![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
যুক্তরাষ্ট্রকে আরো বেশি শক্তিশালী বানাতে সহযোগীতার
চালে ধরা খেলো ইউক্রেন। মাঝখান দিয়ে নিজেদের ভুমি
হারালো। কি দরকার ছিলো ন্যাটোতে যোগ দেয়ার।
ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাদের সিদ্ধান্ত
নেওয়ার স্বাধীনতা আছে। তারা নাটোতে যুক্ত হতে চায়
এখানে ইউক্রেনকে বাধা দেওয়ার পুতিন কে! ইউক্রেন
এবং ন্যাটো বিয়ে বসতে রাজি পুতিন কাজী কেন বাঁধা
হয়ে দাঁড়ায়, স্বার্থ কি!?
আর রাশিয়া কৌশল গত কারনেই চায় ক্রিমিয়া তাদের
হাত ছাড়া না হোক!
আমেরিকা যাদের বন্ধু তাকে ধ্বংস হতে দ্বিতীয় কোন
শত্রুর প্রয়োজন হয় না!
রাশিয়াকে পশ্চিমারাই উস্কানি দিচ্ছে, আবার ইউক্রেনকে
পশ্চিমারাই সাপোর্ট করে ময়দানে নামিয়েছে! যার ফলে
পুতিন আগ্রাসন চালিয়েছে।
অন্যদিকে রুশরা ইউক্রেনকে কোন ভাবেই ন্যাটোর সাথে
এক হতে দিবেনা, কারন ন্যাটর সাথে ইউক্রেন এক হলে
ক্রিমিয়া তাদের হাত ছাড়া হবে।
ইউক্রেনকে তামা বানিয়ে দিয়ে পুতিন সাহেবের বিশ্বকে
বুঝিয়ে দেবে যে, কব্জির শক্তিই বড় শক্তি, মানবতা কিংবা
মানবধর্ম এটা কেবল নেক সুরুতে ভণ্ডামি; যা পশ্চিমাদারে
আসল রুপ।
©somewhere in net ltd.