![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
ছবি গুগল চাচার কাছ থেকে নেয়া।
জীবন কি এটার উত্তর কি আজো কেউ দিতে পেরেছে? পারবে বলেও মনে
হয়না।আমিও পারবনা, আমার অত ছোট্ট মাথার ছোট্ট গিলুতে এটা সম্ভব না!
তারপরও মাঝে মাঝে সবকিছু ছেড়ে-ছুঁড়ে জীবনটাকে নিয়ে ভাবতে বসে
যাই। কোন দিশা করতে পারিনা, সব গোলায়া যায়, মাথায় হ্যাং করে বসে!
-
জীবনটাকে কোন কিছুর সাথে তুলনা করেও হিশেব মিলাতে পারিনা। তবে
ঐ বিশ্বভ্রহ্মান্ডের সাথে কিছুটা মিল খুঁজে পাই। বিশ্বভ্রহ্মান্ডে যেমন অজানা
হাজারো লাখো-কোটি তারকা-তারকাপুঞ্জ আছে, তেমনই জীবনটা বিষ্ময়
দিয়ে ভরা।
-
সময় গড়ায়, সময়ের সাথে সাথে বিজ্ঞান যেমন বিভিন্ন গ্রহ-নক্ষত্র অবিষ্কার
করে, আমরাও জীবনে চলতে চলতে জীবনটাকে অনেক রকম ভাবে আবিষ্কার
করি। কিন্তু নিদ্রিষ্ট করে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারিনা। নিদ্রিষ্ট করে
বলতে পারিনা জীবন কি।
-
আসলে এটা সম্ভবও না। জীবনকে বুঝতে হলে জীবনকে পুড়ে পুড়ে, জীবনকে
ক্ষয় করে করে তবেই জীবনকে বুঝতে হয়। জীবন কি এটা বুঝার জন্য শর্ট
কোন রাস্তা নেই। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ ধাপে ধাপে পাড় করে
তবেই বুঝতে হবে জীবন কি। জীবন কি এটা বলা যায়না, জীবন উপলব্ধি
করার বিষয়। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থেকে তবেই উপলব্ধি করতে হয়
আসলে জীবন কি।
©somewhere in net ltd.