![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
গতকাল রাতে ১২ টার পরে অনেক্ষণ ফেসবুকে ঘুরে শুধু
পোস্ট দেখে গেলাম। সকাল থেকেও দেখে যাচ্ছি অনেকক্ষণ।
কিন্তু পিলখানা ট্রেজেডি নিয়ে তেমন কোন পোস্ট দেখলাম না!
গুনে গুনে বলতে পারব ৮ থেকে ১০ পোস্টও হবেনা। বিশেষ
করে উঁচু পর্যায়ের কয়েকটা মানুষকে দেখলাম শুধু এটা নিয়ে
পোস্ট করতে। আমাদের মতো আম জনতার মাঝে এটা নিয়ে
কোন প্রতিক্রিয়াই দেখিনা।
পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে ৫৭ জন সেনা অফিসার মারা
গেছে বলে জানা নেই! মাত্র ১৩ বছরেই এত বড় ক্ষতি এই
জাতি ভুলে যায় কেমনে? এই জাতি বড্ড ভুলো মন জাতি
এই জাতি বাপেরে পাইলে মা'রে ভুলে যায়!
এই জাতি তামশা দেখা জাতি, এই জাতি তামশা দেখানো
জাতি! এই জাতি চেতনাবাজ জাতি। সব দিবসেই দেখা যায়
এই জাতির চেতনা জেগে উঠতে।
অথচ অন্য সব দিবস আসলে সপ্তাহ ব্যাপি চলে বেহায়াপনা,
নির্লজ্জতা। ঐ সব দিবসের বেলায় এই জাতি এত বেশরম,
বেহায়া নির্লজ্জ হয় কেমন করে? সেলুকস!
অতপর দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা
কথা বলতে পারি। বর্তমান বাংলাদেশের জনগন বড্ড সুখেই
আছে। এই জাতির ভাগ্য অতি উত্তম যে এহনো তাদের ধরে
ধরে তিন বেলা জুতা পে।টা করেনা। এই জাতির শুকরিয়া
আধায় করা উচিত যে নিয়ম করে প্রতিদিন এদেরকে পাছায়
লাইত্থানো হয়না।
এখন অনেকে বলবেন এই ছেলেটা বেশি ভালোনা, আমিও
হেইডাই কই। আমি তো ভালো না ভালো লইয়া থাইকেন।
আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে কি এই
পিলখানা ট্রেজেডির তাৎপর্য বেশি নাকি ভেলেন্টাইন ডের
তাৎপর্য বেশি?
কি, হাজি সাবের মুখ খাড়াপ? জানতাম, এইডাই কইবেন।
কারন আপনি ভেলেন্টাইন ডের পোস্ট করছেন কিন্তু এই
পিলখানা ট্রেজেডি আপনার কাছে কিছুই না!
©somewhere in net ltd.