতে পেলো যে, কে যেন তাকে ডাকছে, "তুমি আমার নৌকায় চলে এসো 'ভালোবাসা', তুমি যেখানে যেতে চাও, আমি তোমাকে সেখানে নিয়ে যাবো।" 'ভালোবাসা' তখন তার নৌকায় উঠে বসলো। 'ভালোবাসা' চিনতে পারলো না যে, আসলে কে তাকে সাহায্য করছে।
"
পরে সে 'ভালোবাসা'-কে সুন্দর দেখে আর একটা দ্বীপে নামিয়ে দিলো। 'ভালোবাসা' সেই দ্বীপে দেখতে পেলো 'অভিজ্ঞতা'-কে। ভালোবাসা তখন 'অভিজ্ঞতা'-কে জিজ্ঞাসা করলো, "কে আমাকে সাহায্য করেছে?" 'অভিজ্ঞতা' তার ঝুলি থেকে উত্তর দিলো, "সময় তোমাকে সাহায্য করেছে।
"
ভালোবাসা' তখন আবার প্রশ্ন করলো, "শুধু 'সময়'-ই কেন আমাকে সাহায্য করলো?" 'অভিজ্ঞতা' তখন মৃদু হেসে বললো, "কারণ একমাত্র 'সময়'-ই জানে 'ভালোবাসা'-র কতটা মূল্য। 'সময়'-ই 'ভালোবাসা'-র গন্তব্য ঠিক করে দেয়।"এখন শুধু সময়ের অপেক্ষা ............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.