![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
বারবার এক বা একাধিক মানুষের কাছে নিজের বিশ্বাসের ধর্ষণ হওয়া মানুষটা পরেরবার কাউকে
বিশ্বাস করতে প্রচন্ড ভয় পায়!
"
আর সেই মানুষটার বিশ্বাস ধর্ষণের গল্পগুলো শুনে,
যে মানুষটা জীবনে আজন্মকাল সুখী ছিলো আর
আজ সে নতুন করে কাউকে বিশ্বাস করতে যাচ্ছে
সেও ভয়ে কুঁকড়ে যায়!
"
কারো কারো হাতে বিশ্বাস খুন হয় বারবার।
বিশ্বাসের ধর্ষণ হয় বারবার। এসব ময়নাতদন্ত বা পোষ্টমর্টেমে ধরা পরেনা। সকল খুন, সকল ধর্ষণের রিপোর্ট অন্যভাবে আসে!
"
তবে সেই যন্ত্রণাটুকু শুধু সেই অনুভব করতে পারে
যে বারবার এই খুনের ভিক্টিম হয়েছে। এইসব খুন
বা ধর্ষণের জন্য সংবিধানে কোন শাস্তির ধারা জারি নেই। এসব খুন বা ধর্ষণের তদন্ত করার জন্য কোন থানা, পুলিশ নেই!
"
যারা এসব ধর্ষণের স্বীকার, তারা মরে প্রতিনিয়ত। এদের বিশ্বাস খুন হয়। এদের বিশ্বাসের ধর্ষণ হয়,
অথচ এরা তবুও বেঁচে থাকে।বরাবরের মত আবারও ভুল করে। আবারও কাউকে বিশ্বাস করে ফেলে!
"
অথচ বরাবরের মতো আবারও তাদের বিশ্বাসের
খুন ও ধর্ষণ হয়। তারা চুপচাপ থাকে। আর এই ঘটনাটুকু রিসাইকেলিং এর মতো বারবার ঘটতে
থাকে। আর মানুষগুলো প্রতিনিয়ত মরতে থাকে! প্রতিনিয়তই..!!
©somewhere in net ltd.