![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
আল্লাহ্ ভালো জানে। ছোট্ট গিলুতে একটা কথা কেনো
জানি মনে হচ্ছে, পুতিন যে করেই হোক ইউক্রেন দখল
করবেই। ইউক্রেনের মানুষকে রাশিয়ানরা ছোট ভাইয়ের
মতো দেখতো, ওদের মাঝে আত্মিয়তা আছে।
ভুলটা কিন্তু আমেরিকা ও ন্যাটোর দেশগুলোই করছে,
ইউক্রেন ও রাশিয়া নিজেদের সমস্যা নিজেরা সমাধান
করতে পারতো। ইউক্রেনকে ন্যাটোতে আনার জন্য
উৎসাহিত করে ভুল করেছে; ইহা বিশ্বকে অনিশ্চয়তা
মাঝে ঠেলে দিয়েছে।
ইউক্রেনের বুঝা উচিত ছিল যে গরিবের বউ সুন্দরী হলে
সবার ভাবি হয়। যৌবন থাকা ভালো, তবে উত্তপ্ত যৌবন
থাকা ভালো না। গরিবের বউয়ের রুপ থাকে তবে শক্তি
বা সামাজিক পাওয়ার থাকেনা। তেমনই ইউক্রেনের
সম্পদের পাহাড় আছে তবে সামরিক শক্তি নেই।
এত বিশাল সম্পদের পাহাড় নিয়ে রাশিয়ার বিরোধি
হওয়া উচিত হয়নি। কারন ইউক্রেনের সম্পদ আছে আর
রাশিয়ার আছে শক্তি। পুতিন সাংঘাতিক স্মার্ট, সে ভুল
জায়গায় পা ফেলেনা।
©somewhere in net ltd.