![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
গতকাল মধ্য রাতে প্রচন্ড গরমে ঘুম আসছিল না,ভাবলাম
বাহির থেকে একটু ঘুরে আসি।
বাড়ি থেকে বের হয়ে একটু সামনে যেতই একটা জাম গাছ,
জাম গাছের নিচে একটু দাঁড়ালাম। গেল বসন্তে নতুন পাতা
গজিয়েছে,আহা বাতাসে জামের পাতায় শন শন দারুন শব্দ,
প্রকৃতিক শব্দ শুনে মুগ্ধ হয়ে গেলাম।
আর কিছুদূর হাঁটার পরে দূর থেকে ভেসে আসছে ধাম ধাম
শব্দ। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে কাছে গিয়ে দেখি
কিছু লোক ধান মাড়াইয়ের কাজ করছে। দু'জন ধান ড্রামে
ধানের আঁটি বারি দিয়ে দান নিচ্ছে, আর দু্'চারজন ক্লান্ত
হয়ে বসে বসে বিশ্রাম নিচ্ছে।
আবার বিশ্রামের সাথে গান গাইতেছে গলা ছেড়ে, পুরনো
দিনের গান। ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল
মারির বন্দরে......
আর কিছু দূর যাবার পরে দেখলাম বাড়ির উঠানে পাটি
বিছিয়ে খোলা আকাশের নিচে বসে বসে কতগুলো লোক
গল্প করছে।তারাও সম্ভবত আমার মতো গরমের ভুক্তভুগি।
পাশেই আবার কতগুলো ছোট ছোট বাচ্চারা হৈ হুল্লুর করছে,
আবার কতগুলো বাচ্চা জোনাকি পোকার পেছনে দৈড়া দৈড়ি
করেছে,তার উপড়ে আবার রূপালি জ্যোৎস্না, দারুন দৃশ্য।
এইসব দৃশ্য দেখেতে নদীর পাড় চলে আসলাম। নদীর পাড়ে
গিয়ে বসলাম, চাঁদের রুপালি জ্যোৎস্না নদীর পানিতে পড়ে
ঝিকমিক করতেছে, আবার ঝিরিঝিরি দক্ষিনা বাতাস দোলা
দিয়ে যাচ্ছে।
দূরেই আবার মাছ ধরার কিছু নৌকা দেখা যাচ্ছে, হেজাগ
বাতি জ্বেলে মাছ ধরছে। দূর থেকে থেকে দেখলে মনে হবে
কে যেন পিদিম জ্বেলে নদীর মাঝে বসে আছে, কি যে এক
মনোহরি দৃশ্য।
এইসব দৃশ্য দেখেতে দেখতে মনে হলো গ্রামের মানুষ কতই
না সুখে আছে, প্রকৃতি আর মানুষে মিলেমিশে একাকার।
©somewhere in net ltd.