নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম বুঝি সব পেয়ে গেছি!কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণীকের!বহু বসন্ত এসে চলে গেছে জীবন থেকে, নিজেকে চেনার বা বোঝার সময় হয়নি!আজ কেউ একজন চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দিলো!আর না, শুধরে ফেলব

Fokroul Hasan

আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______

Fokroul Hasan › বিস্তারিত পোস্টঃ

আমরাও জীবনে ভাল থাকার জন্য এমন কিছু কাজ করি....

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

এক লোক ভিক্ষা করতেছে, তার বুলি হচ্ছে একটা
পয়সা দিয়ে যান ভাই, একটা পয়সা দিয়ে যান।
ভিক্ষা করতে করতে এক পর্যায়ে এত পয়সা উঠল
যে তার একার পক্ষে বহন করা সম্ভব না।
'
পরে ভেবে চিন্তে আবার ভিক্ষা করা করা শুরু
করল।এবার তার বুলি হচ্ছে একটা ঘোড়া দিয়ে যান।
পথিমধ্যে এক সৈনিকের ঘোড়া বাচ্চা প্রসব করল।
এই ঘোড়ার বাচ্চা নিয়ে সৈনিকের পথ চলতে খুব
সমস্যা হচ্ছিল।
'
সামনে এসেই দেখে এই লোক ভিক্ষা করতেছে আর
বলতেছে একটা ঘোড়া দিয়ে যান ভাই।সৈনিক দেখে
ভাবল যাক, এবার একটা উপায় হল।সৈনিক ঘোড়ার
বাচ্চাটাকে এই লোককে দিয়ে চলে গেল।
'
লোকটা এই ঘোড়ার বাচ্চা পেয়ে বলল, হায়!আমি
ভেবেছিলাম কেউ একটা ঘোড়া দান করলে আমার
পয়সা গুলো নিয়ে আমি তর উপড় ছওয়ার করব।
এখন তো দেখছি যে এই ঘোড়ার বাচ্চাকেই আমার
বহন করে নিতে হব!
'
:-আমরাও জীবনে ভাল থাকার জন্য এমন কিছু কাজ
করি, যে কাজগুলো আমাদের ভালো রাখতে তো পারেই
না, বরং জীবনাই বরবাদ করে দিয়ে যায়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.